দশম শ্রেণীর (তৃতীয় অধ্যায়): প্রতিরোধ ও বিদ্রোহ – বৈশিষ্ট্য ও বিশ্লেষণ হতে বহু বৈকল্পিক প্রশ্ন উত্তর (MCQ)
দশম শ্রেণীর (তৃতীয় অধ্যায়): প্রতিরোধ ও বিদ্রোহ – বৈশিষ্ট্য ও বিশ্লেষণ হতে বহু বৈকল্পিক প্রশ্ন উত্তর (MCQ)
১। ব্রিটিশ সরকার পৃথক বন বিভাগ খুলেছিল –
- (ক) ১৮৬৪ খ্রি.
- (খ) ১৮৬৫ খ্রি.
- (গ) ১৮৭০ খ্রি.
- (ঘ) ১৮৭৮ খ্রি.
উত্তর:- (খ) ১৮৬৫ খ্রি.।
২। ১৮৭৮ খ্রিস্টাব্দের অরণ্য আইনে অরণ্যকে ভাগ করা হয় –
- (ক) দুটি স্তরে
- (খ) তিনটি স্তরে
- (গ) চারটি স্তরে
- (ঘ) পাঁচটি স্তরে
উত্তর:- (খ) তিনটি স্তরে।
৩। বনাঞ্চল বিশারদ ড্রেইটিক যে দেশের মানুষ ছিলেন সেটি হল –
- (ক) ইংল্যান্ড
- (খ) ইটালি
- (গ) জার্মানি
- (ঘ) আমেরিকা
উত্তর:- (গ) জার্মানি।
৪। সমাজের কোনো প্রচলিত ব্যবস্থার দ্রুত ও আমূল পরিবর্তন ঘটে –
- (ক) বিপ্লবের মাধ্যমে
- (খ) বিদ্রোহের মাধ্যমে
- (গ) অভ্যুত্থানের মাধ্যমে
- (ঘ) আন্দোলনের মাধ্যমে
উত্তর:- (ক) বিপ্লবের মাধ্যমে।
৫। দ্বিতীয় ভারতীয় অরণ্য আইন পাস হয় –
- (ক) ১৮৬০ খ্রিস্টাব্দে
- (খ) ১৮৭৮ খ্রিস্টাব্দে
- (গ) ১৮৬৫ খ্রিস্টাব্দে
- (ঘ) ১৮৬৪ খ্রিস্টাব্দে
উত্তর:- (খ) ১৮৭৮ খ্রিস্টাব্দে।
৬। সরকার বনবিভাগের ইনস্পেকটর জেনারেল নিয়োগ করে
- (ক) ম্যাকডোনাল্ডকে
- (খ) চার্লস টেগার্টকে
- (গ) দিয়েত্রিখ ব্র্যান্ডিসকে
- (ঘ) লং সাহেবকে
উত্তর:- (গ) দিয়েত্রিখ ব্র্যান্ডিসকে।
৭। ‘বিপ্লব’ শব্দের অর্থ হল –
- (ক) সাময়িক পরিবর্তন
- (খ) সামাজিক পরিবর্তন
- (গ) আংশিক পরিবর্তন
- (ঘ) আমূল পরিবর্তন
উত্তর:- (ঘ) আমূল পরিবর্তন।
৮। ভারতে প্রথম অরণ্য আইন পাস হয় –
- (ক) ১৮৫৫ খ্রিস্টাব্দে
- (খ) ১৮৫৯ খ্রিস্টাব্দে
- (গ) ১৮৬৫ খ্রিস্টাব্দে
- (ঘ) ১৮৬৪ খ্রিস্টাব্দে
উত্তর:- (গ) ১৮৬৫ খ্রিস্টাব্দে।
৯। ‘বিদ্রোহ’ বলতে বোঝায় –
- (ক) ব্যাপক হত্যা
- (খ) আমুল পরিবর্তন
- (গ) প্রতিষ্ঠিত ব্যবস্থার বিরুদ্ধাচরণ
- (ঘ) প্রতিষ্ঠিত ব্যবস্থার সংস্কার
উত্তর:- (গ) প্রতিষ্ঠিত ব্যবস্থার বিরুদ্ধাচরণ।
১০। চুয়াড় বিদ্রোহ প্রথম শুরু হয়েছিল –
- (ক) রাঁচিতে
- (খ) সিংভূমে
- (গ) ছোটোনাগপুরে
- (ঘ) ধলভূমে
উত্তর:- (ঘ) ধলভূমে।
১১। ‘মেদিনীপুরের লক্ষ্মীবাই’ নামে পরিচিত ছিলেন –
- (ক) রানি দুর্গাবাই
- (খ) রানি রাসমণি
- (গ) রানি তারাবাই
