২০২৫ সালের মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষার ইতিহাস বিষয়ে সম্পূর্ণ সিলেবাসের সাজেশন্ ভিত্তিক পিডিএফ নোটস্ নেওয়ার জন্য যোগাযোগ করুণ (দাম প্রতি ক্লাস ৯৯ টাকা)।

👉Chat on WhatsApp

HS History Question Paper 2018

পশ্চিমবঙ্গ উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের HS History Question Paper 2018, উচ্চমাধ্যমিক দ্বাদশ শ্রেণীর ইতিহাস প্রশ্নপত্র ২০১৮, Class 12 History Question Paper 2018, Class XII History Question Paper 2018 আমরা শিক্ষার্থীদের জন্য তুলে ধরলাম।

আপনি যদি উচ্চমাধ্যমিক দ্বাদশ শ্রেণীর ইতিহাসের সম্পূর্ণ নোট্সের পিডিএফ, HS History Suggestion 2025, উচ্চমাধ্যমিক ইতিহাস বৈকল্পিক প্রশ্ন উত্তর সাজেশন 2025 এবং উচ্চ মাধ্যমিক ইতিহাস ছোটো প্রশ্ন উত্তর সাজেশন 2025 দেখতে চান তাহলে নিচের লিংকগুলিতে ক্লিক করুণ।

HS History Question Paper 2018 (উচ্চমাধ্যমিক দ্বাদশ শ্রেণীর ইতিহাস প্রশ্নপত্র ২০১৮)

Part – A

যে কোনো পাঁচটি প্রশ্নের উত্তর দাও (প্রতিটি খণ্ড থেকে ন্যূনতম দুটি প্রশ্নের উত্তর আবশ্যক)

বিভাগ – ক

i. অতীতকে স্মরণ করার ক্ষেত্রে কিংবদন্তি বা মিথ এবং স্মৃতিকথার ভূমিকা আলোচনা কর।

ii. ঔপনিবেশিক সমাজে জাতি সংক্রান্ত প্রশ্ন ও তার প্রভাব আলোচনা কর।

iii. নানকিং-এর সন্ধি ও তিয়েনসিনের সন্ধির মূল শর্তগুলি আলোচনা কর।

অথবা, ঔপনিবেশিক ভারতে অবশিল্পায়নের কারণ ও ফলাফল ব্যাখ্যা কর।

iv. বাংলায় নবজাগরণের প্রকৃতি আলোচনা কর। এর সীমাবদ্ধতা কি ছিল?

বিভাগ –খ

v. রাওলাট আইনের উদ্দেশ্য কি ছিল? গান্ধিজি কেন এই আইনের বিরোধিতা করেছিলেন?

vi. ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামে সুভাষ চন্দ্র বসুর অবদান পর্যালোচনা কর।

vii. সুয়েজ সংকটের সংক্ষিপ্ত পরিচয় দাও।

অথবা, পূর্ব ইউরোপে সোভিয়েতীকরণের উদ্দেশ্য কি ছিল? বিভিন্ন দেশে এর কি প্রভাব পড়েছিল?

viii. অব-উপনিবেশীকরণ বলতে কী বোঝায়? এর সামাজিক, রাজনৈতিক ও অর্থনৈতিক তাৎপর্য ব্যাখ্যা কর।

Part-B

1. প্রতিটি প্রশ্নের বিকল্প উত্তরগুলির মধ্যে থেকে সঠিক উত্তরটি বেছে নিয়ে ডানদিকে নীচে প্রদত্ত বাক্সে লেখো। 1x 24=24

i. প্যাট্রিক লুমুম্বা কোন রাষ্ট্রের প্রধানমন্ত্রী ছিলেন?

  • (ক) ঘানা
  • (খ) কঙ্গো
  • (গ) মরক্কো
  • (ঘ) মালটা

উত্তর:- (খ) কঙ্গো।

ii. জেনারেল নেগুইব কোন দেশের সেনানায়ক ছিলেন?

