২০২৫ সালের মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষার ইতিহাস বিষয়ে সম্পূর্ণ সিলেবাসের সাজেশন্ ভিত্তিক পিডিএফ নোটস্ নেওয়ার জন্য যোগাযোগ করুণ (দাম প্রতি ক্লাস ৯৯ টাকা)।

👉Chat on WhatsApp

HS History Question Paper 2020

পশ্চিমবঙ্গ উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের HS History Question Paper 2020, উচ্চমাধ্যমিক দ্বাদশ শ্রেণীর ইতিহাস প্রশ্নপত্র ২০২০, Class 12 History Question Paper 2020, Class XII History Question Paper 2020 আমরা শিক্ষার্থীদের জন্য তুলে ধরলাম।

আপনি যদি উচ্চমাধ্যমিক দ্বাদশ শ্রেণীর ইতিহাসের সম্পূর্ণ নোট্সের পিডিএফ, HS History Suggestion 2025, উচ্চমাধ্যমিক ইতিহাস বৈকল্পিক প্রশ্ন উত্তর সাজেশন 2025 এবং উচ্চ মাধ্যমিক ইতিহাস ছোটো প্রশ্ন উত্তর সাজেশন 2025 দেখতে চান তাহলে নিচের লিংকগুলিতে ক্লিক করুণ।

HS History Question Paper 2020 (উচ্চমাধ্যমিক দ্বাদশ শ্রেণীর ইতিহাস প্রশ্নপত্র ২০২০)

PART – A

1. যে-কোন পাঁচটি প্রশ্নের উত্তর দাও ( প্রতিটি বিভাগ থেকে ন্যূনতম দুটি প্রশ্নের উত্তর আবশ্যক)

বিভাগ – ক

(i) পেশাগত ইতিহাস বলতে কী বোঝায়? অপেশাদারি ইতিহাসের সঙ্গে পেশাদারি ইতিহাসের পার্থক্য কী ?

(ii) সাম্রাজ্যবাদ সম্পর্কে হবসন-লেনিন তত্ত্ব আলোচনা করো।

(iii) ভারতে অবশিল্পায়নের কারণগুলি কী ছিল ? ভারতীয় অর্থনীতির ওপর এর প্রভাব আলোচনা করো।

(iv) ব্রিটিশ শাসনে ভারতে আদিবাসী ও দলিত সম্প্রদায়ের আন্দোলনের বিবরণ দাও।

অথবা, নানকিং সন্ধির (১৮৪২ খ্রীষ্টাব্দ) শর্তগুলি কী ছিল ?

বিভাগ – খ

(v) 1919 সালের ভারত শাসন আইনের বৈশিষ্ট্য ও ত্রুটিগুলি আলোচনা করো।

(vi) 1942 খ্রীষ্টাব্দের ভারত ছাড়ো আন্দোলন সম্পর্কে একটি নিবন্ধ লেখো।

(vii) জোট নিরপেক্ষ আন্দোলনের মূল্যায়ন করো।

অথবা, কোরিয় যুদ্ধের (1950 খ্রীষ্টাব্দ) ফলাফল ও তাৎপর্য কী ছিল ?

(viii) সার্কের উদ্ভবের প্রেক্ষাপট সম্পর্কে আলোচনা করো। এর উদ্দেশ্য কী ছিল ?

PART- B

1. প্রতিটি প্রশ্নের বিকল্প উত্তরগুলির মধ্যে থেকে সঠিক উত্তরটি বেছে নিয়ে ডানদিকে নীচে প্রদত্ত বাক্সে লেখো : 1 x 24 = 24

(i) বাংলাদেশ মুক্তিযুদ্ধের প্রধান নেতা ছিলেন –

  • (a) শেখ মুজিবুর রহমান
  • (b) জিয়াউল হক
  • (c) শহিদুল্লাহ
  • (d) সুরাবর্দী

উত্তর:- (a) শেখ মুজিবুর রহমান।

(ii) ভারতের প্রথম অকংগ্রেসী প্রধানমন্ত্রী কে ছিলেন?