- (ঘ) রানি শিরোমণি
উত্তর:- (ঘ) রানি শিরোমণি।
১২। চুয়াড় বিদ্রোহের মূল চালিকাশক্তি ছিল –
- (ক) জমিদাররা
- (খ) জোতদাররা
- (গ) কৃষকরা
- (ঘ) মজুররা
উত্তর:- (গ) কৃষকরা।
১৩। চুয়াড় বিদ্রোহ সংঘটিত হয়েছিল –
- (ক) রাঁচিতে
- (খ) মেদিনীপুরে
- (গ) পুরুলিয়ায়
- (ঘ) হাজারিবাগে
উত্তর:- (খ) মেদিনীপুরে।
১৪। চুয়াড় বিদ্রোহে নেতৃত্ব দেন –
- (ক) গঙ্গানারায়ণ সিংহ
- (খ) সুজন সিংহ
- (গ) দুর্জন সিং
- (ঘ) সিংগাই
উত্তর:- (গ) দুর্জন সিং।
১৫। রানি শিরোমণি নেতৃত্ব দিয়েছিলেন –
- (ক) কোল বিদ্রোহে
- (খ) চুয়াড় বিদ্রোহে
- (গ) সন্ন্যাসী-ফকির বিদ্রোহে
- (ঘ) পাগলপন্থী বিদ্রোহে
উত্তর:- (খ) চুয়াড় বিদ্রোহে।
১৬। জগন্নাথ সিং কোন বিদ্রোহের অন্যতম নেতা ছিলেন?
- (ক) রংপুর বিদ্রোহ
- (খ) চুয়াড় বিদ্রোহ
- (গ) সন্ন্যাসী-ফকির বিদ্রোহ
- (ঘ) পাগলপন্থী বিদ্রোহ
উত্তর:- (খ) চুয়াড় বিদ্রোহ।
১৭। মেদিনীপুর জেলার জঙ্গলমহল যে বিদ্রোহের কেন্দ্র ছিল সেটি হল –
- (ক) চুয়াড় বিদ্রোহ
- (খ) সাঁওতাল বিদ্রোহ
- (গ) কোল বিদ্রোহ
- (ঘ) মোপালা বিদ্রোহ
উত্তর:- (ক) চুয়াড় বিদ্রোহ।
১৮। পাইক সৈনিক গোষ্ঠী যুক্ত ছিল –
- (ক) কোল বিদ্রোহে
- (খ) সাঁওতাল বিদ্রোহে
- (গ) মুন্ডা বিদ্রোহে
- (ঘ) চুয়াড় বিদ্রোহে
উত্তর:- (ঘ) চুয়াড় বিদ্রোহে।
১৯। রংপুর বিদ্রোহ কার অত্যাচারের বিরুদ্ধে হয়েছিল?
- (ক) ইজারাদার দেবী সিংহ
- (খ) মহম্মদ রেজা খাঁ
- (গ) সীতাব রায়
- (ঘ) দর্পনারায়ণ ঠাকুর
উত্তর:- (ক) ইজারাদার দেবী সিংহ।
২০। চুয়াড় বিদ্রোহের দ্বিতীয় পর্বে প্রধান ভূমিকা ছিল –
- (ক) দুর্জন সিং-এর
- (খ) গোবর্ধন দিকপতির
- (গ) দেবী সিংহের
- (ঘ) রানি শিরোমণির
উত্তর:- (ক) দুর্জন সিং-এর।
২১। সুই মুন্ডা নেতৃত্ব দিয়েছিলেন –
- (ক) চুয়াড় বিদ্রোহ
- (খ) কোল বিদ্রোহ
- (গ) সাঁওতাল হুল
- (ঘ) মুন্ডা বিদ্রোহ
উত্তর:- (খ) কোল বিদ্রোহ।
২২। রংপুর স্বাধীন সরকারের ‘নবাব’ ছিলেন –
- (ক) দয়ারাম শীল
- (খ) দেবী সিংহ
- (গ) তিতুমির
- (ঘ) নুরুলউদ্দিন
উত্তর:- (ঘ) নুরুলউদ্দিন।
২৩। কোল বিদ্রোহ (১৮৩১-৩২) অনুষ্ঠিত হয়েছিল –
- (ক) মেদিনীপুরে
- (খ) ঝাড়গ্রামে
- (গ) ছোটোনাগপুরে
- (ঘ) রাঁচিতে
উত্তর:- (গ) ছোটোনাগপুরে।
২৪। কোন্ বিদ্রোহে কৃষকরা ‘ডিং খরচা’ নামে চাঁদা আদায় করত?