  • (ক) মিশর
  • (খ) ইজরায়েল
  • (গ) আলজেরিয়া
  • (ঘ) লিবিয়া

উত্তর:- (ক) মিশর।

iii. স্তম্ভ -I এর সাথে স্তম্ভ-II মেলাও:

          স্তম্ভ – Iস্তম্ভ-II
(i) ম্যাক্সিম লিটভিনভ(a) ব্রিটিশ প্রধানমন্ত্রী
(ii) উইনস্টন চার্চিল(b) মার্কিন রাষ্ট্রপতি
(iii) জোসেফ স্ট্যালিন(c) রুশ পররাষ্ট্র
(iv) হ্যারি ট্রুম্যান(d) রুশ রাষ্ট্রপতি
  • (ক) [i] – (c), [ii] – (a), (iii) – (b). (iv) – (d)
  • (খ) [i] – (a), [ii] – (c), [iii] – (d), (iv) – (b)
  • (গ) (i) – (c) (ii) – (a), (iii) – (d), (iv) – (b)
  • (ঘ) (i) – (b), [ii] – (d), (iii) – (c), (iv) – (a)

উত্তর:- (গ) (i) – (c) (ii) – (a), (iii) – (d), (iv) – (b)

iv. ইন্দোনেশিয়ায় উপনিবেশ স্থাপন করে কারা?

  • (ক) ইংরেজ
  • (খ) ওলন্দাজ
  • (গ) ফরাসি
  • (ঘ) পোর্তুগিজ

উত্তর:- (খ) ওলন্দাজ।

v. মুসলিম লিগের যে অধিবেশনে পৃথক পাকিস্তান-এর দাবি তোলা হয় সেটি হল –

  • (ক) লাহোর
  • (খ) লখনউ
  • (গ) করাচি
  • (ঘ) ঢাকা

উত্তর:- (ক) লাহোর।

vi. ভারতীয় সংবিধান কার্যকরী হয় –

  • (ক) ১৯৫০ খ্রি.
  • (খ) ১৯৫১ খ্রি.
  • (গ) ১৯৫৫ খ্রি.
  • (ঘ) ১৯৬০ খ্রি.

উত্তর:- (ক) ১৯৫০ খ্রি.।

vii. মিরাট ষড়যন্ত্র মামলায় অভিযুক্ত নন –

  • (ক) এস এ ডাঙ্গে
  • (খ) মুজফ্ফর আহমেদ
  • (গ) সোমনাথ লাহিড়ী
  • (ঘ) ফিলিপ স্প্র্যাট

উত্তর:- (গ) সোমনাথ লাহিড়ী।

viii. শিমোনোসেকির সন্ধি স্বাক্ষরিত হয় –

  • (ক) ১৮৯৪ এ
  • (খ) ১৮৯৫ এ
  • (গ) ১৮৯৬ এ
  • (ঘ) ১৮৯৭ এ

উত্তর:- (খ) ১৮৯৫ এ।

ix. বোর্ড অব রেভিনিউ গঠন করেন –

  • (ক) লর্ড লিটন
  • (খ) লর্ড রিপন
  • (গ) লর্ড কর্ণওয়ারিশ
  • (ঘ) ওয়ারেন হেস্টিংস

উত্তর:- (ঘ) ওয়ারেন হেস্টিংস।

x. বক্সারের যুদ্ধে কে জড়িত ছিলেন না?

  • (ক) সিরাজ উদদৌলা
  • (খ) মিরকাশিম
  • (গ) দ্বিতীয় শাহ আলম
  • (ঘ) সুজা-উদদৌলা

উত্তর:- (ক) সিরাজ উদদৌলা।

xi. ভাস্কো ডা গামা ভারতের কোন বন্দরে প্রথম পদার্পণ করেন?

  • (ক) দমন
  • (খ) গোয়া
  • (গ) কালিকট
  • (ঘ) কোচিন

উত্তর:- (গ) কালিকট।

xii. “ইতিহাস একটি বিজ্ঞান-এর বেশিও নয়, কমও নয় – কার উক্তি?

  • (ক) রাঙ্কে
  • (খ) ই এইচ কার
  • (গ) জেমস মিল
  • (ঘ) বিউরি

উত্তর:- (ঘ) বিউরি।

xiii. ভারতীয় পরিকল্পনা কমিশনের মূল রূপকার কে ছিলেন?

  • (ক) জওহরলাল নেহরু
  • (খ) প্রশান্তচন্দ্র মহলানবিশ
  • (গ) বল্লভভাই প্যাটেল
  • (ঘ) মেঘনাদ সাহা