  • (a) বিশ্বনাথ প্রতাপ সিং
  • (b) মোরারজি দেশাই
  • (c) চরণ সিং
  • (d) চন্দ্রশেখর

উত্তর:- (b) মোরারজি দেশাই।

(iii) বি.উপনিবেশকরণ’ বা Decolonisation শব্দটি প্রথম ব্যবহার করেছিলেন –

  • (a) ওয়াল্টার লিপম্যান
  • (b) মরিস ডি. মরিস
  • (c) ক্রিস্টোফার হিল
  • (d) মরিৎস জুলিয়াস বন

উত্তর:- (d) মরিৎস জুলিয়াস বন।

(iv) প্যাট্রিক লুমুম্বা কোন দেশের প্রধানমন্ত্রী ছিলেন?

  • (a) ঘানা
  • (b) কঙ্গো
  • (c) জামাইকা
  • (d) মাল্টা

উত্তর:- (b) কঙ্গো।

(v) ফালটন বক্তৃতা দেন –

  • (a) জর্জ কেন্নান
  • (b) মার্শাল
  • (c) ফ্যানন
  • (d) চার্চিল

উত্তর:- (d) চার্চিল।

(vi) ইয়ম কিপুর যুদ্ধ কাদের মধ্যে সংঘটিত হয়েছিল?

  • (a) সিরিয়া ও মিশর
  • (b) আরব ও ইজরায়েল
  • (c) আরব ও সিরিয়া
  • (d) আরব ও আমেরিকা

উত্তর:- (b) আরব ও ইজরায়েল।

(vii) কোন বছর মার্শাল প্ল্যান ঘোষিত হয়েছিল ?

  • (a) 1944
  • (b) 1945
  • (c) 1947
  • (d) 1948

উত্তর:- (c) 1947/ (d) 1948

(viii) দিয়ে বিয়েন ফুর যুদ্ধে জয়ী হয় –

  • (a) ভিয়েতনাম
  • (b) ফ্রান্স
  • (c) ইন্দোনেশিয়া
  • (d) ব্রিটেন

উত্তর:- (a) ভিয়েতনাম।

(ix) কত সালের 7 ডিসেম্বর জাপান পার্ল হারবার আক্রমণ করে?

  • (ক) 1941
  • (খ) 1942
  • (c) 1943
  • (d) 1944

উত্তর:- (a) 1941

(x) স্তম্ভ-১ এর সাথে স্তম্ভ-২ মেলাও:

স্তম্ভ – ১স্তম্ভ -২
(i) হো-চি-মিন(A) জাপান
(ii) চৌ-এন-লাই(B) ভিয়েতনাম
(iii) সুকর্ণ(C) চিন
(iv) জেনারেল তোজো(D) ইন্দোনেশিয়া

বিকল্প:

  • (a) (i) – B, (ii) – D, (iii) – C, (iv) – A
  • (b) (i) – C, (ii) – B, (iii) – A, (iv) – D
  • (c) (i) – A, (ii) – D, (iii) – C, (iv) – B
  • (d) (i) – B, (ii) – C, (iii) – D, (iv) – A.

উত্তর:- (d) (i) – B, (ii) – C, (iii) – D, (iv) – A.

(xi) দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালীন বাংলায় যে মন্বন্তর হয়েছিল তা হয় –

  • (a) 1940 সালে
  • (b) 1942 সালে
  • (c) 1943 সালে
  • (d) 1944 সালে

উত্তর:- (c) 1943 সালে।

(xii) কোন মহিলা স্বাধীনতা সংগ্রামী ‘গান্ধীবুড়ি’ নামে পরিচিত?

  • (a) সরোজিনী নাইডু
  • (b) মাতঙ্গিনী হাজরা
  • (c) অ্যানি বেসান্ত
  • (d) কল্পনা দত্ত

উত্তর:- (b) মাতঙ্গিনী হাজরা।

(xiii) ‘দ্য ইন্ডিয়ান মুসলমানস’ গ্রন্থটির রচয়িতা –

  • (a) সৈয়দ আহমেদ খান
  • (b) থিওডোর বেক
  • (c) উইলিয়াম হান্টার
  • (d) মৌলানা আবুল কালাম আজাদ

উত্তর:- (c) উইলিয়াম হান্টার।

(xiv) কোন সালে পুনা চুক্তি স্বাক্ষরিত হয়?

