২০২৫ সালের মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষার ইতিহাস বিষয়ে সম্পূর্ণ সিলেবাসের সাজেশন্ ভিত্তিক পিডিএফ নোটস্ নেওয়ার জন্য যোগাযোগ করুণ (দাম প্রতি ক্লাস ৯৯ টাকা)।

👉Chat on WhatsApp

কিষান সভা প্রতিষ্ঠার প্রধান উদ্দেশ্য

দশম শ্রেণীর ইতিহাস ষষ্ঠ অধ্যায়-বিশ শতকের ভারতে কৃষক, শ্রমিক ও বামপন্থী আন্দোলন: বৈশিষ্ট্য ও পর্যালোচনা হতে কিষান সভা প্রতিষ্ঠার প্রধান উদ্দেশ্য কী ছিল তা আলোচনা করা হল।

Table of Contents

কিষান সভা প্রতিষ্ঠার প্রধান উদ্দেশ্য

প্রশ্ন:- কিষান সভা প্রতিষ্ঠার প্রধান উদ্দেশ্য কী ছিল?

ভূমিকা :- কংগ্রেসের বামপন্থী অংশ, কংগ্রেস সমাজতন্ত্রী দল ও কমিউনিস্টরা ১৯৩৬ খ্রিস্টাব্দে ‘সারাভারত কিষান কংগ্রেস’ প্রতিষ্ঠা করে। ১৯০৬ খ্রিস্টাব্দের আগস্ট মাসে কিষান সভা তার একটি ইস্তাহার প্রকাশ করে কৃষকদের বিভিন্ন দাবিদাওয়া তুলে ধরে। এই ইস্তাহার থেকে কিষান সভা প্রতিষ্ঠার উদ্দেশ্য সম্পর্কে জানা যায়।

জমিদারি প্রথা উচ্ছেদ

জমিদারি প্রথা ছিল কৃষকদের দুর্দশার অন্যতম কারণ। তাই কিষান সভা জমিদারি প্রথার উচ্ছেদের দাবি জানায়।

কৃষিঋণ মকুব

কৃষকরা ঋণ নিয়ে অনন্তকাল ঋণের জালে জড়িয়ে থাকত। কিষান সভা এই ঋণ মকুবের দাবি জানায়।

বেগার প্রথার অবসান

জমিদারের জমিতে কৃষকদের যে বিনা পারিশ্রমিকে কাজ করতে হত বা বেগার শ্রম দিতে হত, কিষান সভা এই প্রথার অবসানের দাবি করে।

খাজনা হ্রাস

কৃষকদের খাজনার হার অন্তত ৫০ শতাংশ হ্রাস করার জন্য কিষান সভা দাবি জানায়।

বনজ সম্পদে অধিকার

ইতিপূর্বে ব্রিটিশ সরকার অরণ্য আইন পাস করে ভারতীয়দের অরণ্যের অধিকার কেড়ে নিয়েছিল। প্রকৃতির বনজ সম্পদ আহরণে কৃষকদের অধিকার দানের জন্য কৃষকসভা দাবি জানায়।

জমি প্রদান

সরকারের অনাবাদী জমি এবং জমিদারের খাস জমি কৃষকদের হাতে প্রদানের জন্য কিষান সভা দাবি তোলে।

উপসংহার:- কৃষকদের স্বার্থ সংরক্ষণ, তাদের দাবিদাওয়া আদায় এবং তাদের প্রতি অন্যায়ের প্রতিকারের উদ্দেশ্যে গড়ে ওঠা কিষান সভা স্বাধীনতার প্রাক্কালে ব্রিটিশ-বিরোধী গণ আন্দোলনগুলিতে নতুন মাত্রাযোগ করে। ফলে ভারতের স্বাধীনতা আন্দোলন ফলবতী হয়।

দশম শ্রেণীর ইতিহাস (ষষ্ঠ অধ্যায়) বিশ শতকের ভারতে কৃষক, শ্রমিক ও বামপন্থী আন্দোলন: বৈশিষ্ট্য ও পর্যালোচনা হতে অন্যান্য সংক্ষিপ্ত রচনাধর্মী প্রশ্ন উত্তর

দশম শ্রেণী ইতিহাস সিলেবাস ষষ্ঠ অধ্যায়- বিশ শতকের ভারতে কৃষক, শ্রমিক ও বামপন্থী আন্দোলন: বৈশিষ্ট্য ও পর্যালোচনা হতে অন্যান্য সংক্ষিপ্ত রচনাধর্মী প্রশ্ন উত্তরগুলি দেওয়া হল।

৬.১. বিশ শতকের ভারতে কৃষক আন্দোলনের সঙ্গে জাতীয় কংগ্রেস ও বামপন্থী রাজনীতির সংযোগ :

(৬.১.ক.) বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলন

(৬.১.খ.) অহিংস অসহযোগ আন্দোলন

(৬.১.গ.) আইন অমান্য আন্দোলন

(৬.১.ঘ.) ভারত ছাড়ো আন্দোলন

(৬.১.ঙ.) একা আন্দোলন

(৬.১.চ.) বারদৌলি সত্যাগ্রহ

(আলোচনার বিষয়বস্তুর সঙ্গে সম্পর্কযুক্ত ও প্রাসঙ্গিক ছবি, সংবাদপত্রের প্রতিবেদন প্রভৃতি, আলোচ্য আন্দোলনগুলির সময়সারণি)

৬.২. বিশ শতকে ভারতে শ্রমিক আন্দোলনের সঙ্গে জাতীয় কংগ্রেস ও বামপন্থী রাজনীতির সংযোগ :

(৬.২.ক.) বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলন

(৬.২.খ.) অহিংস অসহযোগ আন্দোলন

(৬.২.গ.) আইন অমান্য আন্দোলন

(৬.২.ঘ.) ভারত ছাড়ো আন্দোলন

(৬.২.ঙ.) ওয়ার্কার্স অ্যান্ড পেজেন্টস্ পার্টি

(আলোচনার বিষয়বস্তুর সঙ্গে সম্পর্কযুক্ত ও প্রাসঙ্গিক ছবি, সংবাদপত্রের প্রতিবেদন প্রভৃতি, আলোচ্য আন্দোলনগুলির সময়সারণি)

৬.৩. বিশ শতকের ভারতে উপনিবেশ বিরোধী আন্দোলনে বামপন্থী রাজনীতির অংশগ্রহণের চরিত্র, বৈশিষ্ট্য ও পর্যালোচনা

টুকরো কথা

মানবেন্দ্রনাথ রায় ও ভারতের বামপন্থী আন্দোলন

(আলোচনার বিষয়বস্তুর সঙ্গে সম্পর্কযুক্ত ও প্রাসঙ্গিক ছবি, সংবাদপত্রের প্রতিবেদন প্রভৃতি, আলোচ্য আন্দোলনগুলির সময়সারণি)

Leave a Comment