২০২৫ সালের মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষার ইতিহাস বিষয়ে সম্পূর্ণ সিলেবাসের সাজেশন্ ভিত্তিক পিডিএফ নোটস্ নেওয়ার জন্য যোগাযোগ করুণ (দাম প্রতি ক্লাস ৯৯ টাকা)।

👉Chat on WhatsApp

HS History Question Paper 2017

পশ্চিমবঙ্গ উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের HS History Question Paper 2017, উচ্চমাধ্যমিক দ্বাদশ শ্রেণীর ইতিহাস প্রশ্নপত্র ২০১৭, Class 12 History Question Paper 2017, Class XII History Question Paper 2017 আমরা শিক্ষার্থীদের জন্য তুলে ধরলাম।

আপনি যদি উচ্চমাধ্যমিক দ্বাদশ শ্রেণীর ইতিহাসের সম্পূর্ণ নোট্সের পিডিএফ, HS History Suggestion 2025, উচ্চমাধ্যমিক ইতিহাস বৈকল্পিক প্রশ্ন উত্তর সাজেশন 2025 এবং উচ্চ মাধ্যমিক ইতিহাস ছোটো প্রশ্ন উত্তর সাজেশন 2025 দেখতে চান তাহলে নিচের লিংকগুলিতে ক্লিক করুণ।

HS History Question Paper 2017 (উচ্চমাধ্যমিক দ্বাদশ শ্রেণীর ইতিহাস প্রশ্নপত্র ২০১৭)

Part-A

1. যে-কোনো পাঁচটি প্রশ্নের উত্তর দাও (প্রতিটি বিভাগ থেকে ন্যূনতম দুটি প্রশ্নের উত্তর আবশ্যক)

বিভাগ-ক

i. পেশাদারি ইতিহাস বলতে কী বোঝায় ? অপেশাদারি ইতিহাসের সঙ্গে পেশাদারি ইতিহাসের পার্থক্য কী ?

ii. উপনিবেশবাদ ও সাম্রাজ্যবাদ বিষয়ে হবসন-লেনিন তত্ত্ব আলোচনা করো।

iii. ক্যান্টন বাণিজ্যের বৈশিষ্ট্যগুলি কী ছিল? এই বাণিজ্যের অবসান কেন হয়?

অথবা, আলিগড় আন্দোলনের একটি সংক্ষিপ্ত বিবরণ দাও।

iv. ব্রিটিশ শাসনকালে আদিবাসী ও দলিত সম্প্রদায়ের বিবরণ দাও।

বিভাগ-খ

v. মন্টেগু-চেমসফোর্ড সংস্কারের (1919) বৈশিষ্ট্যগুলি লেখো। এই আইনের ত্রুটিগুলি আলোচনা করো।

vi. ভারত ছাড়ো আন্দোলনের ঐতিহাসিক তাৎপর্য ব্যাখ্যা করো। এই আন্দোলনে মহিলাদের অংশগ্রহণ সম্পর্কে আলোচনা করো।

vii. ট্রুম্যান নীতি কী? মার্শাল পরিকল্পনার উদ্দেশ্যগুলি কী ছিল?

অথবা, কিউবার ক্ষেপণাস্ত্র সংকটের সংক্ষিপ্ত পরিচয় দাও।

viii. স্বাধীন ভারতের প্রথম তিনটি পত্রবার্ষিকী পরিকল্পনার লক্ষ্য ও গুরুত্ব আলোচনা করো।

Part – B

1. বিকল্প উত্তরগুলির মধ্যে থেকে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো :

i. বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানের প্রধানমন্ত্রী কে ছিলেন?

