২০২৫ সালের মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষার ইতিহাস বিষয়ে সম্পূর্ণ সিলেবাসের সাজেশন্ ভিত্তিক পিডিএফ নোটস্ নেওয়ার জন্য যোগাযোগ করুণ (দাম প্রতি ক্লাস ৯৯ টাকা)।

👉Chat on WhatsApp

এপার বাংলার চলচ্চিত্রে কীভাবে দেশভাগ ও উদ্বাস্তু জীবনের যন্ত্রণা ফুটে উঠেছে?

দশম শ্রেণীর ইতিহাস অষ্টম অধ্যায়-উত্তর-ঔপনিবেশিক ভারত: বিশ শতকের দ্বিতীয় পর্ব (১৯৪৭-১৯৬৪) হতে এপার বাংলার চলচ্চিত্রে কীভাবে দেশভাগ ও উদ্বাস্তু জীবনের যন্ত্রণা ফুটে উঠেছে তা আলোচনা করা হল।

Table of Contents

এপার বাংলার চলচ্চিত্রে কীভাবে দেশভাগ ও উদ্বাস্তু জীবনের যন্ত্রণা ফুটে উঠেছে?

প্রশ্ন:- এপার বাংলার চলচ্চিত্রে কীভাবে দেশভাগ ও উদ্বাস্তু জীবনের যন্ত্রণা ফুটে উঠেছে?

ভূমিকা :- দেশভাগের পরবর্তীকালে পশ্চিমবঙ্গ ও পূর্ববঙ্গের বিভিন্ন চলচ্চিত্রে দেশভাগ, দাঙ্গা, দেশত্যাগ ও উদবাস্তু জীবনের নানা কাহিনি ফুটে উঠেছে।

উল্লেখযোগ্য বাংলা চলচ্চিত্র

দেশভাগ ও উদবাস্তুদের দেশত্যাগ সম্পর্কিত কয়েকটি উল্লেখযোগ্য বাংলা চলচ্চিত্র হল ঋত্বিক ঘটকের ‘মেঘে ঢাকা তারা’, ‘সুবর্ণরেখা’, ‘কোমল গান্ধার’, ‘নাগরিক’ নিমাই ঘোষের ‘ছিন্নমূল’, সত্যজিৎ রায়ের ‘মহানগর’ প্রভৃতি। সম্প্রতি সৃজিত মুখোপাধ্যায়ের ‘রাজকাহিনি’ ছবিতেও উঠে এসেছে সেই দেশভাগ, দাঙ্গার কাহিনি।

কলোনি প্রতিষ্ঠা

দেশভাগ, পূর্ববঙ্গের বিপুল সংখ্যক মানুষের দেশত্যাগ, এপার বাংলায় এসে জীবনধারণের জন্য সীমাহীন লড়াই ও পরিশ্রম করে নতুন নতুন উদ্বাস্তু কলোনি প্রতিষ্ঠা করা প্রভৃতি ঋত্বিক ঘটকের বিভিন্ন চলচ্চিত্রে প্রর্দশিত হয়েছে।

বিচ্ছেদের বেদনা

বিভিন্ন চলচ্চিত্রে ফুটে উঠেছে দেশভাগের ফলে সৃষ্ট তীব্র জীবনযন্ত্রণা। উদবাস্তু হয়ে দেশত্যাগের সময় সীমাহীন দুর্ভোগ, মাকে হারিয়ে দিশাহারা বালক, বহুকাল পর সেই বালক যখন যুবকে পরিণত তখন তার বৃদ্ধা মাকে খুঁজে পাওয়া, প্রভৃতির মতো অসংখ্য টুকরো টুকরো উদবাস্তু জীবনের ঘটনা বিভিন্ন চলচ্চিত্রে স্থান পেয়েছে।

দণ্ডকারণ্য যাত্রা

বাংলার উদবাস্তুদের দণ্ডকারণ্যে পাঠানোর মর্মান্তিক কাহিনিও স্থান পেয়েছে চলচ্চিত্রে। ঋত্বিক ঘটক তাঁর চলচ্চিত্রে তুলে ধরেছেন উদবাস্তুদের জন্য দন্ডকারণ্যগামী স্পেশাল ট্রেন ধলভূমগড় স্টেশনে দাঁড় করিয়ে ট্রেন থেকে জনৈক বৃদ্ধার মৃতদেহ নামিয়ে দেওয়ার দৃশ্য।

উপসংহার :- এপার বাংলায় যে পরিমাণ উদবাস্তু আশ্রয় নিয়েছে তার দৃষ্টান্ত বিশ্ব ইতিহাসে বিরল। এই ব্যাপকতাকে গুরুত্ব দিয়ে বাংলা চলচ্চিত্রে দেশভাগ ও উদ্বাস্তু জীবন যতটা ব্যাপকতায় ফুটিয়ে তোলা দরকার ছিল, ততটা হয়নি বলে অনেকেই সমালোচনা করেন।

দশম শ্রেণী ইতিহাস সিলেবাস অষ্টম অধ্যায়: উত্তর-ঔপনিবেশিক ভারত: বিশ শতকের দ্বিতীয় পর্ব (১৯৪৭-১৯৬৪)

৮.১. দেশীয় রাজ্যগুলির ভারত-ভুক্তির উদ্যোগ ও বিতর্ক

(১৯৪৭ এবং ১৯৬৪ খ্রিস্টাব্দের দুটি মানচিত্র ব্যবহার করে আলোচ্য পরিপ্রেক্ষিতে ভারত রাষ্ট্রের পরিবর্তিত আন্তঃ ও বহির্সীমানা চিহ্নিত করতে হবে)

টুকরো কথা

কাশ্মীর প্রসঙ্গ
হায়দ্রাবাদের অন্তর্ভুক্তি

(আলোচনার বিষয়বস্তুর সঙ্গে সম্পর্কযুক্ত ও প্রাসঙ্গিক ছবি, সংবাদপত্রের প্রতিবেদন প্রভৃতি, আলোচ্য ঘটনাগুলির সময় সারণি)

৮.২. ১৯৪৭ সালের পরবর্তী উদবাস্তু সমস্যা সমাধানের উদ্যোগ ও বিতর্ক

(৮.২.ক.) উদ্বাস্তু সমস্যার সমাধান ও বিতর্ক
(৮.২.খ.) আত্মজীবনী ও স্মৃতিকথায় দেশভাগ

(আলোচনার বিষয়বস্তুর সঙ্গে সম্পর্কযুক্ত ও প্রাসঙ্গিক ছবি, সংবাদপত্রের প্রতিবেদন প্রভৃতি, আলোচ্য ঘটনাগুলির সময়সারণি)

৮.৩. ভাষার ভিত্তিতে ভারতে রাজ্য পুনর্গঠনের উদ্যোগ ও বিতর্ক

(১৯৪৮ এবং ১৯৬৪ খ্রিস্টাব্দের দুটি মানচিত্র ব্যবহার করে আলোচ্য পরিপ্রেক্ষিতে ভারত রাষ্ট্রের পরিবর্তিত আন্তঃমানচিত্র চিহ্নিত করতে হবে)

টুকরো কথা

রাজ্য পুনর্গঠন কমিশন ও আইন (১৯৫৫-১৯৫৬)

সংবিধানে স্বীকৃত ভাষাসমূহ (১৯৬৪ পর্যন্ত)

(আলোচনার বিষয়বস্তুর সঙ্গে সম্পর্কযুক্ত ও প্রাসঙ্গিক ছবি, সংবাদপত্রের প্রতিবেদন প্রভৃতি, আলোচ্য ঘটনাগুলির সময়সারণি)

Leave a Comment