- (ক) বারাসাত বিদ্রোহ
- (খ) নীল বিদ্রোহ
- (গ) পাবনা বিদ্রোহ
- (ঘ) রংপুর বিদ্রোহ
উত্তর:- (ঘ) রংপুর বিদ্রোহ।
২৫। ১৭৬৮ খ্রিস্টাব্দে চুয়াড় বিদ্রোহের নেতা ছিলেন –
- (ক) দেবী সিংহ
- (খ) দুর্জন সিং
- (গ) জগন্নাথ সিংহ
- (ঘ) শ্যামগঞ্জন
উত্তর:- (গ) জগন্নাথ সিংহ।
২৬। রংপুর বিদ্রোহের নেতা ছিলেন –
- (ক) দেবী সিংহ
- (খ) দুর্জন সিং
- (গ) নুরুলউদ্দিন
- (ঘ) বীর সিং
উত্তর:- (গ) নুরুলউদ্দিন।
২৭। রংপুরের ইজারাদার ছিলেন –
- (ক) নুরুলউদ্দিন
- (খ) দেবী সিংহ
- (গ) দয়ারাম শীল
- (ঘ) জগন্নাথ সিংহ
উত্তর:- (খ) দেবী সিংহ।
২৮। নুরুলউদ্দিন যে বিদ্রোহের সঙ্গে যুক্ত ছিলেন সেটি হল –
- (ক) রংপুর বিদ্রোহ
- (খ) পাবনা বিদ্রোহ
- (গ) ফরাজি আন্দোলন
- (ঘ) সন্ন্যাসী-ফকির বিদ্রোহ
উত্তর:- (ক) রংপুর বিদ্রোহ।
২৯। বুদ্ধু ভগত ও জোয়া ভগত কোন্ বিদ্রোহে নেতৃত্ব দিয়েছিলেন?
- (ক) চুয়াড়
- (খ) সাঁওতাল
- (গ) মুন্ডা
- (ঘ) কোল
উত্তর:- (ঘ) কোল।
৩০। সাঁওতালদের বিদ্রোহ কী নামে পরিচিত?
- (ক) উলঘুলান
- (খ) দার-উল-হারব
- (গ) দিকু
- (ঘ) হুল
উত্তর:- (ঘ) হুল।
৩১। ‘দামিন-ই-কোহ’-তে বসবাস করত –
- (ক) ওয়াহাবিরা
- (খ) ফরাজিরা
- (গ) সাঁওতালরা
- (ঘ) সন্ন্যাসী ও ফকিররা
উত্তর:- (গ) সাঁওতালরা।
৩২। সাঁওতাল বিদ্রোহ দমনে ব্রিটিশ সেনাপতি ছিলেন –
- (ক) মেজর বারোজ
- (খ) মেজর হল
- (গ) ফার্গুসন
- (ঘ) মেজর মাকলাম
উত্তর:- (ক) মেজর বারোজ।
৩৩। সিধু ও কানু কোন বিদ্রোহের নেতা ছিলেন?
- (ক) সাঁওতাল
- (খ) কোল
- (গ) ভিল
- (ঘ) মুন্ডা
উত্তর:- (ক) সাঁওতাল।
৩৪। ‘কেনারাম’ ও ‘বেচারাম’ নামে বাটখারা ব্যবহার করত –
- (ক) জমিদাররা
- (খ) ব্যবসায়ীরা
- (গ) মহাজনরা
- (ঘ) ইংরেজরা
উত্তর:- (খ) ব্যবসায়ীরা।
৩৫। কোন্ বিদ্রোহে বলা হয়েছে যে, ‘পাপী’ মহাজন ও ইংরেজদের বন্দুকের গুলি বিদ্রোহীদের কোনো ক্ষতি করতে পারবে না?