  • (a) মহম্মদ আলি জিন্নাহ
  • (b) জুলফিকার আলি ভুট্টো,
  • (c) ইয়াহিয়া খান
  • (d) নুরুল আমিন

উত্তর:- (d) নুরুল আমিন।

ii. ভারতের পরিকল্পনা কমিশন কবে গঠিত হয়েছিল? –

  • (a) 1950 খ্রিস্টাব্দে
  • (b) 1951 খ্রিস্টাব্দে
  • (c) 1952 খ্রিস্টাব্দে
  • (d) 1953 খ্রিস্টাব্দে

উত্তর:- (a) 1950 খ্রিস্টাব্দে

iii. ‘মিথ’ শব্দটি এসেছে মিথোস’ থেকে যেটি একটি –

  • (a) গ্রিক শব্দ
  • (b) রোমান শব্দ
  • (c) লাতিন শব্দ
  • (d) জার্মান শব্দ

উত্তর:- (a) গ্রিক শব্দ।

iv. ‘জীবনের জলসাঘরে’ কার আত্মজীবনী?

  • (a) দক্ষিণারঞ্জন বসু
  • (b) মণিকুন্তলা সেন
  • (c) নারায়ণ সান্যাল
  • (d) মান্না দে

উত্তর:- (d) মান্না দে।

v. SAARC-এর ধারণা কার মস্তিষ্কপ্রসূত ?

  • (a) রাজা বীরেন্দ্র
  • (b) মোরারজি দেশাই
  • (c) ইন্দিরা গান্ধি
  • (d) জিয়াউর রহমান

উত্তর:- (d) জিয়াউর রহমান।

vi. ‘নিয়ন্ত্রিত গণতন্ত্র’ ধারণাটি কোন ব্যক্তির সঙ্গে সম্পর্কিত?

  • (a) নেহরু
  • (b) হো-চি-মিন
  • (c) সুকর্ণ
  • (d) সুহার্তো

উত্তর:- (c) সুকর্ণ।

vii. যে নীতির মাধ্যমে কোনো শক্তিশালী দেশ অন্যান্য দেশে শাসন কায়েম করে তাকে বলে –

  • (a) সাম্রাজ্যবাদ
  • (b) মানবতাবাদ
  • (c) সামরিকবাদ
  • (d) জাতীয়তাবাদ

উত্তর:- (a) সাম্রাজ্যবাদ।

viii. ‘নতুন বিশ্ব’ শব্দটি প্রথম ব্যবহার করেন –

  • (a) কলম্বাস
  • (b) আমেরিগো ভেসপুচি
  • (c) এ্যাডাম স্মিথ
  • (d) স্যার ওয়ালটার র‍্যালে

উত্তর:- (b) আমেরিগো ভেসপুচি।

ix. প্রথম উপসাগরীয় যুদ্ধ কবে সংঘটিত হয়েছিল?

  • (a) 1990 খ্রিস্টাব্দে
  • (b) 1995 খ্রিস্টাব্দে
  • (c) 2000 খ্রিস্টাব্দে
  • (d) 2003 খ্রিস্টাব্দে

উত্তর:- (a) 1990 খ্রিস্টাব্দে।

x. দিয়েন বিয়েন ফু-র যুদ্ধে কে জয়ী হয়েছিল?

  • (a) ভিয়েতনাম
  • (b) ফ্রান্স
  • (c) মার্কিন যুক্তরাষ্ট্র
  • (d) কম্বোডিয়া

উত্তর:- (a) ভিয়েতনাম।

xi. ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠিত হয় –

  • (a) 1780 খ্রিস্টাব্দে
  • (b) 1818 খ্রিস্টাব্দে
  • (c) 1800 খ্রিস্টাব্দে
  • (d) 1849 খ্রিস্টাব্দে

উত্তর:- (c) 1800 খ্রিস্টাব্দে।

xii. স্তম্ভ-১ এর সঙ্গে স্তম্ভ-২ মেলাও

                  স্তম্ভ-১স্তম্ভ-২
(i) টিপু সুলতান(A) অমৃতসরের সন্ধি
(ii) রণজিৎ সিং(B) শ্রীরঙ্গপত্তমের সন্ধি
(ii) মিরকাশিম(C) বক্সারের যুদ্ধ
(iv) লর্ড ডালহৌসি(D) চিলিয়ানওয়ালার যুদ্ধ

বিকল্প:

  • (a) (i) – A, (ii) – B, (iii) – D, (iv) – C
  • (b) (i) – B, (ii) – D, (iii) – A, (iv) – C
  • (c) (i) – A, (ii) – C, (iii) – D, (iv) – B
  • (d) (i) – B, (ii) – A, (ii) – C, (iv) – D

উত্তর:- (d) (i) – B, (ii) – A, (ii) – C, (iv) – D

xiii. উত্তর-আটলান্টিক সামরিক জোট (NATO) কবে গঠিত হয়েছিল?

