২০২৫ সালের মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষার ইতিহাস বিষয়ে সম্পূর্ণ সিলেবাসের সাজেশন্ ভিত্তিক পিডিএফ নোটস্ নেওয়ার জন্য যোগাযোগ করুণ👇

👉Chat on WhatsApp

অহিংস অসহযোগ আন্দোলন পর্বে বাংলায় শ্রমিক আন্দোলনের অগ্রগতি সম্পর্কে আলোচনা করো

দশম শ্রেণীর ইতিহাস ষষ্ঠ অধ্যায়-বিশ শতকের ভারতে কৃষক, শ্রমিক ও বামপন্থী আন্দোলন: বৈশিষ্ট্য ও পর্যালোচনা হতে অহিংস অসহযোগ আন্দোলন পর্বে বাংলায় শ্রমিক আন্দোলনের অগ্রগতি সম্পর্কে আলোচনা করা হল।

Table of Contents

অহিংস অসহযোগ আন্দোলন পর্বে বাংলায় শ্রমিক আন্দোলনের অগ্রগতি সম্পর্কে আলোচনা

প্রশ্ন:- অহিংস অসহযোগ আন্দোলন পর্বে বাংলায় শ্রমিক আন্দোলনের অগ্রগতি সম্পর্কে আলোচনা করো।

ভূমিকা :- জাতির জনক মহাত্মা গান্ধীর নেতৃত্বে ১৯২০ খ্রিস্টাব্দে অহিংস অসহযোগ আন্দোলন শুরু হয়। এই সময় সারা ভারতের শ্রমিকরা আন্দোলনে শামিল হয়। এই সময় বাংলায় শ্রমিক আন্দোলন অত্যন্ত শক্তিশালী হয়ে ওঠে।

লক্ষ্য

অহিংস অসহযোগ আন্দোলনে যোগদানকারী শ্রমিকদের অন্যতম লক্ষ্য ছিল শ্রমিকদের কাজের সময় কমানো, বেতন বৃদ্ধি করা, ভারতীয়দের হাতে স্বায়ত্তশাসন দান প্রভৃতি।

নেতৃত্ব

অসহযোগ আন্দোলনের সময় বাংলার শ্রমিক আন্দোলনের উল্লেখযোগ্য নেতৃবৃন্দ ছিলেন প্রভাতকুসুম রায়চৌধুরী, ব্যোমকেশ চক্রবর্তী, চিত্তরঞ্জন দাশ, সুরেন্দ্রনাথ হালদার প্রমুখ।

ধর্মঘটের ব্যাপকতা

বাংলার বিভিন্ন ক্ষেত্রের শ্রমিক, মজুর ওকুলিরা অসহযোগ আন্দোলনের সময় ধর্মঘট চালায়। ১৯২০-২১ খ্রিস্টাব্দে বাংলায় অন্তত ১৩৭টি শ্রমিক ধর্মঘট হয়। আর এই সমস্ত ধর্মঘটে বিপুল সংখ্যক শ্রমিক অংশগ্রহণ করেছিল।

বিভিন্ন স্থানে ধর্মঘট

অসহযোগ আন্দোলনের সময় বাংলারবিভিন্ন স্থানে শ্রমিক ধর্মঘট হয়। কলকাতার রেলওয়ে, ট্রাম কোম্পানি, বন্দর, পাটকল প্রভৃতি ক্ষেত্রে ব্যাপক শ্রমিক ধর্মঘট চলে। ইস্টবেঙ্গল রেল এবং স্টিমার কোম্পানির শ্রমিকরাও ধর্মঘট করে।কয়লাখনি, চা বাগান প্রভৃতি স্থানের শ্রমিকরাও ধর্মঘটে অংশগ্রহণ করে।

উপসংহার :- অহিংস অসহযোগ আন্দোলনেরসময় শ্রমিক আন্দোলনের অন্যতম কেন্দ্র ছিল বাংলা। ভারতে অন্যান্য স্থানের তুলনায় বাংলার শ্রমিক আন্দোলন ব্যাপক আকার ধারণ করে। তবে অসহযোগ আন্দোলনের ব্যর্থতার সঙ্গে সঙ্গে শ্রমিক আন্দোলনও ব্যর্থ হয়ে পড়ে।

দশম শ্রেণীর ইতিহাস (ষষ্ঠ অধ্যায়) বিশ শতকের ভারতে কৃষক, শ্রমিক ও বামপন্থী আন্দোলন: বৈশিষ্ট্য ও পর্যালোচনা হতে অন্যান্য সংক্ষিপ্ত রচনাধর্মী প্রশ্ন উত্তর

দশম শ্রেণী ইতিহাস সিলেবাস ষষ্ঠ অধ্যায়- বিশ শতকের ভারতে কৃষক, শ্রমিক ও বামপন্থী আন্দোলন: বৈশিষ্ট্য ও পর্যালোচনা হতে অন্যান্য সংক্ষিপ্ত রচনাধর্মী প্রশ্ন উত্তরগুলি দেওয়া হল।

৬.১. বিশ শতকের ভারতে কৃষক আন্দোলনের সঙ্গে জাতীয় কংগ্রেস ও বামপন্থী রাজনীতির সংযোগ :

(৬.১.ক.) বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলন

(৬.১.খ.) অহিংস অসহযোগ আন্দোলন

(৬.১.গ.) আইন অমান্য আন্দোলন

(৬.১.ঘ.) ভারত ছাড়ো আন্দোলন

(৬.১.ঙ.) একা আন্দোলন

(৬.১.চ.) বারদৌলি সত্যাগ্রহ

(আলোচনার বিষয়বস্তুর সঙ্গে সম্পর্কযুক্ত ও প্রাসঙ্গিক ছবি, সংবাদপত্রের প্রতিবেদন প্রভৃতি, আলোচ্য আন্দোলনগুলির সময়সারণি)

৬.২. বিশ শতকে ভারতে শ্রমিক আন্দোলনের সঙ্গে জাতীয় কংগ্রেস ও বামপন্থী রাজনীতির সংযোগ :

(৬.২.ক.) বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলন

(৬.২.খ.) অহিংস অসহযোগ আন্দোলন

(৬.২.গ.) আইন অমান্য আন্দোলন

(৬.২.ঘ.) ভারত ছাড়ো আন্দোলন

(৬.২.ঙ.) ওয়ার্কার্স অ্যান্ড পেজেন্টস্ পার্টি

(আলোচনার বিষয়বস্তুর সঙ্গে সম্পর্কযুক্ত ও প্রাসঙ্গিক ছবি, সংবাদপত্রের প্রতিবেদন প্রভৃতি, আলোচ্য আন্দোলনগুলির সময়সারণি)

৬.৩. বিশ শতকের ভারতে উপনিবেশ বিরোধী আন্দোলনে বামপন্থী রাজনীতির অংশগ্রহণের চরিত্র, বৈশিষ্ট্য ও পর্যালোচনা

টুকরো কথা

মানবেন্দ্রনাথ রায় ও ভারতের বামপন্থী আন্দোলন

(আলোচনার বিষয়বস্তুর সঙ্গে সম্পর্কযুক্ত ও প্রাসঙ্গিক ছবি, সংবাদপত্রের প্রতিবেদন প্রভৃতি, আলোচ্য আন্দোলনগুলির সময়সারণি)

Leave a Comment