  • (a) 1930
  • (b) 1931
  • (c) 1932
  • (d) 1933

উত্তর:- (c) 1932

(xv) তত্ত্ববোধিনী পত্রিকার সম্পাদক ছিলেন –

  • (a) রামমোহন রায়
  • (b) বিদ্যাসাগর
  • (c) অক্ষয়কুমার দত্ত
  • (d) ভূদেব মুখোপাধ্যায়

উত্তর:- (c) অক্ষয়কুমার দত্ত।

(xvi) চিনে 4 ঠা মে আন্দোলনের নিরিখে ‘জিউ গুয়ো’ স্লোগানের অর্থ ছিল –

  • (a) বিদেশীরা দূর হটো
  • (b) দেশকে রক্ষা করো
  • (c) আমরা বৌদ্ধিক সংস্কার চাই
  • (d) চিন কেবল চিনাদের জন্য

উত্তর:- (b) দেশকে রক্ষা করো।

(xvii) তিয়েনসিনের সন্ধি স্বাক্ষরিত হয় –

  • (a) 1857 খ্রিস্টাব্দ 
  • (b) 1858 খ্রীষ্টাব্দে
  • (c) 1859 খ্রি
  • (d) 1860 খ্রীষ্টাব্দে

উত্তর:- (b) 1858 খ্রীষ্টাব্দে।

(xviii) আত্মীয় সভা প্রতিষ্ঠিত হয়েছিল –

  • (a) 1815 খ্রীষ্টাব্দে
  • (b) 1816 খ্রীষ্টাব্দে
  • (c) 1817 খ্রীষ্টাব্দে
  • (d) 1818 খ্রিস্টাব্দে

উত্তর:- (a) 1815 খ্রি:।

(xix) রায়তওয়ারি বন্দোবস্ত প্রবর্তিত হয়েছিল –

  • (a) পাঞ্জাবে
  • (b) দক্ষিণ ভারতে
  • (c) বিহারে
  • (d) বাংলা

উত্তর:- (b) দক্ষিণ ভারতে।

(xx) স্তম্ভ-১ এর সাথে স্তম্ভ-২ মেলাও

স্তম্ভ – ১স্তম্ভ -২
(i) ফারুকশিয়ারের ফরমান(A) 1773
(ii) পিটের ভারত শাসন আইন(B) 1717
(iii) রেগুলেটিং আইন(C) 1765
(iv) কোম্পানির দেওয়ানি লাভ(D) 1784

বিকল্প:

  • (a) (i) – A, (ii) – B, (iii) – C, (iv) – D
  • (b) (i) – D, (ii) – B, (iii) – C, (iv) – A
  • (c) (i) – B, (ii) – D, (iii) – A, (iv) – C
  • (d) (i) – B, (ii) – A, (iii) – C, (iv) – D.

উত্তর:- (c) (i) – B, (ii) – D, (iii) – A, (iv) – C

(xxi) ‘নতুন বিশ্ব’ কথাটি প্রথম ব্যবহার করেন

  • (a) কলম্বাস
  • (b) আমেরিগো ভেসপুচি
  • (c) ক্যাপ্টেন বুক
  • (d) গেলাম

উত্তর:- (b) আমেরিগো ভেসপুচি।

(xxii) কৃষ্ণাঙ্গরা শ্বেতাঙ্গ মানুষের বোঝা – এই ধারণাটি প্রচার করেন –

  • (a) রুডইয়ার্ড কিপলিং
  • (b) চার্লস ডারউইন
  • (c) মেকলে
  • (d) জুলি ফেরি

উত্তর:- (a) রুডইয়ার্ড কিপলিং।

(xxiii) লুভর মিউজিয়াম অবস্থিত –

  • (a) ফ্রান্সে
  • (b) জার্মানিতে
  • (c) ইংল্যান্ডে
  • (d) হল্যান্ড

উত্তর:- (a) ফ্রান্সে।

(xxiv) রাজতরঙ্গিনীর রচয়িতা ছিলেন –

  • (a) বিলহন
  • (b) কলহন
  • (c) বাণভট্ট
  • (d) কালিদাস

উত্তর:- (b) কলহন।

2. নিম্নলিখিত প্রশ্নগুলির সংক্ষেপে উত্তর দাও (বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়) : 1 × 16 = 16

i) স্বত্ববিলোপ নীতি কে প্রবর্তন করেন ?