  • (a) 1948 খ্রিস্টাব্দে
  • (b) 1949 খ্রিস্টাব্দে
  • (c) 1950 খ্রিস্টাব্দে
  • (d) 1951 খ্রিস্টাব্দে

উত্তর:- (b) 1949 খ্রিস্টাব্দে।

xiv. জোট নিরপেক্ষ আন্দোলনের প্রধান উদ্যোক্তা ছিলেন –

  • (a) জওহরলাল নেহরু
  • (b) মার্শাল টিটো
  • (c) ড. সুকর্ণ
  • (d) গামেল আবদেল নাসের

উত্তর:- (a) জওহরলাল নেহরু।

xv. স্তম্ভ-১ এর সঙ্গে স্তম্ভ ২ মেলাও

স্তম্ভ-১স্তম্ভ ২
(i) বোগ-এর সন্ধি(A) 1843
(ii) তিয়েনসিন-এর সন্ধি(B) 1842
(iii) পিকিং-এর সন্ধি (কনভেনসন)(C) 1860
(iv) নানকিং-এর সন্ধি(D) 1858

বিকল্প:

  • (a) (i) – A, (ii) – C, (iii) – D, (iv) – B
  • (b) (i) – B, (ii) – C, (iii) – D, (iv)- A
  • (c) (i) – A, (ii) – D, (iii) – C, (iv) – B
  • (d) (i) – C, (ii) – D, (iii) – B, (iv) – A

উত্তর:- (c) (i) – A, (ii) – D, (iii) – C, (iv) – B

xvi. ‘দক্ষিণী বিদ্যাসাগর’ কাকে বলা হত? –

  • (a) বীরসালিঙ্গম পানতুলু
  • (b) শ্রী নারায়ণ গুরু,
  • (c) বিশ্বনাথ সত্যারাম
  • (d) উন্নভা লক্ষ্মীনারায়ণ

উত্তর:- (a) বীরসালিঙ্গম পানতুলু।

xvii. গুজরাটের খেরা জেলার দরিদ্র কৃষক কী নামে পরিচিত ছিল?

  • (a) হরিজন
  • (b) কুনবি
  • (c) পতিদার
  • (d) বর্গাদার

উত্তর:- (c) পতিদার।

xviii. ‘আজাদ হিন্দ সরকার’ প্রতিষ্ঠিত হয়েছিল কোথায়?

  • (a) টোকিওতে
  • (b) ব্যাংককে
  • (c) রেঙ্গুনে
  • (d) সিঙ্গাপুরে

উত্তর:- (d) সিঙ্গাপুরে।

xix. কুয়োমিনটাং-এর প্রতিষ্ঠাতা কে?

  • (a) চৌ-এন-লাই
  • (b) সান-ইয়াৎ-সেন
  • (c) চিয়াং কাই-শেক
  • (d) মাও সে-তুঙ

উত্তর:- (b) সান-ইয়াৎ-সেন।

xx. হিন্দু পাইওনিয়ার পত্রিকাটি প্রকাশ করেন –

  • (a) নব্যবঙ্গ
  • (b) প্রার্থনা সমাজ
  • (c) আর্য সমাজ
  • (d) ব্রাহ্ম সমাজ

উত্তর:- (a) নব্যবঙ্গ।

xxi. বারদৌলি সত্যাগ্রহের নেতৃত্ব কে দেন?

