দশম শ্রেণীর ইতিহাস ষষ্ঠ অধ্যায়-বিশ শতকের ভারতে কৃষক, শ্রমিক ও বামপন্থী আন্দোলন: বৈশিষ্ট্য ও পর্যালোচনা হতে ভারত ছাড়ো আন্দোলনের সময় বাংলায় কৃষক আন্দোলনের পরিচয় দেওয়া হল।
ভারত ছাড়ো আন্দোলনের সময় বাংলায় কৃষক আন্দোলনের পরিচয়
প্রশ্ন:- ভারত ছাড়ো আন্দোলনের সময় বাংলায় কৃষক আন্দোলনের পরিচয় দাও।
ভূমিকা :- ১৯৪২খ্রিস্টাব্দে ভারত ছাড়ো আন্দোলনে বাংলার বিভিন্ন জেলার কৃষকদের অংশগ্রহণের ফলে বাংলায় এই আন্দোলন যথেষ্ট শক্তিশালী হয়ে ওঠে। ভারত ছাড়ো আন্দোলনে কৃষকরা ছিল অনেক বেশি প্রত্যয়ী এবং ঐক্যবদ্ধ।
বাংলায় কৃষক আন্দোলনের কেন্দ্র
ভারত ছাড়ো আন্দোলন বাংলায় দিনাজপুর, বীরভূম, বাঁকুড়া, পুরুলিয়ায় ছড়িয়ে পড়েছিল।তবে মূল কেন্দ্র ছিল মেদিনীপুর।
আন্দোলনমুখী সাধারণ কৃষক
এই সময় প্রবল জলোচ্ছ্বাসে প্রায় ১৫ হাজার মানুষ প্রাণ হারায়। অথচ সরকারি উদাসীনতায় সাধারণ মানুষ এবং কৃষকরা তীব্রভাবে আন্দোলনমুখী হয়ে ওঠেন।
সত্যাগ্রহ আন্দোলন
সুতাহাটা, নন্দবাজার, গেঁওখালি, চৈতন্যপুর ইত্যাদি স্থানে কৃষকরা সত্যাগ্রহ আন্দোলন শুরু করেছিল।
লক্ষ্য
ভারত ছাড়ো আন্দোলনে যোগদানকারী বাংলার কৃষকদের প্রধান লক্ষ্য ছিল ঔপনিবেশিক শাসনের অবসান ঘটিয়ে ভারতের স্বাধীনতা লাভ এবং শোষণমুক্তির মাধ্যমে কৃষকদের অবস্থার উন্নতি ঘটানো।
আন্দোলনের প্রসার
বাংলার মেদিনীপুর জেলার তমলুক মহকুমা, পটাশপুর থানা, খেজুরী থানা, দিনাজপুর জেলারবালুরঘাট প্রভৃতি এলাকার কৃষকরা এই আন্দোলনে সক্রিয়ভাবেঅংশগ্রহণ করে ও জমিদারদের খাজনা দেওয়া বন্ধ করে।
আন্দোলনকারী কৃষক
ভারত ছাড়ো আন্দোলনে বাংলার রাজবংশী, আদিবাসী, নমঃশূদ্র প্রভৃতি সম্প্রদায়ের চাষিরা আন্তরিকভাবে শামিল হয়। পূর্ববঙ্গের মুসলিম কৃষকদের একটি বড়ো অংশ আন্দোলন থেকে দূরে ছিল। তারা সাম্প্রদায়িক মনোভাব নিয়ে বাংলার উচ্চবর্ণের হিন্দুদের নিজেদের প্রধান প্রতিপক্ষ হিসেবে চিহ্নিত করেছিল।
কমিউনিস্ট পার্টির ভূমিকা
কমিউনিস্ট পার্টি ভারত ছাড়ো আন্দোলন থেকে কৃষকদের দূরে সরে থাকার নির্দেশ দেয়। তবে এই পার্টির নির্দেশ বহু কৃষক অমান্য করে।
মূল্যায়ণ
ভারত ছাড়ো আন্দোলনের সময় বাংলায় সংগঠিত কৃষক আন্দোলন ব্রিটিশ সরকারকে ব্যতিব্যস্ত করে তোলে। বাংলার বিভিন্ন স্থানে পার্টির নির্দেশ অমান্য করে কমিউনিস্টদের আন্দোলনে যোগদান আন্দোলনগুলিকে বিশেষ তাৎপর্যমণ্ডিত করেছে।
উপসংহার :- মেদিনীপুরে জাতীয় সরকার গঠিত হলে তাতে বহু কৃষক অংশ নিয়েছিল। ভারত ছাড়ো আন্দোলনের প্রসার বাংলায় কৃষক আন্দোলনের গতি পরিবর্তন করে দিয়েছিল।
দশম শ্রেণীর ইতিহাস (ষষ্ঠ অধ্যায়) বিশ শতকের ভারতে কৃষক, শ্রমিক ও বামপন্থী আন্দোলন: বৈশিষ্ট্য ও পর্যালোচনা হতে অন্যান্য সংক্ষিপ্ত রচনাধর্মী প্রশ্ন উত্তর
দশম শ্রেণী ইতিহাস সিলেবাস ষষ্ঠ অধ্যায়- বিশ শতকের ভারতে কৃষক, শ্রমিক ও বামপন্থী আন্দোলন: বৈশিষ্ট্য ও পর্যালোচনা হতে অন্যান্য সংক্ষিপ্ত রচনাধর্মী প্রশ্ন উত্তরগুলি দেওয়া হল।
৬.১. বিশ শতকের ভারতে কৃষক আন্দোলনের সঙ্গে জাতীয় কংগ্রেস ও বামপন্থী রাজনীতির সংযোগ :
- বিশ শতকে ভারতে কৃষক আন্দোলনের অগ্রগতির পরিচয় দাও। অথবা, বিশ শতকে ভারতে কৃষক আন্দোলনের বর্ণনা দাও।
- নিখিল ভারত ট্রেড ইউনিয়ন কংগ্রেস’-এর গঠন সম্পর্কে কী জান?
