২০২৫ সালের মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষার ইতিহাস বিষয়ে সম্পূর্ণ সিলেবাসের সাজেশন্ ভিত্তিক পিডিএফ নোটস্ নেওয়ার জন্য যোগাযোগ করুণ👇

👉Chat on WhatsApp

টীকা লেখাে: তেভাগা আন্দোলন

দশম শ্রেণীর ইতিহাস ষষ্ঠ অধ্যায়-বিশ শতকের ভারতে কৃষক, শ্রমিক ও বামপন্থী আন্দোলন: বৈশিষ্ট্য ও পর্যালোচনা হতে তেভাগা আন্দোলন সম্পর্কে টীকা দেওয়া হল।

Table of Contents

তেভাগা আন্দোলন সম্পর্কে টীকা

প্রশ্ন:- টীকা লেখাে- তেভাগা আন্দোলন।

ভূমিকা :- দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ভারতের কৃষি ও শ্রমজীবী মানুষের মধ্যে সাম্যবাদী ধ্যানধারণার জন্ম হয়। ভারতে স্বাধীনতা অর্জনের প্রাক্কালে ভারতেও কিছু কৃষক আন্দোলন পরিলক্ষিত হয়। ১৯৪৬ খ্রিস্টাব্দে তেভাগা আন্দোলন ছিল একটি উল্লেখযোগ্য কৃষক আন্দোলন।

আন্দোলনের কারণ

তেভাগা আন্দোলনের কারণ গুলি হল –

  • (১) জমিদার ও জোতদারদের শোষণ ও অত্যাচার কৃষকদের অসহিষ্ণু করে তোলেতোলে।
  • (২) দ্বিতীয় বিশ্বযুদ্ধজনিত কারণে দ্রব্যমূল্য বৃদ্ধি, মুদ্রাস্ফীতি কৃষকদের সংকট ঘনীভূত করে।
  • (৩) কমিউনিস্ট নেতৃবৃন্দ কৃষকদের স্বার্থে আন্দোলনে সক্রিয়ভাবে অংশগ্রহণ করলে আন্দোলন ভয়ংকর হয়ে ওঠে।

কৃষকদের দাবি

তেভাগা আন্দোলনে কৃষকদের প্রধান দাবি ছিল –

  • (১) উৎপন্ন ফসলের তিন ভাগের দুই ভাগ কৃষকদের অধিকারে রাখা।
  • (২) ফ্লাউড কমিশনের সুপারিশকে কার্যকরী করা।
  • (৩) জমিতে বর্গাদার বা ভাগচাষিকে দখলিস্বত্ব প্রদান।
  • (৪) জমিদারি প্রথার বিলােপসাধন।
  • (৫) ধার নেওয়া ধানের সুদ প্রথা বাতিল।

স্লোগান

তাদের স্লোগান ছিল আধি নয় তেভাগা চাই, জমিদারি প্রথা ধবংস হোক, লাঙল যার জমি তার ইত্যাদি।

আন্দোলনের বিস্তার

দিনাজপুর জেলার রামচন্দ্রপুর গ্রামে এই আন্দোলনের সূত্রপাত ঘটে। অচিরেই জলপাইগুড়ি, মেদিনীপুর, চব্বিশ পরগনা, ময়মনসিংহ প্রভৃতি ১৯ টি জেলায় এই আন্দোলন ছড়িয়ে পড়ে।

নেতৃত্ব

তেভাগা আন্দোলনের উল্লেখযোগ্য নেতারা ছিলেন চারু মজুমদার, গুরুদাস তালুকদার, সমর গাঙ্গুলী, ভবাণী সেন, বুড়িমা, অবণী রায় প্রমুখ।