  • (a) রাজকুমার শুক্লা
  • (b) রাজেন্দ্র প্রসাদ
  • (c) বল্লভভাই প্যাটেল
  • (d) কল্যাণজি মেহেতা

উত্তর:- (c) বল্লভভাই প্যাটেল।

xxii. ক্রিপস মিশন যখন ভারতে এসেছিল তখন ব্রিটিশ প্রধানমন্ত্রী কে ছিলেন?

  • (a) উইনস্টন চার্চিল
  • (b) লিনলিথগো
  • (c) ক্লেমেন্ট এটলি
  • (d) স্ট্যাফোর্ড ক্লিপস

উত্তর:- (c) ক্লেমেন্ট এটলি।

xxiii. লখনউ চুক্তি কবে স্বাক্ষরিত হয়?

  • (a) 1916 খ্রিস্টাব্দে
  • (b) 1919 খ্রিস্টাব্দে
  • (c) 1906 খ্রিস্টাব্দে
  • (d) 1909 খ্রিস্টাব্দে

উত্তর:- (a) 1916 খ্রিস্টাব্দে।

xxiv. ভাইকম-এর ‘মন্দির প্রবেশ’ আন্দোলনের নেতৃত্ব কে দেন?

  • (a) ড. আম্বেদকর
  • (b) এ কে গোপালন
  • (c) জ্যোতিবা ফুলে
  • (d) কে পি কেশব মেনন

উত্তর:- (d) কে পি কেশব মেনন।

2. নিম্নলিখিত প্রশ্নগুলির সংক্ষেপে উত্তর দাও (বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়)

i. বর্ণবৈষম্য নীতি কোন দেশে বলবৎ হয়?

উত্তর:- বর্ণবৈষম্য নীতি দক্ষিণ আফ্রিকায় বলবৎ হয়।

ii. স্বাধীন ইন্দোনেশিয়ার প্রথম প্রধানমন্ত্রী কে ছিলেন?

উত্তর:- স্বাধীন ইন্দোনেশিয়ার প্রথম প্রধানমন্ত্রী ছিলেন ড. মহম্মদ হাত্তা।

অথবা, স্বাধীন ভারতের প্রথম নির্বাচন কবে হয়েছিল?

উত্তর:- স্বাধীন ভারতের প্রথম নির্বাচন হয়েছিল ১৯৫১-৫২ খ্রিস্টাব্দে।

iii. ফিদেল কাস্ত্রো কে ছিলেন?

উত্তর:- ফিদেল কাস্ত্রো ছিলেন কিউবার জাতীয়তাবাদী নেতা। তাঁর নেতৃত্বে কিউবায় একনায়কতন্ত্রী বাতিস্তা সরকারের বদলে নতুন সরকার প্রতিষ্ঠিত হয়।

iv. বার্লিন অবরোধ বলতে কী বোঝায়?

উত্তর:- সোভিয়েত ইউনিয়ন কিছু উদ্দেশ্যপূরণের লক্ষ্যে পশ্চিমি রাষ্ট্রজোটের পূর্ব বা পশ্চিম বার্লিনে প্রবেশের সড়কপথ অবরোধ করে (১৯৪৮ খ্রি. ২৪ জুন), যা বার্লিন অবরোধ নামে পরিচিত।

অথবা, বুলগানিন কে ছিলেন?

উত্তর:- বুলগানিন ছিলেন সোভিয়েত ইউনিয়নের প্রতিরক্ষা মন্ত্রী

v. কার নেতৃত্বে ঝাঁসি রেজিমেন্ট গঠিত হয়?

উত্তর:- আজাদ হিন্দ বাহিনীর ‘ঝাঁসির রানি ব্রিগেড’-এর নেতৃত্ব দেন শ্রীমতী লক্ষ্মী স্বামীনাথন।

vi. লিনলিথগো প্রস্তাব অথবা আগস্ট প্রস্তাব কবে ঘোষিত হয়?

উত্তর:- ১৯৪০ খ্রিস্টাব্দের ৮ আগস্ট লিনলিথগো প্রস্তাব অথবা আগস্ট প্রস্তাব ঘোষিত হয়।

অথবা, ক্রিপস মিশনের প্রস্তাবে গান্ধিজি কী প্রতিক্রিয়া ব্যক্ত করেন?