- (ক) পাবনা
- (খ) রংপুর
- (গ) সাঁওতাল
- (ঘ) কোল
উত্তর:- (গ) সাঁওতাল।
৩৬। কোল বিদ্রোহের সূচনা হয় –
- (ক) ১৮২৯ খ্রি.
- (খ) ১৮৩০ খ্রি.
- (গ) ১৮৩১ খ্রি.
- (ঘ) ১৮৩২ খ্রি.
উত্তর:- (গ) ১৮৩১ খ্রি.।
৩৭। সাঁওতাল বিদ্রোহ শুরু হয়েছিল –
- (ক) ১৮৫৫ খ্রি.
- (খ) ১৮৫৮ খ্রি.
- (গ) ১৮৫৭ খ্রি.
- (ঘ) ১৮৫৯ খ্রি.
উত্তর:- (ক) ১৮৫৫ খ্রি.।
৩৮। সিং বোঙা হল –
- (ক) সূর্য দেবতা
- (খ) বায়ু দেবতা
- (গ) গণদেবতা
- (ঘ) আকাশ দেবতা
উত্তর:- (ক) সূর্য দেবতা।
৩৯। চল চল, দলে দলে চল ভাগনাডিহি, চল’ স্লোগান ছিল –
- (ক) চুয়াড় বিদ্রোহের
- (খ) কোল বিদ্রোহের
- (গ) মুন্ডা বিদ্রোহের
- (ঘ) সাঁওতাল বিদ্রোহের
উত্তর:- (ঘ) সাঁওতাল বিদ্রোহের।
৪০। দিকু কথার অর্থ –
- (ক) বাঙালি ব্যবসায়ী
- (খ) নীল ব্যবসায়ী
- (গ) ব্রিটিশ ব্যবসায়ী
- (ঘ) বহিরাগত ব্যবসায়ী
উত্তর:- (ঘ) বহিরাগত ব্যবসায়ী।
৪১। ‘সাঁওতাল বিদ্রোহ ছিল ভারতের প্রথম মুক্তি সংগ্রাম’ বলেছেন-
- (ক) নরহরি কবিরাজ
- (খ) সুপ্রকাশ রায়
- (গ) রমেশচন্দ্র মজুমদার
- (ঘ) বরুণ দে
উত্তর:- (ক) নরহরি কবিরাজ।
৪২। ব্রিটিশ শাসনের বিরুদ্ধে শেষ উপজাতি বিদ্রোহ ছিল –
- (ক) সাঁওতাল বিদ্রোহ
- (খ) চুয়াড় বিদ্রোহ
- (গ) মুন্ডা বিদ্রোহ
- (ঘ) কোল বিদ্রোহ
উত্তর:- (গ) মুন্ডা বিদ্রোহ।
৪৩। মুন্ডা বিদ্রোহ কী নামে পরিচিত?
- (ক) হুল
- (খ) উলঘুলান
- (গ) দার-উল-হারব
- (ঘ) দিকু
উত্তর:- (খ) উলঘুলান।
৪৪। ‘খুঁৎকাঠি’ কথার অর্থ –
- (ক) একক মালিকানা
- (খ) বিদ্রোহ
- (গ) যৌথ মালিকানা
- (ঘ) বেগার শ্রম
উত্তর:- (গ) যৌথ মালিকানা।
৪৫। ভিল বিদ্রোহীদের অন্যতম নেতা ছিলেন –
- (ক) চিরাগ আলি
- (খ) করিম শাহ
- (গ) গয়া মুন্ডা
- (ঘ) শিউরাম
উত্তর:- (ঘ) শিউরাম।
৪৬। ঔপনিবেশিক শোষণের বিরুদ্ধে ভারতে সংঘটিত প্রথম কৃষকবিদ্রোহ হল –
- (ক) রংপুর বিদ্রোহ
- (খ) পাবনা বিদ্রোহ
- (গ) নীল বিদ্রোহ
- (ঘ) সন্ন্যাসী-ফকির বিদ্রোহ
উত্তর:- (ঘ) সন্ন্যাসী-ফকির বিদ্রোহ।
৪৭। ‘হুল’ শব্দের অর্থ –
- (ক) বিদ্রোহ
- (খ) বিপ্লব
- (গ) ধারালো
- (ঘ) ঠান্ডা
উত্তর:- (ক) বিদ্রোহ।
৪৮। ‘খুঁৎকাঠি’ প্রথা প্রচলিত ছিল –
- (ক) মুন্ডা সমাজে
- (খ) সাঁওতাল সমাজে
- (গ) কোল সমাজে
- (ঘ) ভিল সমাজে
উত্তর:- (ক) মুন্ডা সমাজে।
৪৯। মুন্ডা সমাজে জমিতে যৌথ মালিকানাকে বলা হত?
