২০২৫ সালের মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষার ইতিহাস বিষয়ে সম্পূর্ণ সিলেবাসের সাজেশন্ ভিত্তিক পিডিএফ নোটস্ নেওয়ার জন্য যোগাযোগ করুণ (দাম প্রতি ক্লাস ৯৯ টাকা)।

👉Chat on WhatsApp

দেশীয় রাজ্যগুলির ভারতভুক্তির বিষয়ে লর্ড মাউন্টব্যাটেনের ভূমিকা কি ছিল?

দশম শ্রেণীর ইতিহাস অষ্টম অধ্যায়-উত্তর-ঔপনিবেশিক ভারত: বিশ শতকের দ্বিতীয় পর্ব (১৯৪৭-১৯৬৪) হতে দেশীয় রাজ্যগুলির ভারতভুক্তির বিষয়ে লর্ড মাউন্টব্যাটেনের ভূমিকা কি ছিল তা আলোচনা করা হল।

শ্রেণী দশম
অধ্যায়অষ্টম অধ্যায়
Question Typeবড় প্রশ্ন
Marks8

Table of Contents

দেশীয় রাজ্যগুলির ভারতভুক্তির বিষয়ে লর্ড মাউন্টব্যাটেনের ভূমিকা কি ছিল

প্রশ্ন:- দেশীয় রাজ্যগুলির ভারতভুক্তির বিষয়ে লর্ড মাউন্টব্যাটেনের ভূমিকা কি ছিল?

ভূমিকা :- ভারতের স্বাধীনতা লাভের আগে থেকেই তৎকালীন বড়োলাট লর্ড মাউন্টব্যাটেন ভারতের দেশীয় রাজ্যগুলিকে ভারতের অন্তর্ভুক্ত করার বিষয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।

দেশীয় শাসকদের সঙ্গে ঘনিষ্ঠতা

ভারতের ব্রিটিশ শাসক মাউন্টব্যাটেনের সঙ্গে দেশীয় রাজাদের বন্ধুত্ব এবং ব্যক্তিগত ঘনিষ্ঠতা ছিল। এই ঘনিষ্ঠতাকে তিনি দেশীয় রাজ্যগুলির ভারতভুক্তির ক্ষেত্রে কাজে লাগান।

ব্রিটিশ সরকারের নীতি

মাউন্টব্যাটেন দেশীয় রাজ্যগুলিকে জানিয়ে দেন যে, ব্রিটিশ সরকার কোনো দেশীয় রাজ্যকে স্বাধীন রাষ্ট্রের মর্যাদা দেবে না বা ব্রিটিশ কমনওয়েলথ-এর অন্তর্ভুক্ত করবে না। অর্থাৎ কোনো দেশীয় রাজ্য ভারত বা পাকিস্তানে যোগ না দিলে সেই রাজ্যের সঙ্গে ব্রিটিশ সাম্রাজ্যের যাবতীয় সম্পর্ক ছিন্ন থাকবে।

অর্থনৈতিক ক্ষতি সম্বন্ধীয় বক্তব্য

মাউন্টব্যাটেন বলেন যে, ভারতীয় উপমহাদেশ ইতিপূর্বে একটি অখণ্ড অর্থনৈতিক অঞ্চল ছিল। দেশীয় রাজ্যগুলি ভারতে যোগ না দিলে এই অখণ্ড সম্পর্ক ভেঙে যাবে এবং দেশীয় রাজ্যগুলি ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হবে।

সম্ভাব্য সমস্যা সম্পর্কে সতর্কবাণী

মাউন্টব্যাটেন দেশীয় রাজ্যগুলিকে জানান যে, তারা নিজেদের স্বাধীনতা রক্ষা করার চেষ্টা করলে সেখানে সাম্প্রদায়িক দাঙ্গা শুরু হবে এবং সাম্যবাদী আন্দোলনের প্রসার ঘটবে।