উত্তর:- (ক) জওহরলাল নেহরু।

xiv. ১৯৫১ খ্রি. প্রথম ইন্ডিয়ান ইন্সটিটিউট অব টেকনোলজি স্থাপিত হয় –

  • (ক) শিবপুরে
  • (খ) কানপুরে
  • (গ) খড়গপুরে
  • (ঘ) যাদবপুরে

উত্তর:- (গ) খড়গপুরে।

xv. মাইলাই ঘটনাটি ঘটেছিল –

  • (ক) জাপানে
  • (খ) চীনে
  • (গ) কোরিয়ায়
  • (ঘ) ভিয়েতনামে

উত্তর:- (ঘ) ভিয়েতনামে।

xvi. ফুলটন বক্তৃতা দিয়েছিলেন –

  • (ক) চার্চিল
  • (খ) রুজভেল্ট
  • (গ) স্ট্যালিন
  • (ঘ) কেন্নান

উত্তর:- (ক) চার্চিল।

xvii. ভারতের স্বাধীনতা আইন পাস হয় –

  • (ক) ১৯৪৬-এর ৪ জুলাই
  • (খ) ১৯৪৬-এর ১৪ আগস্ট
  • (গ) ১৯৪৭-এর ৪ জুলাই
  • (ঘ) ১৯৪৭-এর ১৪ আগস্ট

উত্তর:- (গ) ১৯৪৭-এর ৪ জুলাই।

xviii. Now or Never’ শীর্ষক পুস্তিকাটি লেখেন –

  • (ক) আগা খান
  • (খ) মহম্মদ আলি জিন্নাহ
  • (গ) বাল গঙ্গাধর তিলক
  • (ঘ) চৌধুরি রহমত আলি

উত্তর:- (ঘ) চৌধুরি রহমত আলি।

xix. ত্রিপুরি কংগ্রেসে সুভাষচন্দ্র বোস-এর প্রতিদ্বন্দ্বী ছিলেন –

  • (ক) গোবিন্দ বল্লভ পন্থ
  • (খ) চক্রবর্তী রাজাগোপালাচারী
  • (গ) পট্টভি সীতারামাইয়া
  • (ঘ) জওহরলাল নেহরু

উত্তর:- (গ) পট্টভি সীতারামাইয়া।

xx. সত্যশোধক সভা প্রতিষ্ঠা করেন –

  • (ক) দয়ানন্দ সরস্বতী
  • (খ) কেশবচন্দ্র সেন
  • (গ) জ্যোতিবা ফুলে
  • (ঘ) রামমোহন রায়

উত্তর:- (গ) জ্যোতিবা ফুলে।

xxi. ‘শ্রীরামপুর ত্রয়ী’ নামে পরিচিত কারা?

  • (ক) কেরি-হিকি ওয়ার্ড
  • (খ) ডাফ কেরি-মার্শম্যান
  • (গ) হেয়ার ডাফ-কেরি
  • (ঘ) কেরি-মার্শম্যান-ওয়ার্ড

উত্তর:- (ঘ) কেরি-মার্শম্যান-ওয়ার্ড।

xxii. রেগুলেটিং আইন পাস হয়েছিল –

  • (ক) ১৭৭০ এ
  • (খ) ১৭৭১ এ
  • (গ) ১৭৭৩ এ
  • (ঘ) ১৭৭৪ এ

উত্তর:- (গ) ১৭৭৩ এ।

xxiii. স্তম্ভ-l এর সাথে স্তম্ভ-ll মেলাও

         স্তম্ভ-l         স্তম্ভ-ll
[i] সাম্রাজ্যবাদ একটি সমীক্ষা        (a) অ্যাডাম স্মিথ                      
[ii] হিস্ট্রি অব ব্রিটিশ ইন্ডিয়া(b) ভি আই লেনিন
[iii] ওয়েলথ অব নেশনস(c) জেমস মিল
[iv] সাম্রাজ্যবাদ: পুঁজিবাদের সর্বোচ্চ স্তর(d) জে এ হবসন
  • (ক) [i] – (d), (ii) – (c), (iii) – (a), (iv) – (b)
  • (খ) [i] – (d), [ii] – (b) (iii) – (a), (iv) – (c)
  • (গ) [i] – (b) (II) – (c), (iii) – (d), (iv) – (a)
  • (ঘ) [i] – (c), [ii] – (d), (iii) – (b), (iv) – (a)

উত্তর:- (ক) [i] – (d), (ii) – (c), (iii) – (a), (iv) – (b)

xxiv. ‘একাত্তরের ডায়েরী’ নামক স্মৃতিকথার রচয়িতা –

  • (ক) সুফিয়া কামাল
  • (খ) নারায়ণ গঙ্গোপাধ্যায়
  • (গ) নারায়ণ সান্যাল
  • (ঘ) দক্ষিণারঞ্জন বসু

উত্তর:- (ক) সুফিয়া কামাল।

২. নিম্নলিখিত প্রশ্নগুলির সংক্ষেপে উত্তর দাও (বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়)

i. হোমি জাহাঙ্গির ভাবা কে ছিলেন?