- (ক) তিন কাঠিয়া প্রথা
- (খ) হুল প্রথা
- (গ) উলঘুলান প্রথা
- (ঘ) খুঁৎকাঠি প্রথা
উত্তর:- (ঘ) খুঁৎকাঠি প্রথা।
৫০। সন্ন্যাসী-ফকির বিদ্রোহের অন্যতম নেতা ছিলেন –
- (ক) রানি কর্ণাবতী
- (খ) রানি শিরোমণি
- (গ) দেবী চৌধুরানি
- (ঘ) রানি দুর্গাবতী
উত্তর:- (গ) দেবী চৌধুরানি।
৫১। মুন্ডা বিদ্রোহের সূচনা হয় –
- (ক) ১৮৫৯ খ্রি.
- (খ) ১৮৯৯ খ্রি.
- (গ) ১৯০০ খ্রি.
- (ঘ) ১৯০৫ খ্রি.
উত্তর:- (খ) ১৮৯৯ খ্রি.।
৫২। সন্ন্যাসী বিদ্রোহের নেতা ছিলেন –
- (ক) হাজি শরিয়ত উল্লাহ
- (খ) তিতুমির
- (গ) ভবানী পাঠক
- (ঘ) নোয়া মিঞা
উত্তর:- (গ) ভবানী পাঠক।
৫৩। ভারতে প্রথম ওয়াহাবি আন্দোলনের প্রসার ঘটান –
- (ক) সৈয়দ আহমেদ
- (খ) আবদুল ওয়াহাব
- (গ) তিতুমির
- (ঘ) গোলাম মাসুম
উত্তর:- (ক) সৈয়দ আহমেদ।
৫৪। সন্ন্যাসী ও ফকির বিদ্রোহের সময় রংপুরের যুদ্ধে নিহত ইংরেজ সেনাপতি হলেন –
- (ক) এডওয়ার্ড
- (খ) সেনাপতি হ্যাভল
- (গ) সেনাপতি টমাস
- (ঘ) সেনাপতি নেলসন
উত্তর:- (গ) সেনাপতি টমাস।
৫৫। তিতুমির কর্তৃক ঘোষিত সরকারের প্রধানমন্ত্রী ছিলেন –
- (ক) মৈনুদ্দিন
- (খ) গোলাম মাসুম
- (গ) সৈয়দ আহমেদ
- (ঘ) তিতুমির
উত্তর:- (ক) মৈনুদ্দিন।
৫৬। ‘দেবী চৌধুরানি’ রচনা করেন –
- (ক) বিদ্যাসাগর
- (খ) শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
- (গ) বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
- (ঘ) রবীন্দ্রনাথ ঠাকুর
উত্তর:- (গ) বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়।
৫৭। সন্ন্যাসী-ফকির বিদ্রোহ প্রথম শুরু হয় –
- (ক) ঢাকায়
- (খ) রংপুরে
- (গ) ময়মনসিংহে
- (ঘ) ফরিদপুরে
উত্তর:- (ক) ঢাকায়।
৫৮। তিতুমিরের প্রকৃত নাম ছিল –
- (ক) চিরাগ আলি
- (খ) হায়দর আলি
- (গ) মির নিসার আলি
- (ঘ) তোরাপ আলি
উত্তর:- (গ) মির নিসার আলি।
৫৯। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় ‘আনন্দমঠ’ উপন্যাস রচনা করেন –
- (ক) পাগলপন্থী বিদ্রোহের পটভূমিতে
- (খ) সন্ন্যাসী বিদ্রোহের পটভূমিতে
- (গ) চুয়াড় বিদ্রোহের পটভূমিতে
- (ঘ) নীল বিদ্রোহের পটভূমিতে
উত্তর:- (খ) সন্ন্যাসী বিদ্রোহের পটভূমিতে।
৬০। ‘জমি আল্লাহর দান’ বলেছিলেন –
- (ক) তিতুমির
- (খ) শরিয়ত উল্লাহ
- (গ) মইনউদ্দিন
- (ঘ) মহম্মদ মহসিন
উত্তর:- (ঘ) মহম্মদ মহসিন।
৬১। পাগলপন্থী বিদ্রোহের নেতা ছিলেন –
