২০২৫ সালের মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষার ইতিহাস বিষয়ে সম্পূর্ণ সিলেবাসের সাজেশন্ ভিত্তিক পিডিএফ নোটস্ নেওয়ার জন্য যোগাযোগ করুণ (দাম প্রতি ক্লাস ৯৯ টাকা)।

👉Chat on WhatsApp

ভারতের অন্তর্ভুক্ত হওয়ার আগে হায়দ্রাবাদ রাজ্যের রাজনৈতিক গতিপ্রকৃতি উল্লেখ করো

দশম শ্রেণীর ইতিহাস অষ্টম অধ্যায়-উত্তর-ঔপনিবেশিক ভারত: বিশ শতকের দ্বিতীয় পর্ব (১৯৪৭-১৯৬৪) হতে ভারতের অন্তর্ভুক্ত হওয়ার আগে হায়দ্রাবাদ রাজ্যের রাজনৈতিক গতিপ্রকৃতি উল্লেখ করা হল।

Table of Contents

ভারতের অন্তর্ভুক্ত হওয়ার আগে হায়দ্রাবাদ রাজ্যের রাজনৈতিক গতিপ্রকৃতি উল্লেখ করো

প্রশ্ন:- ভারতের অন্তর্ভুক্ত হওয়ার আগে হায়দ্রাবাদ রাজ্যের রাজনৈতিক গতিপ্রকৃতি উল্লেখ করো।

ভূমিকা:- ‘ভারতীয় স্বাধীনতা আইন’-এর দ্বারা ভারতীয় ভূখণ্ডে অবস্থিত দেশীয় রাজ্যগুলি নিজেদের ইচ্ছানুসারে ভারত বা পাকিস্তানে যোগদানের অথবা নিজেদের স্বাধীন অস্তিত্ব বজায় রাখার অধিকার পায়। এই অবস্থায় ভারতের সর্ববৃহৎ দেশীয় রাজ্য হায়দ্রাবাদের ভবিষ্যৎ কী হবে তা নিয়ে স্বাধীনতা লাভের আগে থেকেই ভারত ও হায়দ্রাবাদের মধ্যে টানাপোড়েন চলতে থাকে।

তেলেঙ্গানা বিদ্রোহ

হায়দ্রাবাদ রাজ্যের তেলেঙ্গানা অঞ্চলের কৃষকরা ১৯৪৬ খ্রিস্টাব্দে তেলেঙ্গানা বিদ্রোহ শুরু করলে কাশিম রিজভির নেতৃত্বে মুসলিম রাজাকার বাহিনী তেলেঙ্গানার গ্রামে গ্রামে চরম অত্যাচার চালাতে থাকে।

রাজনৈতিক দলের ভূমিকা

ভারতের জাতীয় কংগ্রেসের হায়দ্রাবাদ শাখা হায়দ্রাবাদের ভারতভুক্তির দাবিতে তীব্র আন্দোলন গড়ে তোলে। কমিউনিস্ট দলগুলি প্রথমদিকে কংগ্রেসের পক্ষে থাকলেও হায়দ্রাবাদের ভারতভুক্তির বিষয়ে তারা কংগ্রেসের বিরোধিতা করে।

স্বাধীনতা রক্ষার প্রয়াস

হায়দ্রাবাদ নিজের স্বাধীন অস্তিত্ব বজায় রাখার উদ্দেশ্যে রাজ্যের ভেতরে এবং ভারতের সীমান্ত অঞ্চলে হিন্দুদের ওপর ক্রমাগত অত্যাচার চালাতে থাকে। নিজাম পাকিস্তান থেকে অস্ত্র আমদানি করে এবং ভারতের বিরুদ্ধে জাতিপুঞ্জে অভিযোগ জানিয়ে পরিস্থিতিকে জটিল করে তোলেন।

পারস্পরিক অভিযোগ

অবশেষে ভারত ও হায়দ্রাবাদের মধ্যে স্থিতাবস্থা চুক্তি স্বাক্ষরিত হয়। কিন্তু হায়দ্রাবাদ বারবার এই চুক্তি লঙ্ঘন করে বলে ভারত অভিযোগ জানায়। অন্যদিকে ভারতের বিরুদ্ধে হায়দ্রাবাদও অর্থনৈতিক অবরোধের অভিযোগ তোলে।

