২০২৫ সালের মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষার ইতিহাস বিষয়ে সম্পূর্ণ সিলেবাসের সাজেশন্ ভিত্তিক পিডিএফ নোটস্ নেওয়ার জন্য যোগাযোগ করুণ👇

👉Chat on WhatsApp

ওয়ার্কার্স ও পেজেন্টস পার্টি কেন গড়ে উঠেছিল এবং ওয়ার্কার্স ও পেজেন্টস পার্টির উদ্দেশ্য ও কর্মসূচি কী ছিল

দশম শ্রেণীর ইতিহাস ষষ্ঠ অধ্যায়-বিশ শতকের ভারতে কৃষক, শ্রমিক ও বামপন্থী আন্দোলন: বৈশিষ্ট্য ও পর্যালোচনা হতে ওয়ার্কার্স ও পেজেন্টস পার্টি কেন গড়ে উঠেছিল এবং ওয়ার্কার্স ও পেজেন্টস পার্টির উদ্দেশ্য ও কর্মসূচি কী ছিল তা আলোচনা করা হল।

Table of Contents

ওয়ার্কার্স ও পেজেন্টস পার্টি কেন গড়ে উঠেছিল এবং ওয়ার্কার্স ও পেজেন্টস পার্টির উদ্দেশ্য ও কর্মসূচি কী ছিল

প্রশ্ন:- ওয়ার্কার্স ও পেজেন্টস পাটি কেন গড়ে উঠেছিল? এর উদ্দেশ্য ও কর্মসূচি কী ছিল?

ভূমিকা:- বাংলায় কংগ্রেস পার্টির অভ্যন্তরে ১৯২৫ খ্রিস্টাব্দের ১ নভেম্বর লেবার স্বরাজ পার্টি প্রতিষ্ঠিত হয়। ১৯২৬ খ্রিস্টাব্দে এর নাম হয় ‘ওয়ার্কার্স অ্যান্ড পেজেন্টস পার্টি অব বেঙ্গল’। ক্রমে বিভিন্ন প্রদেশে আরও শাখা গড়ে ওঠে। ১৯২৮ খ্রিস্টাব্দে সব শাখাগুলি ঐক্যবদ্ধ হয়ে ওয়ার্কার্স অ্যান্ড পেজেন্টস পার্টি’ গড়ে ওঠে। এই পার্টি গড়ে ওঠার পিছনে বেশ কিছু কারণ ছিল।

বামপন্থার প্রসার

জাতীয় কংগ্রেসে গান্ধিজির নেতৃত্ব প্রতিষ্ঠার পর থেকে কংগ্রেসের অভ্যন্তরে বামপন্থার বিশেষ প্রসার ঘটতে শুরু করে। কংগ্রেসের বামপন্থী নেতৃবৃন্দ তাঁদের ভাবাদর্শকে বাস্তবায়িত করার উদ্দেশ্যে কৃষক ও শ্রমিকদের নিয়ে একটি সংগঠন গড়ে তোলার প্রয়োজন বোধ করেন।

সংগঠনের শাখা পরিচালনা

বিভিন্ন কারখানায় গড়ে ওঠা শ্রমিক সংগঠনগুলিকে পরিচালনা করা বিশেষ প্রয়োজন ছিল। এজন্য ওয়ার্কার্স অ্যান্ড পেজেন্টস পার্টি প্রতিষ্ঠার প্রয়োজন দেখা দেয়। বেঙ্গল জুট ওয়ার্কার্স অ্যাসোসিয়েশন, ময়মনসিংহ ওয়ার্কার্স অ্যান্ড পেজেন্ট পার্টি, ঢাকেশ্বরী মিল শ্রমিক ইউনিয়ন বিভিন্ন শ্রমিক সংগঠন এই পার্টির দ্বারা পরিচালিত হত।

আন্দোলন পরিচালনা

বামপন্থীরা দেশের কৃষক ও শ্রমিক শ্রেণিকে ঐক্যবদ্ধ করে পুঁজিবাদ ও সাম্রাজ্যবাদ-বিরোধী আন্দোলনকে শক্তিশালী করার চেষ্টা করছিল। এই উদ্দেশ্যে বামপন্থীদের উদ্যোগে ওয়ার্কার্স অ্যান্ড পেজেন্টস পার্টি প্রতিষ্ঠিত হয়।

সর্বভারতীয় রূপ

সারা দেশের কৃষক ও শ্রমিকদের ঐক্যবদ্ধ করার জন্য একটি কেন্দ্রীয় সংগঠন প্রতিষ্ঠার প্রয়োজন ছিল। ওয়ার্কার্স অ্যান্ড পেজেন্টস পার্টি ছিল সেই কেন্দ্রীয় সংগঠন।

উদ্দেশ্য ও কর্মসূচি

প্রতিষ্ঠার পর থেকে ওয়ার্কার্স ও পেজেন্টস পার্টি বিভিন্ন কর্মসূচি গ্রহণ করে। যেমন –

(১) আন্দোলন

ওয়ার্কার্স ও পেজেন্টস পার্টি কৃষক ও শ্রমিকদের নিজ দলের ছত্রছায়ায় এনে ঐক্যবদ্ধ করতে থাকে এবং তাদের বিভিন্ন দাবিদাওয়া আদায়ের উদ্দেশ্যে আন্দোলন পরিচালনা করতে থাকে।

(২) শ্রেণিসংগ্রাম

ওয়ার্কার্স ও পেজেন্টস পার্টি তার প্রতিষ্ঠাকালীন ইস্তেহারপত্রে ঘোষণা করেছিল যে এই দল শ্রেণিসংগ্রামের আদর্শের ওপর ভিত্তি করে বৃহত্তর দরিদ্র কৃষক ও শ্রমিক শ্রেণির অর্থনৈতিক মুক্তির উদ্দেশ্যে গঠিত হয়েছে। সেই অনুসারে এই দল মেহনতি মানুষের পূর্ণ স্বাধীনতা ও আর্থসামাজিক মুক্তির উদ্দেশ্যে কাজ করে যায়।

