২০২৫ সালের মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষার ইতিহাস বিষয়ে সম্পূর্ণ সিলেবাসের সাজেশন্ ভিত্তিক পিডিএফ নোটস্ নেওয়ার জন্য যোগাযোগ করুণ👇

👉Chat on WhatsApp

বিশ শতকে ভারতে শ্রমিক আন্দোলনের অগ্রগতির বিবরণ দাও

দশম শ্রেণীর ইতিহাস ষষ্ঠ অধ্যায়-বিশ শতকের ভারতে কৃষক, শ্রমিক ও বামপন্থী আন্দোলন: বৈশিষ্ট্য ও পর্যালোচনা হতে বিশ শতকে ভারতে শ্রমিক আন্দোলনের অগ্রগতির বিবরণ দেওয়া হল।

Table of Contents

বিশ শতকে ভারতে শ্রমিক আন্দোলনের অগ্রগতির বিবরণ

প্রশ্ন:- বিশ শতকে ভারতে শ্রমিক আন্দোলনের অগ্রগতির বিবরণ দাও।

অথবা, বিশ শতকে ভারতে শ্রমিক আন্দোলন সম্পর্কে আলোচনা করো।

ভূমিকা :- বিশ শতকে ভারতে ব্রিটিশ বিরোধী জাতীয় আন্দোলন শুরু হয়। এই সময় ভারতের শ্রমিকশ্রেণি জাতীয় আন্দোলন গুলিতে সক্রিয়ভাবে অংশগ্রহণ করে।

বঙ্গভঙ্গ-বিরোধী আন্দোলনের সময়

বঙ্গভঙ্গ-বিরোধীস্বদেশি ও বয়কট আন্দোলনের সময় বাংলা-সহ বিভিন্ন রাজ্যে শ্রমিক আন্দোলন সক্রিয় হয়ে ওঠে। আন্দোলনকারী শ্রমিকরা প্রতিবাদ মিছিল-মিটিং-এ অংশ নেয়, বিলাতি পণ্য বর্জন করে এবং ধর্মঘটে শামিল হয়।

অহিংস অসহযোগ আন্দোলনের সময়

এই সময় ভারতে অন্তত ৪৫০টি শ্রমিক ধর্মঘট হয়। মাদ্রাজ শ্রমিক ধর্মঘটের গুরুত্বপূর্ণ কেন্দ্র হয়ে ওঠে। কলকাতার বিভিন্ন ওয়ার্কশপ, রেলওয়ে, ট্রাম কোম্পানি, বন্দর, পাটকল, জামশেদপুরে টাটা ইস্পাত কারখানা, রানিগঞ্জের কয়লাখনি প্রভৃতি ক্ষেত্রে ব্যাপক শ্রমিক ধর্মঘট হয়। বোম্বাই, কানপুর, শোলাপুর, জামালপুর প্রভৃতি শহরেও ব্যাপক শ্রমিক ধর্মঘট হয়।

আইন অমান্য আন্দোলনের সময়

কংগ্রেসের আইন অমান্য আন্দোলনের সময় শ্রমিক আন্দোলন অত্যন্ত সক্রিয় হয়ে ওঠে। মহারাষ্ট্র, বাংলা, আসাম, মাদ্রাজ-সহ বিভিন্ন অঞ্চলে শ্রমিক ধর্মঘট হয়। বোম্বাইয়ে রেল শ্রমিকরা রেললাইনে অবরোধ করে সত্যাগ্রহ আন্দোলন চালায়। বাংলায় কলকাতার বিভিন্ন চটকল, পরিবহণ ও শিল্পকারখানা, কুলটির লৌহ-ইস্পাত কারখানা, রানিগঞ্জের কয়লাখনি প্রভৃতির শ্রমিকরা ধর্মঘট করে।

ভারত ছাড়ো আন্দোলনের সময়

কমিউনিস্ট পার্টি শ্রমিক শ্রেণিকে কংগ্রেস পরিচালিত ভারত ছাড়ো আন্দোলন থেকে দূরে থাকার নির্দেশ দেয়। তা সত্ত্বেও শ্রমিকশ্রেণির একটি বড়ো অংশ এই সময় নানা আন্দোলনে শামিল হয় এবং বিভিন্ন কলকারখানায় ধর্মঘট করে। দিল্লি, বোম্বাই, লখনউ, কানপুর, নাগপুর, মাদ্রাজ, ব্যাঙ্গালোর প্রভৃতি স্থানের শ্রমিকরা সপ্তাহব্যাপী ধর্মঘট ও হরতাল পালন করে।