উত্তর:- জওহরলাল নেহরুর শাসনকালে হোমি জাহাঙ্গির ভাবা ছিলেন ভারতের পরমাণু গবেষণার বিষয়ে প্রধান উপদেষ্টা। তাঁর সভাপতিত্বে ১৯৪৮ খ্রিস্টাব্দে ভারতের শক্তি কমিশন প্রতিষ্ঠিত হয়।

ii. তৃতীয় বিশ্ব কী?

উত্তর:- দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরবর্তীকালে স্বাধীনতাপ্রাপ্ত এশিয়া, আফ্রিকা ও লাতিন আমেরিকার দেশগুলিকে তৃতীয় বিশ্ব বা তৃতীয় বিশ্বের দেশ বলা হয়।

iii. জেনেভা সম্মেলন কেন ডাকা হয়?

উত্তর:- ফ্রান্স ও ভিয়েতনামের মধ্যে যুদ্ধে ফ্রান্সের পরাজয়ের পর ভিয়েতনামের ভবিষ্যৎ নির্ধারণের উদ্দেশ্যে ১৯৫৪ খ্রিস্টাব্দে জেনেভা সম্মেলন ডাকা হয়েছিল।

অথবা, প্রথম নির্জোট সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়েছিল?

উত্তর:- প্রথম নির্জোট সম্মেলন যুগোশ্লাভিয়ার বেলগ্রেড শহরে অনুষ্ঠিত হয়েছিল।

iv. ন্যাটো (NATO)-র পুরো কথা কী?

উত্তর:- NATO-এর পুরো নাম হল ‘নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন’।

v. কবে ডিয়েতনাম গণতান্ত্রিক প্রজাতন্ত্র স্থাপিত হয়?

উত্তর:- ১৯৪৫ খ্রিস্টাব্দের ২ সেপ্টেম্বর ভিয়েতনাম গণতান্ত্রিক প্রজাতন্ত্র স্থাপিত হয়।

vi. সি আর ফর্মুলা কী?

উত্তর:- মুসলিম লিগের পৃথক পাকিস্তানের দাবির পরিপ্রেক্ষিতে চক্রবর্তী রাজাগোপালাচারী ১৯৪৪ খ্রিস্টাব্দে যে প্রস্তাব দেন তা ‘সি. আর. ফর্মুলা’ নামে পরিচিত।

অথবা, সুভাষচন্দ্র বসু কাকে ‘পূর্ব এশিয়ায় ভারতের স্বাধীনতা আন্দোলনের জনক’ বলে অভিহিত করেন?

উত্তর:- সুভাষচন্দ্র বসু, রাসবিহারী বসুকে ‘পূর্ব এশিয়ায় ভারতের স্বাধীনতা আন্দোলনের জনক বলে অভিহিত করেন।

vii. পুনা চুক্তি কত সালে স্বাক্ষরিত হয়?

উত্তর:- ১৯৩২ খ্রিস্টাব্দে মহাত্মা গান্ধি ও ড. বি. আর. আম্বেদকরের মধ্যে পুনা চুক্তি স্বাক্ষরিত হয়।

অথবা, বিশ শতকে বাংলায় কবে মন্বন্তর হয়েছিল?

উত্তর:- বিংশ শতকে বাংলায় ১৯৪৩ খ্রিস্টাব্দে বা ১৩৫০ বঙ্গাব্দে মন্বন্তর হয়েছিল।

viii. সিমলা সাক্ষাৎকারে প্রতিনিধিদলের নেতৃত্ব কে দেন?

উত্তর:- সিমলা সাক্ষাৎকারে প্রতিনিধিদলের নেতৃত্ব দেন আগা খাঁ।

অথবা, ভারতীয়রা সাইমন কমিশন বর্জন করেছিলেন কেন?

উত্তর:- ভারতবাসীর শাসনতান্ত্রিক ও সাংবিধানিক সংস্কারের জন্য গঠিত সাইমন কমিশনে কোনো ভারতীয় সদস্য না থাকায় এবং নিজেদের জন্য কতটা শাসন সংস্কারের প্রয়োজন, তা নির্ধারণের সুযোগ থেকে বঞ্চিত হওয়ায় ভারতীয়রা সাইমন কমিশন বর্জন করেছিলেন।

ix. আর্যসমাজ কবে প্রতিষ্ঠিত হয়?