(৩) জমিদারি প্রথার বিলোপ

ভারতীয় কৃষিব্যবস্থায় প্রচলিত জমিদারি ব্যবস্থার অবসানের উদ্দেশ্যে ওয়ার্কার্স ও পেজেন্টস পার্টি বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করে ও চেষ্টা চালায়।

(৪) পৌর নির্বাচনে অংশগ্রহণ

ওয়ার্কার্স ও পেজেন্টস পার্টি ১৯২৯ খ্রিস্টাব্দে বোম্বাই পৌর নির্বাচনে অংশগ্রহণ করে এবং প্রায় ১২৫০০ ভোট পায়।

(৫) কারামুক্তিতে সহায়তা

ব্রিটিশ সরকার ৩৩ জন কমিউনিস্ট নেতাকে কারারুদ্ধ করে ১৯২৯ খ্রিস্টাব্দে মিরাট ষড়যন্ত্র মামলা শুরু করে। ওয়ার্কার্স ও পেজেন্টস পার্টি আইনি লড়াই ও অন্যান্য উদ্যোগের মাধ্যমে অভিযুক্তদের মধ্যে ২৫ জনকে কারামুক্ত করতে সক্ষম হয়।

(৬) মুখপত্র প্রকাশ

ওয়ার্কার্স ও পেজেন্টস পার্টির বিভিন্ন শাখা নিজেদের দলীয় মুখপত্র প্রকাশ করে কৃষক ও শ্রমিকদের মধ্যে দলীয় বার্তা প্রচারের উদ্যোগে নেয়। এইসব পত্রপত্রিকার মধ্যে উল্লেখযোগ্য ছিল কাজী নজরুল ইসলামের লাঙল পত্রিকা। এছাড়া ছিল ‘গণবাণী’, ‘লাল নিশান’, ‘জাগরণ’, ‘কীর্তি’ প্রভৃতি।

উপসংহার :- এই পার্টি নিজ ভাবধারা সমাজে ব্যাপকভাবে পৌঁছে দেওয়ার উদ্দেশ্যে তাদের যুব শাখা সংগঠন প্রতিষ্ঠা করে। এর নাম হয় ‘যুব কমরেডস লিগ’। এই সংগঠন প্রতিষ্ঠায় পি সি জোশী গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।

দশম শ্রেণীর ইতিহাস (ষষ্ঠ অধ্যায়) বিশ শতকের ভারতে কৃষক, শ্রমিক ও বামপন্থী আন্দোলন: বৈশিষ্ট্য ও পর্যালোচনা হতে অন্যান্য সংক্ষিপ্ত রচনাধর্মী প্রশ্ন উত্তর

দশম শ্রেণী ইতিহাস সিলেবাস ষষ্ঠ অধ্যায়- বিশ শতকের ভারতে কৃষক, শ্রমিক ও বামপন্থী আন্দোলন: বৈশিষ্ট্য ও পর্যালোচনা হতে অন্যান্য সংক্ষিপ্ত রচনাধর্মী প্রশ্ন উত্তরগুলি দেওয়া হল।

৬.১. বিশ শতকের ভারতে কৃষক আন্দোলনের সঙ্গে জাতীয় কংগ্রেস ও বামপন্থী রাজনীতির সংযোগ :

(৬.১.ক.) বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলন

(৬.১.খ.) অহিংস অসহযোগ আন্দোলন

(৬.১.গ.) আইন অমান্য আন্দোলন

(৬.১.ঘ.) ভারত ছাড়ো আন্দোলন

(৬.১.ঙ.) একা আন্দোলন

(৬.১.চ.) বারদৌলি সত্যাগ্রহ

(আলোচনার বিষয়বস্তুর সঙ্গে সম্পর্কযুক্ত ও প্রাসঙ্গিক ছবি, সংবাদপত্রের প্রতিবেদন প্রভৃতি, আলোচ্য আন্দোলনগুলির সময়সারণি)

৬.২. বিশ শতকে ভারতে শ্রমিক আন্দোলনের সঙ্গে জাতীয় কংগ্রেস ও বামপন্থী রাজনীতির সংযোগ :

(৬.২.ক.) বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলন

(৬.২.খ.) অহিংস অসহযোগ আন্দোলন

(৬.২.গ.) আইন অমান্য আন্দোলন

(৬.২.ঘ.) ভারত ছাড়ো আন্দোলন

(৬.২.ঙ.) ওয়ার্কার্স অ্যান্ড পেজেন্টস্ পার্টি

(আলোচনার বিষয়বস্তুর সঙ্গে সম্পর্কযুক্ত ও প্রাসঙ্গিক ছবি, সংবাদপত্রের প্রতিবেদন প্রভৃতি, আলোচ্য আন্দোলনগুলির সময়সারণি)

৬.৩. বিশ শতকের ভারতে উপনিবেশ বিরোধী আন্দোলনে বামপন্থী রাজনীতির অংশগ্রহণের চরিত্র, বৈশিষ্ট্য ও পর্যালোচনা

টুকরো কথা

মানবেন্দ্রনাথ রায় ও ভারতের বামপন্থী আন্দোলন

(আলোচনার বিষয়বস্তুর সঙ্গে সম্পর্কযুক্ত ও প্রাসঙ্গিক ছবি, সংবাদপত্রের প্রতিবেদন প্রভৃতি, আলোচ্য আন্দোলনগুলির সময়সারণি)

Leave a Comment