উপসংহার :- কংগ্রেসের পরিচালিত বিভিন্ন জাতীয় আন্দোলনে শ্রমিকশ্রেণি অংশগ্রহণ করলেও কংগ্রেস দলের তুলনায় কমিউনিস্ট পার্টি শ্রমিকশ্রেণির ওপর বেশি প্রভাব বিস্তার করতে সক্ষম হয়। এজন্য কমিউনিস্টদের দমনের উদ্দেশ্যে সরকার বিভিন্ন কমিউনিস্ট নেতাকে বিভিন্ন ষড়যন্ত্র মামলায় জড়িয়ে দেয় এবং ১৯৩৪ খ্রিস্টাব্দে কমিউনিস্ট পার্টিকে নিষিদ্ধ ঘোষণা করে।

দশম শ্রেণীর ইতিহাস (ষষ্ঠ অধ্যায়) বিশ শতকের ভারতে কৃষক, শ্রমিক ও বামপন্থী আন্দোলন: বৈশিষ্ট্য ও পর্যালোচনা হতে অন্যান্য সংক্ষিপ্ত রচনাধর্মী প্রশ্ন উত্তর

দশম শ্রেণী ইতিহাস সিলেবাস ষষ্ঠ অধ্যায়- বিশ শতকের ভারতে কৃষক, শ্রমিক ও বামপন্থী আন্দোলন: বৈশিষ্ট্য ও পর্যালোচনা হতে অন্যান্য সংক্ষিপ্ত রচনাধর্মী প্রশ্ন উত্তরগুলি দেওয়া হল।

৬.১. বিশ শতকের ভারতে কৃষক আন্দোলনের সঙ্গে জাতীয় কংগ্রেস ও বামপন্থী রাজনীতির সংযোগ :

(৬.১.ক.) বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলন

(৬.১.খ.) অহিংস অসহযোগ আন্দোলন

(৬.১.গ.) আইন অমান্য আন্দোলন

(৬.১.ঘ.) ভারত ছাড়ো আন্দোলন

(৬.১.ঙ.) একা আন্দোলন

(৬.১.চ.) বারদৌলি সত্যাগ্রহ

(আলোচনার বিষয়বস্তুর সঙ্গে সম্পর্কযুক্ত ও প্রাসঙ্গিক ছবি, সংবাদপত্রের প্রতিবেদন প্রভৃতি, আলোচ্য আন্দোলনগুলির সময়সারণি)

৬.২. বিশ শতকে ভারতে শ্রমিক আন্দোলনের সঙ্গে জাতীয় কংগ্রেস ও বামপন্থী রাজনীতির সংযোগ :

(৬.২.ক.) বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলন

(৬.২.খ.) অহিংস অসহযোগ আন্দোলন

(৬.২.গ.) আইন অমান্য আন্দোলন

(৬.২.ঘ.) ভারত ছাড়ো আন্দোলন

(৬.২.ঙ.) ওয়ার্কার্স অ্যান্ড পেজেন্টস্ পার্টি

(আলোচনার বিষয়বস্তুর সঙ্গে সম্পর্কযুক্ত ও প্রাসঙ্গিক ছবি, সংবাদপত্রের প্রতিবেদন প্রভৃতি, আলোচ্য আন্দোলনগুলির সময়সারণি)

৬.৩. বিশ শতকের ভারতে উপনিবেশ বিরোধী আন্দোলনে বামপন্থী রাজনীতির অংশগ্রহণের চরিত্র, বৈশিষ্ট্য ও পর্যালোচনা

টুকরো কথা

মানবেন্দ্রনাথ রায় ও ভারতের বামপন্থী আন্দোলন

(আলোচনার বিষয়বস্তুর সঙ্গে সম্পর্কযুক্ত ও প্রাসঙ্গিক ছবি, সংবাদপত্রের প্রতিবেদন প্রভৃতি, আলোচ্য আন্দোলনগুলির সময়সারণি)

Leave a Comment