উত্তর:- স্বত্ববিলোপ নীতি প্রবর্তন করেন লর্ড ডালহৌসি।

ii) চীনে মুক্তদ্বার নীতি কে প্রবর্তন করেন?

উত্তর:- চীনে মুক্তদ্বার নীতি প্রবর্তন করেন আমেরিকার রাষ্ট্র সচিব স্যার জন হে।

অথবা, কাও তাও প্রথা কী ?

উত্তর:- কোনো বিদেশি দূত বাণিজ্যের উদ্দেশ্যে চিন সম্রাটের সাক্ষাৎপ্রার্থী হলে প্রথমে তাকে চিন সম্রাটের প্রতি বশ্যতা স্বীকারের নিদর্শনস্বরূপ সম্রাটের সামনে ভূমি পর্যন্ত নত হতে হত। এটি ‘কাও-তাও’ প্রথা নামে পরিচিত।

iii) আর্য সমাজের প্রতিষ্ঠাতা কে?

উত্তর:- আর্য সমাজের প্রতিষ্ঠাতা হলেন স্বামী দয়ানন্দ সরস্বতী।

অথবা, বক্সার প্রটোকল কাদের মধ্যে সম্পাদিত হয় ?

উত্তর:- চিনে বক্সার বিদ্রোহের পরিপ্রেক্ষিতে ১১টি বিদেশি শক্তির মধ্যে ১৯০১ খ্রিস্টাব্দে বক্সার প্রোটোকল সম্পাদিত হয়।

iv) বিধবা বিবাহ আন্দোলনের প্রধান উদ্যোক্তা কে ছিলেন?

উত্তর:- বিধবা বিবাহ আন্দোলনের প্রধান উদ্যোক্তা ছিলেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর।

v) সিমলা দৌত্য কী ?

উত্তর:- মুসলিম নেতা আগা খাঁ-র নেতৃত্বে ৩৫ জন ধনী অভিজাত মুসলিমের একটি প্রতিনিধি দল ১৯০৬ খ্রিস্টাব্দের ১ অক্টোবর সিমলায় বড়লাট লর্ড মিন্টোর সঙ্গে দেখা করেন এবং মুসলিম সম্প্রদায়ের স্বার্থরক্ষার দাবি জানিয়ে একটি স্মারকলিপি জমা দেন। এটি ‘সিমলা ডেপুটেশন’ বা ‘সিমলা দৌত্য’ নামে পরিচিত।

vi) লিনলিথগো প্রস্তাব কবে ঘোষিত হয় ? 

উত্তর:- ১৯৪০ খ্রিস্টাব্দের ৮ আগস্ট লিনলিথগো প্রস্তাব বা আগস্ট প্রস্তাব ঘোষিত হয়।

vii) বুলগানিন কে ছিলেন ?

উত্তর:- সোভিয়েত ইউনিয়নের প্রতিরক্ষা মন্ত্রী। তিনি ১৯১১ খ্রিস্টাব্দে ভারত সফরে এসেছিলেন।

অথবা, ইয়াসের আরাফত কে ছিলেন?

উত্তর:- প্যালেস্টাইন মুক্তিসংঘের নেতা ছিলেন ইয়াসের আরাফত।

viii) হোমি জাহাঙ্গীর ভাবা কে ছিলেন ?

উত্তর:- জওহরলাল নেহরুর শাসনকালে হোমি জাহাঙ্গির ভাবা ছিলেন ভারতের পরমাণু গবেষণার বিষয়ে প্রধান উপদেষ্টা। তাঁর সভাপতিত্বে ১৯৪৮ খ্রিস্টাব্দে ভারতের শক্তি কমিশন প্রতিষ্ঠিত হয়।

অথবা, স্বাধীন আলজেরিয়ার প্রথম রাষ্ট্রপতি কে ছিলেন?