উত্তর:- গান্ধিজি ক্রিপস মিশনের প্রস্তাবের প্রতিক্রিয়ায় বলেন যে, “এই প্রস্তাবটি ছিল একটি ভেঙে পড়া ব্যাংকের এক আগাম তারিখের চেক কাটার শামিল” (A postdated cheque on a crashing bank)

vii. সাম্প্রদায়িক বাঁটোয়ারা নীতি কে, কখন ঘোষণা করেন?

উত্তর:- ব্রিটিশ প্রধানমন্ত্রী র‍্যামসে ম্যাকডোনাল্ড ১৯৩২ খ্রিস্টাব্দে ‘সাম্প্রদায়িক বাঁটোয়ারা নীতি’ ঘোষণা করেন।

অথবা, মুসলিম লিগের লাহোর অধিবেশনের গুরুত্ব কী?

উত্তর:- মুসলিম লিগের লাহোর অধিবেশনের পর থেকে কংগ্রেস ও মুসলিম লিগের ঐক্য বিনষ্ট হয়। এই অধিবেশনেই প্রথম পৃথক পাকিস্তানের দাবি ওঠে এবং লিগ ব্রিটিশবিরোধী আন্দোলন থেকে সরে এসে সরকারের সঙ্গে সুসম্পর্ক বজায় রেখে রাজনৈতিক দাবিদাওয়া আদায়ের চেষ্টা করে।

viii. মিরাট ষড়যন্ত্র মামলায় কতজন শ্রমিক নেতা অভিযুক্ত হন?

উত্তর:- মিরাট ষড়যন্ত্র মামলায় ৩৩ জন শ্রমিক নেতা অভিযুক্ত হন।

ix. ‘নব্যবঙ্গীয়’ কারা?

উত্তর:- উনিশ শতকে ডিরোজিওর নেতৃত্বে একদল তরুণ পুরোনো যুক্তিহীন এবং প্রচলিত হিন্দুধর্মের কুসংস্কার ও সামাজিক কুপ্রথাগুলিকে সম্পূর্ণ ভেঙে ফেলে নতুন সমাজ গঠনের লক্ষ্যে সামাজিক আন্দোলন শুরু করেন। এই তরুণরা ইয়ং বেঙ্গল বা নব্যবঙ্গ এবং তাদের আন্দোলন ‘নব্যবঙ্গ আন্দোলন’ নামে পরিচিত।

অথবা, চুক্তিবদ্ধ শ্রমিক কাদের বলা হয় ?

উত্তর:- কোনো নিয়োগকর্তার অধীনে নির্দিষ্ট বেতনের বিনিময়ে নির্দিষ্ট সময়ে কাজ করার চুক্তিতে আবদ্ধ শ্রমিকশ্রেণিকে চুক্তিবদ্ধ শ্রমিক বলা হয়। উনিশ শতকে ভারত ও চিনের বহু চুক্তিবদ্ধ শ্রমিক বিদেশে কাজ করতে যায়।

x. হিন্দু বিধবা পুনর্বিবাহ আইন কোন সালে প্রবর্তিত হয়?

উত্তর:- ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের সহায়তায় বড়োলাট লর্ড ডালহৌসি ১৮৫৬ খ্রিস্টাব্দের ২৫ জুলাই হিন্দু বিধবা পুনর্বিবাহ আইন বা বিধবাবিবাহ আইন পাস করেন।

অথবা, ‘চুইয়ে পড়া’ নীতি বলতে কী বোঝায় ?

উত্তর:- কমিটি অব পাবলিক ইনস্ট্রাকশন-এর সভাপতি মেকলে বলেন যে, ভারতে উচ্চ ও মধ্যবিত্ত শ্রেণির মধ্যে ইংরেজি শিক্ষার প্রসার ঘটলে তা মধ্যবিত্তদের মাধ্যমে ক্রমে সাধারণ জনগণের মধ্যে ছড়িয়ে পড়বে। মেকলের এই পরিকল্পিত নীতি চুইয়ে পড়া নীতি’ বা ‘ক্রমনিম্ন পরিশ্রুত নীতি’ (Downward Filtration Theory) নামে পরিচিত।

xi. একশো দিনের সংস্কার কী ছিল?

