২০২৫ সালের মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষার ইতিহাস বিষয়ে সম্পূর্ণ সিলেবাসের সাজেশন্ ভিত্তিক পিডিএফ নোটস্ নেওয়ার জন্য যোগাযোগ করুণ👇

👉Chat on WhatsApp

আইন অমান্য আন্দোলন পর্বে শ্রমিকদের ক্ষোভের কারণ কী ছিল? এই সময় বাংলায় শ্রমিক আন্দোলনের অগ্রগতি সম্পর্কে আলোচনা করো

দশম শ্রেণীর ইতিহাস ষষ্ঠ অধ্যায়-বিশ শতকের ভারতে কৃষক, শ্রমিক ও বামপন্থী আন্দোলন: বৈশিষ্ট্য ও পর্যালোচনা হতে আইন অমান্য আন্দোলন পর্বে শ্রমিকদের ক্ষোভের কারণ কী ছিল? এই সময় বাংলায় শ্রমিক আন্দোলনের অগ্রগতি সম্পর্কে আলোচনা করা হল।

Table of Contents

আইন অমান্য আন্দোলন পর্বে শ্রমিকদের ক্ষোভের কারণ কী ছিল? এই সময় বাংলায় শ্রমিক আন্দোলনের অগ্রগতি সম্পর্কে আলোচনা

প্রশ্ন:- আইন অমান্য আন্দোলন পর্বে শ্রমিকদের ক্ষোভের কারণ কী ছিল? এই সময় বাংলায় শ্রমিক আন্দোলনের অগ্রগতি সম্পর্কে আলোচনা করো।

ভূমিকা :- মহাত্মা গান্ধীর নেতৃত্বে জাতীয় নেতৃবৃন্দ ১৯৩০-৩৪ খ্রিস্টাব্দে আইন অমান্য আন্দোলন শুরু করে। এই আন্দোলনেরসময় ভারতে শ্রমিকদের অসন্তোষের পিছনে বিভিন্ন কারণ ছিল।

মজুরি হ্রাস

আইন অমান্য আন্দোলন শুরু হওয়ার আগে বিভিন্ন শ্রমিকদের মজুরি কমিয়ে দেওয়া হয়। ফলে শ্রমিক শ্রেণীর ক্ষোভ বৃদ্ধি পায়।

অর্থনৈতিক মন্দা

১৯২৯-৩০ খ্রিস্টাব্দ নাগাদ বিশ্বব্যাপী অর্থনৈতিক মন্দা বা মহামন্দা দেখা দিলে শ্রমিকদের ওপরও এইমন্দার প্রভাব পড়ে।

বেকারত্ব

অর্থনৈতিক মহামন্দার ফলে বহু কলকারখানা বন্ধ হয়ে যায় এবং বহু শ্রমিক কাজ হারিয়ে বেকার হয়ে পড়ে।

আইন অমান্য আন্দোলন পর্বে বাংলায় শ্রমিক আন্দোলনের অগ্রগতি

১৯৩০ খ্রিস্টাব্দে আইন অমান্য আন্দোলন শুরু হলে ভারতের বিভিন্নপ্রদেশের শ্রমিকরা এই আন্দোলনে অংশগ্রহণ করে। এই সময় বাংলায় শ্রমিক আন্দোলন যথেষ্ট শক্তিশালী হয়ে ওঠে।

কলকাতা

আইন অমান্য আন্দোলনের সময় কলকাতা ও তার সন্নিহিত অঞ্চলের রেলওয়ে, ট্রাম কোম্পানি, চটকল, পরিবহণ ব্যবস্থা-সহ বিভিন্ন শিল্পকারখানার শ্রমিকরা ধর্মঘট করে।

অন্যত্র

কলকাতার বাইরে বাংলার বিভিন্ন স্থানেও শ্রমিক, মজুর,কুলিরা আন্দোলনে শামিল হয়। কুলটির লৌহ-ইস্পাত কারখানা,রানিগঞ্জের কয়লাখনি প্রভৃতি স্থানের শ্রমিকরাও ধর্মঘট করে।