ভারতের অভিযান

ভারত ১৯৪৮ খ্রিস্টাব্দে ১৩ সেপ্টেম্বর হায়দ্রাবাদে অভিযান শুরু করে। পরাজিত হায়দ্রাবাদ ভারতে যোগদানে বাধ্য হয়।

উপসংহার:- স্বাধীনতার প্রাকমুহূর্তে হায়দ্রাবাদের কমিউনিস্টদের নেতৃত্বে তেলেঙ্গানা বিদ্রোহ, হায়দ্রাবাদের ভারতভুক্তির দাবিতে কংগ্রেসের সত্যাগ্রহ আন্দোলন, নিজামের উদ্যোগে হায়দ্রাবাদের স্বাধীন অস্তিত্ব বজায় রাখার চেষ্টা প্রভৃতি বহুমুখী ধারা হায়দ্রাবাদের পরিস্থিতিকে জটিল করে তুলেছিল। ভারত সামরিক অভিযান চালিয়ে হায়দ্রাবাদকে ভারতভুক্ত করলে সেই জটিলতার নিরসন হয়।

দশম শ্রেণী ইতিহাস সিলেবাস অষ্টম অধ্যায়: উত্তর-ঔপনিবেশিক ভারত: বিশ শতকের দ্বিতীয় পর্ব (১৯৪৭-১৯৬৪)

৮.১. দেশীয় রাজ্যগুলির ভারত-ভুক্তির উদ্যোগ ও বিতর্ক

(১৯৪৭ এবং ১৯৬৪ খ্রিস্টাব্দের দুটি মানচিত্র ব্যবহার করে আলোচ্য পরিপ্রেক্ষিতে ভারত রাষ্ট্রের পরিবর্তিত আন্তঃ ও বহির্সীমানা চিহ্নিত করতে হবে)

টুকরো কথা

কাশ্মীর প্রসঙ্গ
হায়দ্রাবাদের অন্তর্ভুক্তি

(আলোচনার বিষয়বস্তুর সঙ্গে সম্পর্কযুক্ত ও প্রাসঙ্গিক ছবি, সংবাদপত্রের প্রতিবেদন প্রভৃতি, আলোচ্য ঘটনাগুলির সময় সারণি)

৮.২. ১৯৪৭ সালের পরবর্তী উদবাস্তু সমস্যা সমাধানের উদ্যোগ ও বিতর্ক

(৮.২.ক.) উদ্বাস্তু সমস্যার সমাধান ও বিতর্ক
(৮.২.খ.) আত্মজীবনী ও স্মৃতিকথায় দেশভাগ

(আলোচনার বিষয়বস্তুর সঙ্গে সম্পর্কযুক্ত ও প্রাসঙ্গিক ছবি, সংবাদপত্রের প্রতিবেদন প্রভৃতি, আলোচ্য ঘটনাগুলির সময়সারণি)

৮.৩. ভাষার ভিত্তিতে ভারতে রাজ্য পুনর্গঠনের উদ্যোগ ও বিতর্ক

(১৯৪৮ এবং ১৯৬৪ খ্রিস্টাব্দের দুটি মানচিত্র ব্যবহার করে আলোচ্য পরিপ্রেক্ষিতে ভারত রাষ্ট্রের পরিবর্তিত আন্তঃমানচিত্র চিহ্নিত করতে হবে)

টুকরো কথা

রাজ্য পুনর্গঠন কমিশন ও আইন (১৯৫৫-১৯৫৬)

সংবিধানে স্বীকৃত ভাষাসমূহ (১৯৬৪ পর্যন্ত)

(আলোচনার বিষয়বস্তুর সঙ্গে সম্পর্কযুক্ত ও প্রাসঙ্গিক ছবি, সংবাদপত্রের প্রতিবেদন প্রভৃতি, আলোচ্য ঘটনাগুলির সময়সারণি)

Leave a Comment