উত্তর:- চিনের সম্রাট কোয়াংসু দেশের সংস্কারকদের দাবি মেনে ১৮৯৮ খ্রিস্টাব্দে এক সংস্কার কর্মসূচি ঘোষণা করেন। এই সংস্কার-কার্য ১০০ দিন ধরে চলে বলে তা ‘একশো দিনের সংস্কার’ নামে পরিচিত।

xii. কোন আইন দ্বারা কলকাতার সুপ্রিমকোর্ট স্থাপিত হয়?

উত্তর:- ১৭৭৩ খ্রিস্টাব্দের রেগুলেটিং অ্যাক্ট অনুসারে কলকাতায় সুপ্রিম কোর্ট স্থাপিত হয়।

অথবা, তাইপিং বিদ্রোহ কবে এবং কোথায় হয়েছিল?

উত্তর:- চিনে ১৮৫০ খ্রিস্টাব্দে (১৮৫০-১৮৬৪ খ্রি.) মাঞ্চু সরকারের অপশাসন ও দুর্নীতির কারণে তাইপিং বিদ্রোহ হয়।

xiii. সর্বশেষ চার্টার আইন কবে প্রবর্তিত হয় ?

উত্তর:- সর্বশেষ চার্টার আইন প্রবর্তিত হয় ১৮৫৩ খ্রিস্টাব্দে।

অথবা, ‘পলাশির লুণ্ঠন’ বলতে কী বোঝো?

উত্তর:- পলাশির যুদ্ধে জয়লাভের পর ইস্ট ইন্ডিয়া কোম্পানি বাংলা থেকে অর্থ ও সম্পদ ইংল্যান্ডে পাচার করেছিল। ইংরেজরা সোনা, রুপো বা অন্য কোনো পণ্যসামগ্রীর বিনিময়ে এই সম্পদের নির্গমন ঘটায় নি। তাই এই ঘটনাকে অনেকে লুণ্ঠন বলে উল্লেখ করেছেন। ব্রুকস অ্যাডামস আর্থিক নির্গমনের এই ঘটনাকে ‘পলাশির লুণ্ঠন’ বা ‘Plassey Plunder’ বলে অভিহিত করেছেন।

xiv. সোশ্যাল ডারউইনবাদের প্রবক্তা কে?

উত্তর:- সোশ্যাল ডারউইনবাদের প্রবক্তা হলেন হার্বাট স্পেনসার।

xv. ‘শ্বেতাঙ্গাদের বোঝা’ বলতে কী বোঝানো হয়?

উত্তর:- ইউরোপের ঔপনিবেশিক শ্বেতাঙ্গ বাসিন্দাদের অনেকে নিজ জাতির শ্রেষ্ঠত্ব তুলে ধরতেন এবং দাবি করতেন যে, এশিয়া বা আফ্রিকার মতো পিছিয়ে পড়া কৃষ্ণাঙ্গ জাতিগুলির ‘উন্নতি’র দায়িত্ব তাদের পালন করতে হবে। শ্বেতাঙ্গদের এই মানসিকতাকে কবি রুডইয়ার্ড কিপলিং ‘শ্বেতাঙ্গদের বোঝা’ বলে অভিহিত করেছেন।

xvi. লগ্নি পুঁজি কাকে বলে?

উত্তর:- শিল্প বা বাণিজ্য থেকে অর্জিত মুনাফা তখন পুনরায় শিল্প বা বাণিজ্যে বিনিয়োগ করে আরোও মুনাফা অর্জনের উদ্যোগ নেওয়া হয়, তখন তাকে লগ্নি পুঁজি বলে।

HS History Previous Years Other Old Question Paper

Leave a Comment