- (ক) সুই মুন্ডা
- (খ) ঝিন্দরাই মানকি
- (গ) করিম শাহ
- (ঘ) কানু
উত্তর:- (গ) করিম শাহ।
৬২। তিতুমির কর্তৃক ঘোষিত সরকারের সেনাপতি ছিলেন –
- (ক) তিতুমির
- (খ) মৈনুদ্দিন
- (গ) সৈয়দ আহমেদ
- (ঘ) গোলাম মাসুম
উত্তর:- (ঘ) গোলাম মাসুম।
৬৩। পাগলপন্থী সম্প্রদায়ের প্রতিষ্ঠাতা ছিলেন –
- (ক) মজনু শাহ
- (খ) করিম শাহ
- (গ) টিপু শাহ
- (ঘ) মুসা শাহ
উত্তর:- (খ) করিম শাহ।
৬৪। ‘তারিকা-ই-মহম্মদীয়া’ কথার অর্থ হল –
- (ক) মহম্মদের ধর্ম
- (খ) মহম্মদের বাণী
- (গ) মহম্মদের পথ
- (ঘ) মহম্মদের নির্দেশ
উত্তর:- (গ) মহম্মদের পথ।
৬৫। ‘দার-উল-হারব’ কথার অর্থ হল –
- (ক) ইসলামের দেশ
- (খ) বিপ্লবের দেশ
- (গ) মিত্রদেশ
- (ঘ) শত্রুর দেশ
উত্তর:- (ঘ) শত্রুর দেশ।
৬৬। বাঁশের কেল্লা তৈরি হয়েছিল –
- (ক) নারকেলবেড়িয়া গ্রামে
- (খ) চৌগাছা গ্রামে
- (গ) বসিরহাটে
- (ঘ) দিনাজপুরে
উত্তর:- (ক) নারকেলবেড়িয়া গ্রামে।
৬৭। পাগলপন্থী বিদ্রোহ হয়েছিল –
- (ক) ময়মনসিংহ অঞ্চলে
- (খ) ছোটোনাগপুর অঞ্চলে
- (গ) খান্দেশ অঞ্চলে
- (ঘ) ফরিদপুরে
উত্তর:- (ক) ময়মনসিংহ অঞ্চলে।
৬৮। বাংলায় তরিকা ই-মহম্মদীয়ার ভাবধারা প্রচার করেন –
- (ক) টিপু শাহ
- (খ) তিতুমির
- (গ) দুদু মিঞা
- (ঘ) হাজি শরিয়ত উল্লাহ
উত্তর:- (খ) তিতুমির।
৬৯। ফরাজি’ নামে ধর্মীয় সম্প্রদায় প্রতিষ্ঠা করেন –
- (ক) হাজি শরিয়ত উল্লাহ
- (খ) তিতুমির
- (গ) দুদু মিঞা
- (ঘ) মজনু শাহ
উত্তর:- (ক) হাজি শরিয়ত উল্লাহ।
৭০। বারাসাত বিদ্রোহে নেতৃত্ব দেন –
- (ক) দুদু মিঞা
- (খ) তিতুমির
- (গ) দিগম্বর বিশ্বাস
- (ঘ) বিরসা মুন্ডা
উত্তর:- (খ) তিতুমির।
৭১। ‘ফরাজি’ কথার অর্থ হল –
- (ক) আল্লাহর কাছে নিজেকে নিবেদন
- (খ) নবজাগরণ
- (গ) আল্লাহ কর্তৃক নির্দেশিত বাধ্যতামূলক কর্তব্য
- (ঘ) মহম্মদ নির্দেশিত পথ
উত্তর:- (গ) আল্লাহ কর্তৃক নির্দেশিত বাধ্যতামূলক কর্তব্য।
৭২। পাবনা বিদ্রোহ প্রথম শুরু হয় –
- (ক) সাঁওতাল পরগনায়
- (খ) ইউসুফশাহি পরগনায়
- (গ) ২৪ পরগনায়
- (ঘ) এদ্রাকপুর পরগনায়
উত্তর:- (খ) ইউসুফশাহি পরগনায়।
৭৩। ফরাজি আন্দোলনের আর এক নাম –
- (ক) শুদ্ধি আন্দোলন
- (খ) মিঞা আন্দোলন
- (গ) হোসেন আন্দোলন
- (ঘ) ইসলামিক আন্দোলন
উত্তর:- (ঘ) ইসলামিক আন্দোলন।
৭৪। ‘বঙ্গীয় প্রজাস্বত্ব আইন’ কোন বিদ্রোহের পরিণতিতে পাস হয়েছিল?