উপসংহার :- ব্রিটিশ সরকার ১৯২৯ খ্রিস্টাব্দে মিরাট ষড়যন্ত্র মামলার দ্বারা শ্রমিক আন্দোলনকে দুর্বল করতে সমর্থ হলেও শ্রমিকরা ১৯৩০ খ্রিস্টাব্দে গান্ধিজির নেতৃত্বে আইন অমান্য আন্দোলনে আবার ঝাঁপিয়ে পড়ে। ফলে আন্দোলন ব্যাপক হয়ে ওঠে।

দশম শ্রেণীর ইতিহাস (ষষ্ঠ অধ্যায়) বিশ শতকের ভারতে কৃষক, শ্রমিক ও বামপন্থী আন্দোলন: বৈশিষ্ট্য ও পর্যালোচনা হতে অন্যান্য সংক্ষিপ্ত রচনাধর্মী প্রশ্ন উত্তর

দশম শ্রেণী ইতিহাস সিলেবাস ষষ্ঠ অধ্যায়- বিশ শতকের ভারতে কৃষক, শ্রমিক ও বামপন্থী আন্দোলন: বৈশিষ্ট্য ও পর্যালোচনা হতে অন্যান্য সংক্ষিপ্ত রচনাধর্মী প্রশ্ন উত্তরগুলি দেওয়া হল।

৬.১. বিশ শতকের ভারতে কৃষক আন্দোলনের সঙ্গে জাতীয় কংগ্রেস ও বামপন্থী রাজনীতির সংযোগ :

(৬.১.ক.) বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলন

(৬.১.খ.) অহিংস অসহযোগ আন্দোলন

(৬.১.গ.) আইন অমান্য আন্দোলন

(৬.১.ঘ.) ভারত ছাড়ো আন্দোলন

(৬.১.ঙ.) একা আন্দোলন

(৬.১.চ.) বারদৌলি সত্যাগ্রহ

(আলোচনার বিষয়বস্তুর সঙ্গে সম্পর্কযুক্ত ও প্রাসঙ্গিক ছবি, সংবাদপত্রের প্রতিবেদন প্রভৃতি, আলোচ্য আন্দোলনগুলির সময়সারণি)

৬.২. বিশ শতকে ভারতে শ্রমিক আন্দোলনের সঙ্গে জাতীয় কংগ্রেস ও বামপন্থী রাজনীতির সংযোগ :

(৬.২.ক.) বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলন

(৬.২.খ.) অহিংস অসহযোগ আন্দোলন

(৬.২.গ.) আইন অমান্য আন্দোলন

(৬.২.ঘ.) ভারত ছাড়ো আন্দোলন

(৬.২.ঙ.) ওয়ার্কার্স অ্যান্ড পেজেন্টস্ পার্টি

(আলোচনার বিষয়বস্তুর সঙ্গে সম্পর্কযুক্ত ও প্রাসঙ্গিক ছবি, সংবাদপত্রের প্রতিবেদন প্রভৃতি, আলোচ্য আন্দোলনগুলির সময়সারণি)

৬.৩. বিশ শতকের ভারতে উপনিবেশ বিরোধী আন্দোলনে বামপন্থী রাজনীতির অংশগ্রহণের চরিত্র, বৈশিষ্ট্য ও পর্যালোচনা

টুকরো কথা

মানবেন্দ্রনাথ রায় ও ভারতের বামপন্থী আন্দোলন

(আলোচনার বিষয়বস্তুর সঙ্গে সম্পর্কযুক্ত ও প্রাসঙ্গিক ছবি, সংবাদপত্রের প্রতিবেদন প্রভৃতি, আলোচ্য আন্দোলনগুলির সময়সারণি)

Leave a Comment