ব্যর্থতার কারণ

তেভাগা আন্দোলন বিভিন্ন কারণে ব্যর্থ হয়েছিল যেমন তার মধ্যে উল্লেখযােগ্য ছিল কৃষকদের অনুন্নত অস্ত্র-শস্ত্র এবং দিনাজপুরের কমিউনিস্টের অসমর্থন এবং সামাজিক কিছু সীমাবদ্ধতার কারণে এই আন্দোলন ব্যর্থ হয়েছিল।

উপসংহার :- সরকারের কঠোর দমননীতি সাম্প্রদায়িক উত্তেজনা সার্বিক ঐক্যের অভাব ইত্যাদি কারণে আন্দোলন ব্যর্থ হলেও পরবর্তীকালে বর্গাদার আইন, বাংলা ভূমিস্বত্বআইন, জমিদারি উচ্ছেদ প্রসঙ্গে তেভাগা আন্দোলনের প্রভাবকে অস্বীকার করা যায় না।

দশম শ্রেণীর ইতিহাস (ষষ্ঠ অধ্যায়) বিশ শতকের ভারতে কৃষক, শ্রমিক ও বামপন্থী আন্দোলন: বৈশিষ্ট্য ও পর্যালোচনা হতে অন্যান্য সংক্ষিপ্ত রচনাধর্মী প্রশ্ন উত্তর

দশম শ্রেণী ইতিহাস সিলেবাস ষষ্ঠ অধ্যায়- বিশ শতকের ভারতে কৃষক, শ্রমিক ও বামপন্থী আন্দোলন: বৈশিষ্ট্য ও পর্যালোচনা হতে অন্যান্য সংক্ষিপ্ত রচনাধর্মী প্রশ্ন উত্তরগুলি দেওয়া হল।

৬.১. বিশ শতকের ভারতে কৃষক আন্দোলনের সঙ্গে জাতীয় কংগ্রেস ও বামপন্থী রাজনীতির সংযোগ :

(৬.১.ক.) বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলন

(৬.১.খ.) অহিংস অসহযোগ আন্দোলন

(৬.১.গ.) আইন অমান্য আন্দোলন

(৬.১.ঘ.) ভারত ছাড়ো আন্দোলন

(৬.১.ঙ.) একা আন্দোলন

(৬.১.চ.) বারদৌলি সত্যাগ্রহ

(আলোচনার বিষয়বস্তুর সঙ্গে সম্পর্কযুক্ত ও প্রাসঙ্গিক ছবি, সংবাদপত্রের প্রতিবেদন প্রভৃতি, আলোচ্য আন্দোলনগুলির সময়সারণি)

৬.২. বিশ শতকে ভারতে শ্রমিক আন্দোলনের সঙ্গে জাতীয় কংগ্রেস ও বামপন্থী রাজনীতির সংযোগ :

(৬.২.ক.) বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলন

(৬.২.খ.) অহিংস অসহযোগ আন্দোলন

(৬.২.গ.) আইন অমান্য আন্দোলন

(৬.২.ঘ.) ভারত ছাড়ো আন্দোলন

(৬.২.ঙ.) ওয়ার্কার্স অ্যান্ড পেজেন্টস্ পার্টি

(আলোচনার বিষয়বস্তুর সঙ্গে সম্পর্কযুক্ত ও প্রাসঙ্গিক ছবি, সংবাদপত্রের প্রতিবেদন প্রভৃতি, আলোচ্য আন্দোলনগুলির সময়সারণি)

৬.৩. বিশ শতকের ভারতে উপনিবেশ বিরোধী আন্দোলনে বামপন্থী রাজনীতির অংশগ্রহণের চরিত্র, বৈশিষ্ট্য ও পর্যালোচনা

টুকরো কথা

মানবেন্দ্রনাথ রায় ও ভারতের বামপন্থী আন্দোলন

(আলোচনার বিষয়বস্তুর সঙ্গে সম্পর্কযুক্ত ও প্রাসঙ্গিক ছবি, সংবাদপত্রের প্রতিবেদন প্রভৃতি, আলোচ্য আন্দোলনগুলির সময়সারণি)

Leave a Comment