২০২৫ সালের মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষার ইতিহাস বিষয়ে সম্পূর্ণ সিলেবাসের সাজেশন্ ভিত্তিক পিডিএফ নোটস্ নেওয়ার জন্য যোগাযোগ করুণ (দাম প্রতি ক্লাস ৯৯ টাকা)।

👉Chat on WhatsApp

অহিংস অসহযোগ আন্দোলন পর্বে শ্রমিক আন্দোলন

দশম শ্রেণীর ইতিহাস ষষ্ঠ অধ্যায়-বিশ শতকের ভারতে কৃষক, শ্রমিক ও বামপন্থী আন্দোলন: বৈশিষ্ট্য ও পর্যালোচনা হতে অহিংস অসহযোগ আন্দোলন পর্বে শ্রমিক আন্দোলনের বর্ণনা দেওয়া হল।

Table of Contents

অহিংস অসহযোগ আন্দোলন পর্বে শ্রমিক আন্দোলন

প্রশ্ন:- অহিংস অসহযোগ আন্দোলন পর্বে শ্রমিক আন্দোলন সম্বন্ধে যা জান লেখো।

ভূমিকা:- গান্ধিজির নেতৃত্বে কংগ্রেস দল ১৯২০ খ্রিস্টাব্দে অহিংস অসহযোগ আন্দোলন শুরু করে। সমাজের সর্বস্তরের মানুষের যোগদানে এই আন্দোলন শীঘ্রই গণ আন্দোলনে পরিণত হয়। এই আন্দোলন পর্বে শ্রমিকশ্রেণির আন্দোলন বিশেষ উল্লেখযোগ্য ছিল।

শ্রমিক আন্দোলনের কারণ

প্রথম বিশ্বযুদ্ধের সময় শ্রমিকদের উৎপাদিত বিপুল পরিমাণ শিল্পপণ্য বিক্রি করে মালিকশ্রেণি প্রচুর অর্থ উপার্জন করে। কিন্তু শ্রমিকদের কোনো বেতন বাড়েনি, কাজের সময়ও কমেনি।শ্রমিকদের কাজের সময় কমানো, বেতন বৃদ্ধি করা, শিল্পে দেশীয় উদ্যোগ বৃদ্ধি, ভারতীয়দের হাতে স্বায়ত্তশাসন প্রদান প্রভৃতি দাবিতে তারা ক্ষুদ্ধ ছিল।

নেতৃত্ব

গান্ধিজির নেতৃত্বে অসহযোগ আন্দোলন শুরু হলে বি পি ওয়াদিয়া, এম এন যোশী, ব্যোমকেশ চক্রবর্তী সহ বেশ কিছু শ্রমিক নেতা এই আন্দোলনে যোগদান করেন। গান্ধিজির ডাকে এবং শ্রমিক নেতাদের নেতৃত্বে দেশের বিভিন্ন কলকারখানার শ্রমিকরা অসহযোগ আন্দোলনে শামিল হয়।

এ. আই. টি. ইউ. সি.

অসহযোগ আন্দোলন পর্বে শ্রমিকদের ঐক্যবদ্ধ করার উদ্দেশ্যে বামপন্থী নেতারা ১৯২০ খ্রিস্টাব্দে ‘অল ইন্ডিয়া ট্রেড ইউনিয়ন কংগ্রেস’ গড়ে তোলেন। এর প্রথম সভাপতি ছিলেন লালা লাজপত রায়। এই সভার মধ্য দিয়ে সময় শ্রমিকসম্প্রদায়কে জাতীয় আন্দোলনে অংশগ্রহণের ডাক দেওয়া হয়।

ধর্মঘট

অসহযোগ আন্দোলনের সময় শ্রমিকদের উদ্যোগে সারা ভারতে প্রায় ৪৫০টি ধর্মঘট হয়। কলকাতা ও মাদ্রাজে রেল, কারখানা, রানিগঞ্জের কয়লাখনি প্রভৃতি ক্ষেত্রে শ্রমিকদের ব্যাপক ধর্মঘট অনুষ্ঠিত হয়।