উপসংহার :- মাউন্টব্যাটেন দেশীয় রাজ্যের শাসকদের প্রতিশ্রুতি দেন যে, তিনি ভারতে যোগদানকারী দেশীয় রাজ্যগুলির নেতাদের দেওয়া প্রতিশ্রুতিগুলি রক্ষা করবেন। কারণ, ১৯৪৮ খ্রিস্টাব্দ পর্যন্ত তিনি ভারতে কর্মরত থাকবেন।

দশম শ্রেণীর ইতিহাস (অষ্টম অধ্যায়) উত্তর-ঔপনিবেশিক ভারত: বিশ শতকের দ্বিতীয় পর্ব (১৯৪৭-১৯৬৪) হতে অন্যান্য সংক্ষিপ্ত রচনাধর্মী প্রশ্ন উত্তর

দশম শ্রেণী ইতিহাস সিলেবাস অষ্টম অধ্যায়- উত্তর-ঔপনিবেশিক ভারত: বিশ শতকের দ্বিতীয় পর্ব (১৯৪৭-১৯৬৪) হতে অন্যান্য সংক্ষিপ্ত রচনাধর্মী প্রশ্ন উত্তরগুলি দেওয়া হল।

দশম শ্রেণী ইতিহাস সিলেবাস অষ্টম অধ্যায়: উত্তর-ঔপনিবেশিক ভারত: বিশ শতকের দ্বিতীয় পর্ব (১৯৪৭-১৯৬৪)

৮.১. দেশীয় রাজ্যগুলির ভারত-ভুক্তির উদ্যোগ ও বিতর্ক

(১৯৪৭ এবং ১৯৬৪ খ্রিস্টাব্দের দুটি মানচিত্র ব্যবহার করে আলোচ্য পরিপ্রেক্ষিতে ভারত রাষ্ট্রের পরিবর্তিত আন্তঃ ও বহির্সীমানা চিহ্নিত করতে হবে)

টুকরো কথা

কাশ্মীর প্রসঙ্গ
হায়দ্রাবাদের অন্তর্ভুক্তি

(আলোচনার বিষয়বস্তুর সঙ্গে সম্পর্কযুক্ত ও প্রাসঙ্গিক ছবি, সংবাদপত্রের প্রতিবেদন প্রভৃতি, আলোচ্য ঘটনাগুলির সময় সারণি)

৮.২. ১৯৪৭ সালের পরবর্তী উদবাস্তু সমস্যা সমাধানের উদ্যোগ ও বিতর্ক

(৮.২.ক.) উদ্বাস্তু সমস্যার সমাধান ও বিতর্ক
(৮.২.খ.) আত্মজীবনী ও স্মৃতিকথায় দেশভাগ

(আলোচনার বিষয়বস্তুর সঙ্গে সম্পর্কযুক্ত ও প্রাসঙ্গিক ছবি, সংবাদপত্রের প্রতিবেদন প্রভৃতি, আলোচ্য ঘটনাগুলির সময়সারণি)

৮.৩. ভাষার ভিত্তিতে ভারতে রাজ্য পুনর্গঠনের উদ্যোগ ও বিতর্ক

(১৯৪৮ এবং ১৯৬৪ খ্রিস্টাব্দের দুটি মানচিত্র ব্যবহার করে আলোচ্য পরিপ্রেক্ষিতে ভারত রাষ্ট্রের পরিবর্তিত আন্তঃমানচিত্র চিহ্নিত করতে হবে)

টুকরো কথা

রাজ্য পুনর্গঠন কমিশন ও আইন (১৯৫৫-১৯৫৬)

সংবিধানে স্বীকৃত ভাষাসমূহ (১৯৬৪ পর্যন্ত)

(আলোচনার বিষয়বস্তুর সঙ্গে সম্পর্কযুক্ত ও প্রাসঙ্গিক ছবি, সংবাদপত্রের প্রতিবেদন প্রভৃতি, আলোচ্য ঘটনাগুলির সময়সারণি)

Leave a Comment