- টীকা লেখ: কিষান সভা বা নিখিল ভারত কিষান সভা।
- কিষান সভা প্রতিষ্ঠার প্রধান উদ্দেশ্য কী ছিল?
- বিশ শতকে কংগ্রেসের আন্দোলনের সঙ্গে কৃষক, শ্রমিক ও বামপন্থী আন্দোলনের সম্পর্ক উল্লেখ করো।
- বিশ শতকে ভারতে কৃষক আন্দোলন শুরু হওয়ার প্রধান কারণগুলি কী ছিল? এই সময় কোন্ কোন্ কৃষক আন্দোলন যথেষ্ট সক্রিয় হয়ে ওঠে?
- কৃষক আন্দোলনে ভারতীয় জাতীয় কংগ্রেসের ভূমিকা কী ছিল?
(৬.১.ক.) বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলন
- ১৯০৫ খ্রিস্টাব্দে বঙ্গভঙ্গ-বিরোধী আন্দোলনের প্রধান ধারাগুলি কী ছিল?
- বঙ্গভঙ্গ-বিরোধী আন্দোলন পর্বে কৃষক আন্দোলন সম্পর্কে আলোচনা করো।
- বঙ্গভঙ্গ-বিরোধী আন্দোলন পর্বে স্বদেশি আন্দোলনে কৃষকশ্রেণির কীরূপ ভূমিকা ছিল?
- বঙ্গভঙ্গ-বিরোধী আন্দোলনে কৃষকশ্রেণির আগ্রহ ছিল না কেন? অথবা, বঙ্গভঙ্গ-বিরোধী আন্দোলনে কৃষকসমাজ যোগ দেয়নি কেন?
(৬.১.খ.) অহিংস অসহযোগ আন্দোলন
- অহিংস অসহযোগ আন্দোলন পর্বে কৃষক আন্দোলনের পরিচয় দাও।
- অহিংস অসহযোগ আন্দোলনের সংক্ষিপ্ত পরিচয় দাও।
- অহিংস অসহযোগ আন্দোলন পর্বে (১৯২০-২২খ্রি.) বাংলায় কৃষক আন্দোলনের পরিচয় দাও।
(৬.১.গ.) আইন অমান্য আন্দোলন
- আইন অমান্য আন্দোলন পর্বে ভারতবর্ষে কৃষক আন্দোলনের পরিচয় দাও।
- আইন অমান্য আন্দোলনের (১৯৩০ খ্রি.) সংক্ষিপ্ত পরিচয় দাও।
- আইন অমান্য আন্দোলনের পরবর্তীকালে কৃষক আন্দোলনের অগ্রগতি কেমন ছিল?
- উত্তরপ্রদেশে আইন অমান্য আন্দোলনে কৃষকদের কী ভূমিকা ছিল?
(৬.১.ঘ.) ভারত ছাড়ো আন্দোলন
- টীকা লেখাে- তেভাগা আন্দোলন।
- ভারত ছাড়ো আন্দোলনের সময় কৃষক আন্দোলনের অগ্রগতির পরিচয় দাও।
- ভারত ছাড়ো আন্দোলনের পরবর্তীকালে ভারতের প্রধান কৃষক আন্দোলনগুলি উল্লেখ করো।
- ভারত ছাড়ো আন্দোলনের কারণ ও গুরুত্ব আলোচনা করো।
(৬.১.ঙ.) একা আন্দোলন
(৬.১.চ.) বারদৌলি সত্যাগ্রহ
(আলোচনার বিষয়বস্তুর সঙ্গে সম্পর্কযুক্ত ও প্রাসঙ্গিক ছবি, সংবাদপত্রের প্রতিবেদন প্রভৃতি, আলোচ্য আন্দোলনগুলির সময়সারণি)
৬.২. বিশ শতকে ভারতে শ্রমিক আন্দোলনের সঙ্গে জাতীয় কংগ্রেস ও বামপন্থী রাজনীতির সংযোগ :
- টীকা লেখো: মিরাট ষড়যন্ত্র মামলা।
- বিশ শতকে ভারতে শ্রমিক আন্দোলনের অগ্রগতির বিবরণ দাও। অথবা, বিশ শতকে ভারতে শ্রমিক আন্দোলন সম্পর্কে আলোচনা করো।
- বিশ শতকে ভারতে শ্রমিক আন্দোলন শুরু হওয়ার প্রধান কারণগুলি কী ছিল? এই পর্বে কোন্ কোন্ সময় শ্রমিক আন্দোলন যথেষ্ট সক্রিয় হয়ে ওঠে?