- (ক) রংপুর বিদ্রোহ
- (খ) পাবনার কৃষক বিদ্রোহ
- (গ) ভিল বিদ্রোহ
- (ঘ) পাগলপন্থীদের বিদ্রোহ
উত্তর:- (খ) পাবনার কৃষক বিদ্রোহ।
৭৫। নীল কমিশন গঠিত হয় যার উদ্যোগে –
- (ক) লর্ড লিটন
- (খ) লর্ড রিপন
- (গ) ডাফ
- (ঘ) কে পি গ্রান্ট
উত্তর:- (ঘ) কে পি গ্রান্ট।
৭৬। ফরাজি আন্দোলনের সূচনা করেন –
- (ক) শরিয়ত উল্লাহ
- (খ) তিতুমির
- (গ) সৈয়দ আহমদ
- (ঘ) দুদু মিঞা
উত্তর:- (ক) শরিয়ত উল্লাহ।
৭৭। ‘বাংলার ওয়াট-টাইলার’ নামে পরিচিত ছিলেন –
- (ক) বিষ্ণুচরণ বিশ্বাস
- (খ) বিশ্বনাথ সর্দার
- (গ) রামরতন মল্লিক
- (ঘ) রফিক মণ্ডল
উত্তর:- (ক) বিষ্ণুচরণ বিশ্বাস।
৭৮। বাংলায় নীলচাষ প্রথম শুরু হয় –
- (ক) ১৭০৭ খ্রি.
- (খ) ১৭৭৭ খ্রি.
- (গ) ১৮৫৯ খ্রি.
- (ঘ) ১৮৬০ খ্রি.
উত্তর:- (খ) ১৭৭৭ খ্রি.।
৭৯। ‘বাংলার নানা সাহেব নামে পরিচিত-
- (ক) বিষ্ণুচরণ বিশ্বাস
- (খ) তিতুমির
- (গ) বিশ্বনাথ সর্দার
- (ঘ) রামরতন মল্লিক
উত্তর:- (ঘ) রামরতন মল্লিক।
আরোও পড়ুন
- দশম শ্রেণী (প্রথম অধ্যায়): ইতিহাসের ধারণা হতে বহু বৈকল্পিক প্রশ্ন উত্তর (MCQ)
- দশম শ্রেণী (দ্বিতীয় অধ্যায়): সংস্কার বৈশিষ্ট্য ও পর্যালোচনা হতে বহু বৈকল্পিক প্রশ্ন উত্তর (MCQ)
- দশম শ্রেণীর (চতুর্থ অধ্যায়): সংঘবদ্ধতার গোড়ার কথা – বৈশিষ্ট্য ও বিশ্লেষণ হতে বহু বৈকল্পিক প্রশ্ন উত্তর (MCQ)
- দশম শ্রেণী (পঞ্চম অধ্যায়): বিকল্প চিন্তা ও উদ্দোগ হতে বহু বৈকল্পিক প্রশ্ন উত্তর (MCQ)
- দশম শ্রেণী (ষষ্ঠ অধ্যায়): কৃষক, শ্রমিক ও বামপন্থী আন্দোলন – বৈশিষ্ট্য ও পর্যালোচনা হতে বহু বৈকল্পিক প্রশ্ন উত্তর (MCQ)
- দশম শ্রেণী (সপ্তম অধ্যায়): নারী, ছাত্র ও প্রান্তিক জনগোষ্ঠীর আন্দোলন হতে বহু বৈকল্পিক প্রশ্ন উত্তর (MCQ)
- দশম শ্রেণী (অষ্টম অধ্যায়): উত্তর-ঔপনিবেশিক ভারত হতে বহু বৈকল্পিক প্রশ্ন উত্তর (MCQ)