উত্তর:- মহারাষ্ট্রের অন্যতম সমাজসংস্কারক স্বামী দয়ানন্দ সরস্বতী ১৮৭৫ খ্রিস্টাব্দের ৭ এপ্রিল বোম্বাইয়ে ‘আর্যসমাজ’ প্রতিষ্ঠা করেন।

অথবা, ৪ঠা মে আন্দোলন কত সালে অনুষ্ঠিত হয়েছিল?

উত্তর:- ১৯১৯ খ্রিস্টাব্দের ৪ মে চিনে মে ফোর্থ মুভমেন্ট বা ৪ মে-র আন্দোলন হয়েছিল।

x. কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য কে ছিলেন?

উত্তর:- কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য ছিলেন স্যার জেমস উইলিয়াম কোলভিল

xi. চার্লস উড কে ছিলেন?

উত্তর:- ভারতে ব্রিটিশ সরকারের বোর্ড অব কন্ট্রোলের সভাপতি ছিলেন চালর্স উড। তিনি এদেশের সরকারি শিক্ষা নীতির ওপর ‘উড়ের ডেসপ্যাচ’ নামক এক পরিকল্পনা পেশ করেছিলেন।

xii. ক্যান্টন বাণিজ্য কাকে বলে?

উত্তর:- বিদেশি বণিকদের কাছে চিনের সব বন্দর উন্মুক্ত ছিল না। চিনা আদালত ১৭৫৯ খ্রিস্টাব্দে এক নির্দেশনামার দ্বারা শুধু ক্যান্টন বন্দরকেই বিদেশি বাণিজ্যের জন্য খুলে দেয়। এই ভাবে ক্যান্টন বন্দরকে কেন্দ্র করে চিনে বিদেশিদের এক-বন্দরকেন্দ্রিক যে বাণিজ্য প্রথার সূচনা হয় তা ‘ক্যান্টন বাণিজ্য প্রথা’ নামে পরিচিত।

অথবা, ভারতে কবে রেলপথ প্রথম স্থাপিত হয়?

উত্তর:- ১৮৫৩ সালে ভারতে রেলপথ প্রথম স্থাপিত হয়।

xiii. ভারতের সুপ্রিমকোর্টের প্রথম প্রধান বিচারপতি কে ছিলেন?

উত্তর:- ভারতের সুপ্রিমকোর্টের প্রথম প্রধান বিচারপতি কে ছিলেন স্যার এলিজা ইম্পে।

অথবা, সূর্যান্ত আইন কী ছিল?

উত্তর:- লর্ড কর্নওয়ালিশ প্রবর্তিত চিরস্থায়ী বন্দোবস্তের অন্যতম শর্ত ছিল সূর্যাস্ত আইন। এই আইনে বলা হয় বাংলা সালের হিসেবে বছরের শেষ দিনে সূর্যাস্ত হওয়ার আগেই জমিদাররা তাদের বকেয়া রাজস্ব জমা দিতে বাধ্য থাকবে, না হলে তাদের জমিদারি বাজেয়াপ্ত হবে।

xiv. কত সালে আমেরিকা যুক্তরাষ্ট্র গঠিত হয়?

উত্তর:- ১৭৭৬ খ্রিস্টাব্দে ৯ সেপ্টেম্বর আমেরিকা যুক্তরাষ্ট্র গঠিত হয়।

xv. ভাস্কো দা গামা কবে ভারতে আসেন?

উত্তর:- ১৪৯৮ খ্রিস্টাব্দে পোর্তুগিজ নাবিক ভাস্কো দা গামা ভারতের পশ্চিম উপকূলের কালিকট বন্দরে আসেন।

অথবা, বাণিজ্যিক মূলধন বলতে কী বোঝায়?

উত্তর:- যে পুঁজি উৎপাদনের পরিবর্তে শুধুমাত্র ব্যাবসাবাণিজ্য চালানোর জন্য ব্যবহার করা হয় তাকে বাণিজ্যিক পুঁজি বলে। ব্যবসায় অতিরিক্ত মুনাফা লাভ করেই এই ধরনের পুঁজি বৃদ্ধি করা সম্ভব।

xvi. সাম্রাজ্যবাদ বলতে কী বোঝ?

উত্তর:- কোনো রাষ্ট্র বা জাতির ওপর অন্য কোনো শক্তিশালী রাষ্ট্রের অর্থনৈতিক বা রাজনৈতিক নিয়ন্ত্রণ প্রতিষ্ঠাই হল সাম্রাজ্যবাদ।

HS History Previous Years Other Old Question Paper

Leave a Comment