(৬.২.ক.) বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলন
- বঙ্গভঙ্গ-বিরোধী আন্দোলন পর্বে বাংলায় শ্রমিক আন্দোলনের অগ্রগতি সম্পর্কে আলোচনা করো।
- বঙ্গভঙ্গ-বিরোধী আন্দোলন পর্বে ভারতে শ্রমিক আন্দোলনের অগ্রগতি সম্পর্কে আলোচনা করো।
(৬.২.খ.) অহিংস অসহযোগ আন্দোলন
- অহিংস অসহযোগ আন্দোলন পর্বে শ্রমিক আন্দোলন সম্বন্ধে যা জান লেখো।
- অহিংস অসহযোগ আন্দোলন পর্বে বাংলায় শ্রমিক আন্দোলনের অগ্রগতি সম্পর্কে আলোচনা করো।
(৬.২.গ.) আইন অমান্য আন্দোলন
- আইন অমান্য আন্দোলন পর্বে শ্রমিক আন্দোলনের বর্ণনা দাও।
- আইন অমান্য আন্দোলনে শ্রমিকদের ভূমিকা আলোচনা কর।
- আইন অমান্য আন্দোলন পর্বে শ্রমিকদের ক্ষোভের কারণ কী ছিল? এই সময় বাংলায় শ্রমিক আন্দোলনের অগ্রগতি সম্পর্কে আলোচনা করো।
(৬.২.ঘ.) ভারত ছাড়ো আন্দোলন
- ভারত ছাড়ো আন্দোলন পর্বে ভারতে শ্রমিক শ্রেণির ভূমিকা আলোচনা করো।
- ভারত ছাড়ো আন্দোলনের (১৯৪২ খ্রি.) সংক্ষিপ্ত পরিচয় দাও।
(৬.২.ঙ.) ওয়ার্কার্স অ্যান্ড পেজেন্টস্ পার্টি
- টীকা লেখ: ওয়ার্কার্স অ্যান্ড পেজেন্টস পার্টি।
- ওয়ার্কার্স ও পেজেন্টস পাটি কেন গড়ে উঠেছিল? এর উদ্দেশ্য ও কর্মসূচি কী ছিল?
(আলোচনার বিষয়বস্তুর সঙ্গে সম্পর্কযুক্ত ও প্রাসঙ্গিক ছবি, সংবাদপত্রের প্রতিবেদন প্রভৃতি, আলোচ্য আন্দোলনগুলির সময়সারণি)
৬.৩. বিশ শতকের ভারতে উপনিবেশ বিরোধী আন্দোলনে বামপন্থী রাজনীতির অংশগ্রহণের চরিত্র, বৈশিষ্ট্য ও পর্যালোচনা
- বিশ শতকে ভারতে বামপন্থী রাজনীতি ও আন্দোলনের চরিত্র সম্পর্কে আলোচনা করো। অথবা, বিশ শতকে ভারতের বামপন্থী আন্দোলনের বৈশিষ্ট্য আলোচনা করো।
- কংগ্রেসের অভ্যন্তরে বামপন্থী ভাবধারার অগ্রগতি সম্পর্কে আলোচনা করো।
- বিংশ শতাব্দীর ভারতে কৃষক আন্দোলনের সঙ্গে কংগ্রেস ও বামপন্থী রাজনীতির সংযোগ আলোচনা করো।
- কংগ্রেস সমাজতন্ত্রী দলের উদ্ভব কীভাবে হয়? অথবা, টীকা লেখ: কংগ্রেস সমাজতন্ত্রী দল।
- বিশ শতকের ভারতে উপনিবেশ বিরোধী আন্দোলনে বামপন্থীদের ভূমিকা আলোচনা কর।
টুকরো কথা
মানবেন্দ্রনাথ রায় ও ভারতের বামপন্থী আন্দোলন
- মানবেন্দ্রনাথ রায় ওরফে এম. এন রায় বিখ্যাত কেন?
- কমিউনিস্ট ভাবধারা ও শ্রমিক আন্দোলনের প্রসারের পরিপ্রেক্ষিতে সরকারের কয়েকটি উদ্যোগ উল্লেখ করো।
- ভারতের বামপন্থী ভাবধারা ও আন্দোলনের প্রসারে মানবেন্দ্রনাথ রায়ের অবদান সম্পর্কে আলোচনা করো।
(আলোচনার বিষয়বস্তুর সঙ্গে সম্পর্কযুক্ত ও প্রাসঙ্গিক ছবি, সংবাদপত্রের প্রতিবেদন প্রভৃতি, আলোচ্য আন্দোলনগুলির সময়সারণি)