উত্তর:- স্বাধীন আলজেরিয়ার প্রথম রাষ্ট্রপতি ছিলেন আহমেদ বেন বেল্লা।

ix) কোন মার্কিন সেনাপতি সর্বপ্রথম জাপানে পদার্পণ করেন?

উত্তর:- মার্কিন সেনাপতি কমোডর পেরি সর্বপ্রথম জাপানে পদার্পণ করেন।

x) লগ্নি পুঁজি কী ?

উত্তর:- শিল্প বা বাণিজ্য থেকে অর্জিত মুনাফা যখন পুনরায় শিল্প বা বাণিজ্যে বিনিয়োগ করে আরও মুনাফা অর্জনের উদ্যোগ নেওয়া হয়, তখন তাকে লগ্নি পুঁজি বলা হয়।

অথবা, ওয়েলথ অফ নেশন গ্রন্থটির রচয়িতা কে?

উত্তর:- ওয়েলথ অফ নেশন গ্রন্থটির রচয়িতা হলেন অ্যাডাম স্মিথ।

xi) কোন দুটি স্থানের মধ্যে ভারতে প্রথম রেলপথ স্থাপিত হয়?

উত্তর:- বোম্বে থেকে থানে পর্যন্ত ভারতে প্রথম রেলপথ স্থাপিত হয়।

xii) ‘সত্যশোধক সভা’র’ প্রতিষ্ঠাতা কে ?

উত্তর:- ‘সত্যশোধক সভা’র’ প্রতিষ্ঠাতা ছিলেন জ্যোতিবা ফুলে।

অথবা, উডের ডেসপ্যাচ কী ?

উত্তর:- ভারতে ব্রিটিশ সরকারের বোর্ড অব কন্ট্রোলের সভাপতি চার্লস উড ১৯৫৪ খ্রিস্টাব্দে শিক্ষা সংক্রান্ত এক নির্দেশনামা প্রকাশ করেন, যা ‘উডের ডেসপ্যাচ’ (Woods Despatch) নামে পরিচিত। এই নির্দেশনামা অনুসারে আধুনিক ভারতের শিক্ষাব্যবস্থা গড়ে উঠেছে।

xiii) লখনৌ চুক্তি কাদের মধ্যে সম্পাদিত হয় ?

উত্তর:- ১৯১৬ খ্রিস্টাব্দে ভারতের জাতীয় কংগ্রেস ও মুসলিম লীগের মধ্যে লখনৌ চুক্তি সম্পাদিত হয়।

xiv) কোন জাহাজে নৌ বিদ্রোহ শুরু হয় ?

উত্তর:- তলোয়ার নামক জাহাজে নৌ বিদ্রোহ শুরু হয়।

অথবা, ‘এশিয়া বাসীদের জন্য এশিয়া’ – এই শ্লোগানের উদ্দেশ্য কী ছিল ?

উত্তর:- ‘এশিয়াবাসীদের জন্য এশিয়া’ এই ঘোষণার দ্বারা জাপান আসলে চেয়েছিল এশিয়াকে বিদেশি সাম্রাজ্যবাদের কবল থেকে মুক্ত রাখতে এবং নিজের সাম্রাজ্যবাদের বিস্তার ঘটাতে।

xv) বেষ্টনী নীতি কী ?

উত্তর:- রাশিয়ায় কর্মরত মার্কিন রাষ্ট্রদূত জর্জ এফ. কেন্নান এক প্রবন্ধে সোভিয়েত রাশিয়ার আক্রমণাত্মক নীতি প্রতিহত করার এবং সোভিয়েত প্রভাবকে সীমাবদ্ধ রাখার যে নীতি পেশ করেন, তা কেন্নানের বেষ্টনী নীতি নামে পরিচিত।

xvi) স্বাধীন বাংলাদেশে কবে উদ্বোধন হয় ?

উত্তর:- 1971 খ্রিস্টাব্দের ১৬ ডিসেম্বর স্বাধীন বাংলাদেশে উদ্বোধন হয়।

HS History Previous Years Other Old Question Paper

Leave a Comment