২০২৫ সালের মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষার ইতিহাস বিষয়ে সম্পূর্ণ সিলেবাসের সাজেশন্ ভিত্তিক পিডিএফ নোটস্ নেওয়ার জন্য যোগাযোগ করুণ👇

👉Chat on WhatsApp

উত্তরপ্রদেশে আইন অমান্য আন্দোলনে কৃষকদের কী ভূমিকা ছিল

দশম শ্রেণীর ইতিহাস ষষ্ঠ অধ্যায়-বিশ শতকের ভারতে কৃষক, শ্রমিক ও বামপন্থী আন্দোলন: বৈশিষ্ট্য ও পর্যালোচনা হতে উত্তরপ্রদেশে আইন অমান্য আন্দোলনে কৃষকদের কী ভূমিকা ছিল তা আলোচনা করা হল।

Table of Contents

উত্তরপ্রদেশে আইন অমান্য আন্দোলনে কৃষকদের কী ভূমিকা

প্রশ্ন:- উত্তরপ্রদেশে আইন অমান্য আন্দোলনে কৃষকদের কী ভূমিকা ছিল?

ভূমিকা :- কংগ্রেসের ডাকে ১৯৩০ খ্রিস্টাব্দে আইন অমান্য আন্দোলন শুরু হয়। এই আন্দোলনে উত্তরপ্রদেশের কৃষকদের সর্বাধিক সক্রিয়তা লক্ষ্য করা যায় ৷

গণ আন্দোলন

উত্তরপ্রদেশের রায়বেরিলি, আগ্রা, বারাবাঁকি, লখনউ, প্রতাপগড়-সহ বিভিন্ন অঞ্চলের কৃষকরা আইন অমান্য আন্দোলনে অংশগ্রহণ করে এবং এই আন্দোলন প্রকৃত গণ আন্দোলনের রূপ নেয় ৷

খাজনা প্রদান বন্ধ

উত্তরপ্রদেশের কৃষকরা আন্দোলনে যোগ দিয়ে সরকার, এমনকি জমিদার এবং তালুকদারদেরও খাজনা দেওয়া বন্ধ করে দেয়। পুলিশি নির্যাতন সত্ত্বেও তারা খাজনা দিতে রাজি হয়নি।

নেতৃত্ব

উত্তরপ্রদেশের কৃষক আন্দোলনের নেতৃত্ব দিতে এগিয়ে আসেন রফি আহমেদ কিদোয়াই, কালিকা প্রসাদ, অঞ্জনি কুমার প্রমুখ।

কংগ্রেসের উদ্যোগ

কংগ্রেস দল প্রথম থেকেই উত্তরপ্রদেশের কৃষক আন্দোলনের প্রতি সমর্থন জানায়। কংগ্রেস ওয়ার্কিং কমিটি কৃষকদের খাজনা দেওয়া বন্ধ করার নির্দেশ দেয়।

বামপন্থীদের উদ্যোগ

কমিউনিস্ট এবং সমাজতন্ত্রীরাও কৃষকদের আন্দোলনে যুক্ত হয়। গান্ধিজি কৃষকদের স্বল্প পরিমাণ খাজনা দেওয়ার কথা বললেও বামপন্থীরা তাতে রাজি হয়নি।

উপসংহার :- উত্তরপ্রদেশের কৃষকদের আইন অমান্য আন্দোলন জনমনে বিশেষ প্রভাব বিস্তার করতে সক্ষম হয়। পরিস্থিতি এমন জায়গায়পৌঁছোয় যে, কৃষকদের সমর্থন ছাড়া এখানে কোনো আন্দোলন গড়ে উঠতে পারত না।

দশম শ্রেণীর ইতিহাস (ষষ্ঠ অধ্যায়) বিশ শতকের ভারতে কৃষক, শ্রমিক ও বামপন্থী আন্দোলন: বৈশিষ্ট্য ও পর্যালোচনা হতে অন্যান্য সংক্ষিপ্ত রচনাধর্মী প্রশ্ন উত্তর

দশম শ্রেণী ইতিহাস সিলেবাস ষষ্ঠ অধ্যায়- বিশ শতকের ভারতে কৃষক, শ্রমিক ও বামপন্থী আন্দোলন: বৈশিষ্ট্য ও পর্যালোচনা হতে অন্যান্য সংক্ষিপ্ত রচনাধর্মী প্রশ্ন উত্তরগুলি দেওয়া হল।

৬.১. বিশ শতকের ভারতে কৃষক আন্দোলনের সঙ্গে জাতীয় কংগ্রেস ও বামপন্থী রাজনীতির সংযোগ :

(৬.১.ক.) বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলন

(৬.১.খ.) অহিংস অসহযোগ আন্দোলন

(৬.১.গ.) আইন অমান্য আন্দোলন

(৬.১.ঘ.) ভারত ছাড়ো আন্দোলন

(৬.১.ঙ.) একা আন্দোলন

(৬.১.চ.) বারদৌলি সত্যাগ্রহ

(আলোচনার বিষয়বস্তুর সঙ্গে সম্পর্কযুক্ত ও প্রাসঙ্গিক ছবি, সংবাদপত্রের প্রতিবেদন প্রভৃতি, আলোচ্য আন্দোলনগুলির সময়সারণি)

৬.২. বিশ শতকে ভারতে শ্রমিক আন্দোলনের সঙ্গে জাতীয় কংগ্রেস ও বামপন্থী রাজনীতির সংযোগ :

(৬.২.ক.) বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলন

(৬.২.খ.) অহিংস অসহযোগ আন্দোলন

(৬.২.গ.) আইন অমান্য আন্দোলন

(৬.২.ঘ.) ভারত ছাড়ো আন্দোলন

(৬.২.ঙ.) ওয়ার্কার্স অ্যান্ড পেজেন্টস্ পার্টি

(আলোচনার বিষয়বস্তুর সঙ্গে সম্পর্কযুক্ত ও প্রাসঙ্গিক ছবি, সংবাদপত্রের প্রতিবেদন প্রভৃতি, আলোচ্য আন্দোলনগুলির সময়সারণি)

৬.৩. বিশ শতকের ভারতে উপনিবেশ বিরোধী আন্দোলনে বামপন্থী রাজনীতির অংশগ্রহণের চরিত্র, বৈশিষ্ট্য ও পর্যালোচনা

টুকরো কথা

মানবেন্দ্রনাথ রায় ও ভারতের বামপন্থী আন্দোলন

(আলোচনার বিষয়বস্তুর সঙ্গে সম্পর্কযুক্ত ও প্রাসঙ্গিক ছবি, সংবাদপত্রের প্রতিবেদন প্রভৃতি, আলোচ্য আন্দোলনগুলির সময়সারণি)

Leave a Comment