ওয়ার্কার্স অ্যান্ড পেজেস্টস পার্টির ভূমিকা

১৯২২ খ্রিস্টাব্দে অসহযোগ আন্দোলন প্রত্যাহার করা হলে শ্রমিক আন্দোলনও আপাতত গতি হারায়। পরে শ্রমিকদের স্বার্থ সুরক্ষিত করার উদ্দেশ্যে ১৯২৬ খ্রিস্টাব্দে ওয়ার্কার্স অ্যান্ড পেজেন্টস পার্টি প্রতিষ্ঠিত হয়। এই পার্টি শ্রমিক-কৃষকদের বিভিন্ন দাবিদাওয়া আদায়ের উদ্দেশ্যে শ্রমিক আন্দোলনে অংশগ্রহণ করে।

উপসংহার :- ১৯২২ খ্রিস্টাব্দের অহিংস অসহযোগ আন্দোলনে শ্রমিকশ্রেণি উল্লেখযোগ্য ভূমিকা পালন করে। গান্ধিজির অহিংস আদর্শে পরিচালিত হয়ে শ্রমিক শ্রেণি আন্দোলন শুরু করে। দ্রুত এই আন্দোলন দেশের বিভিন্ন কলকারখানায় ছড়িয়ে পড়ে।

দশম শ্রেণীর ইতিহাস (ষষ্ঠ অধ্যায়) বিশ শতকের ভারতে কৃষক, শ্রমিক ও বামপন্থী আন্দোলন: বৈশিষ্ট্য ও পর্যালোচনা হতে অন্যান্য সংক্ষিপ্ত রচনাধর্মী প্রশ্ন উত্তর

দশম শ্রেণী ইতিহাস সিলেবাস ষষ্ঠ অধ্যায়- বিশ শতকের ভারতে কৃষক, শ্রমিক ও বামপন্থী আন্দোলন: বৈশিষ্ট্য ও পর্যালোচনা হতে অন্যান্য সংক্ষিপ্ত রচনাধর্মী প্রশ্ন উত্তরগুলি দেওয়া হল।

৬.১. বিশ শতকের ভারতে কৃষক আন্দোলনের সঙ্গে জাতীয় কংগ্রেস ও বামপন্থী রাজনীতির সংযোগ :

(৬.১.ক.) বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলন

(৬.১.খ.) অহিংস অসহযোগ আন্দোলন

(৬.১.গ.) আইন অমান্য আন্দোলন

(৬.১.ঘ.) ভারত ছাড়ো আন্দোলন

(৬.১.ঙ.) একা আন্দোলন

(৬.১.চ.) বারদৌলি সত্যাগ্রহ

(আলোচনার বিষয়বস্তুর সঙ্গে সম্পর্কযুক্ত ও প্রাসঙ্গিক ছবি, সংবাদপত্রের প্রতিবেদন প্রভৃতি, আলোচ্য আন্দোলনগুলির সময়সারণি)

৬.২. বিশ শতকে ভারতে শ্রমিক আন্দোলনের সঙ্গে জাতীয় কংগ্রেস ও বামপন্থী রাজনীতির সংযোগ :

(৬.২.ক.) বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলন

(৬.২.খ.) অহিংস অসহযোগ আন্দোলন

(৬.২.গ.) আইন অমান্য আন্দোলন

(৬.২.ঘ.) ভারত ছাড়ো আন্দোলন

(৬.২.ঙ.) ওয়ার্কার্স অ্যান্ড পেজেন্টস্ পার্টি

(আলোচনার বিষয়বস্তুর সঙ্গে সম্পর্কযুক্ত ও প্রাসঙ্গিক ছবি, সংবাদপত্রের প্রতিবেদন প্রভৃতি, আলোচ্য আন্দোলনগুলির সময়সারণি)

৬.৩. বিশ শতকের ভারতে উপনিবেশ বিরোধী আন্দোলনে বামপন্থী রাজনীতির অংশগ্রহণের চরিত্র, বৈশিষ্ট্য ও পর্যালোচনা

টুকরো কথা

মানবেন্দ্রনাথ রায় ও ভারতের বামপন্থী আন্দোলন

(আলোচনার বিষয়বস্তুর সঙ্গে সম্পর্কযুক্ত ও প্রাসঙ্গিক ছবি, সংবাদপত্রের প্রতিবেদন প্রভৃতি, আলোচ্য আন্দোলনগুলির সময়সারণি)

Leave a Comment