পশ্চিমবঙ্গ উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের HS History Question Paper 2015, উচ্চমাধ্যমিক দ্বাদশ শ্রেণীর ইতিহাস প্রশ্নপত্র ২০১৫, Class 12 History Question Paper 2015, Class XII History Question Paper 2015 আমরা শিক্ষার্থীদের জন্য তুলে ধরলাম।
আপনি যদি উচ্চমাধ্যমিক দ্বাদশ শ্রেণীর ইতিহাসের সম্পূর্ণ নোট্সের পিডিএফ, HS History Suggestion 2025, উচ্চমাধ্যমিক ইতিহাস বৈকল্পিক প্রশ্ন উত্তর সাজেশন 2025 এবং উচ্চ মাধ্যমিক ইতিহাস ছোটো প্রশ্ন উত্তর সাজেশন 2025 দেখতে চান তাহলে নিচের লিংকগুলিতে ক্লিক করুণ।
- History All Pdf notes for HS examination 2025
- HS History Suggestion 2025
- উচ্চমাধ্যমিক ইতিহাস বৈকল্পিক প্রশ্ন উত্তর সাজেশন 2025
- উচ্চ মাধ্যমিক ইতিহাস ছোটো প্রশ্ন উত্তর সাজেশন 2025
HS History Question Paper 2015 (উচ্চমাধ্যমিক দ্বাদশ শ্রেণীর ইতিহাস প্রশ্নপত্র ২০১৫)
PART – A
1. যে-কোনো পাঁচটি প্রশ্নের উত্তর দাও (প্রতিটি বিভাগ থেকে ন্যূনতম দুটি প্রশ্নের উত্তর আবশ্যক)
বিভাগ-ক
i. মিথ (উপকথা) ও লিজেন্ড (পুরাকাহিনি) বলতে কী বোঝো? অতীত বিষয়ে মানুষের ধারণাকে এরা কীভাবে রূপদান করে?
ii. উপনিবেশবাদ ও সাম্রাজ্যবাদ বিষয়ে হবসন-লেনিনের তত্ত্ব আলোচনা করো।
iii. ক্যান্টন বাণিজ্যের প্রধান বৈশিষ্ট্যগুলি কী ছিল? এই বাণিজ্যের অবসান কেন হয়?
অথবা, পলাশি ও বক্সারের যুদ্ধের ফলাফলের তুলনামূলক আলোচনা করো।
iv. ভারতের সমাজ সংস্কারক হিসেবে রামমোহনের অবদান সম্পর্কে আলোচনা করো।
বিভাগ-খ
v. মন্টেগু-চেমসফোর্ড সংস্কার আইনের (1919) সমালোচনামূলক আলোচনা করো।
vi. হো-চি-মিনের নেতৃত্বে ভিয়েতনামের মুক্তিযুদ্ধের একটি সংক্ষিপ্ত বিবরণ দাও।
vii. সুয়েজ সংকট কেন দেখা দিয়েছিল ?
অথবা, সুয়েজ সংকটের তাৎপর্য ব্যাখ্যা করো। এই সংকটে ভারতের ভূমিকা কী ছিল?
viii. স্বাধীন বাংলাদেশের উত্থান ও শেখ মুজিবর রহমানের ভূমিকা আলোচনা করো।
PART – B
1. বিকল্প উত্তরগুলির মধ্যে থেকে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো
i. ঢাকায় সার্ক (SAARC)-এর প্রথম শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয় –
- (a) 1980 খ্রিস্টাব্দে
- (b) 1985 খ্রিস্টাব্দে
- (c) 1990 খ্রিস্টাব্দে
- (d) 1983 খ্রিস্টাব্দে
উত্তর:- (b) 1985 খ্রিস্টাব্দে।
ii. 1990-এর দশকের অর্থনৈতিক উদারীকরণ নীতি প্রবর্তিত হয় কোন প্রধানমন্ত্রীর সময়?
- (a) মনমোহন সিং
- (b) পি ভি নরসিমা রাও
- (c) রাজীব গান্ধি
- (d) অটলবিহারী বাজপেয়ী
উত্তর:- (b) পি ভি নরসিমা রাও।
iii. ওলন্দাজদের হাত থেকে ইন্দোনেশিয়া স্বাধীনতা লাভ করে সম্মিলিত জাতিপুঞ্জের সদস্যপদ লাভ করে –
- (a) 1971 খ্রিস্টাব্দে
- (b) 1950 খ্রিস্টাব্দে
- (c) 1955 খ্রিস্টাব্দে
- (d) 1960 খ্রিস্টাব্দে
উত্তর:- (b) 1950 খ্রিস্টাব্দে।
iv. বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানের প্রধানমন্ত্রী ছিলেন –
- (a) মহম্মদ আলি জিন্নাহ
- (b) জুলফিকার আলি ভুট্টো
- (c) ইয়াহিয়া খাঁ
- (d) নুরুল আমিন
উত্তর:- (d) নুরুল আমিন।
v. আরব লিগে যোগদানকারী দেশ হল –
- (A) সিরিয়া
- (B) মিশর
- (C) লেবানন
- (D) ট্রান্স-জর্ডন
বিকল্প সমূহ :
- (a) A, B ঠিক এবং C, D ভুল
- (b) B, C, D ঠিক এবং A ভুল
- (c) A, B, C, D সবকটি ঠিক
- (d) A, B, C, D সবকটি ভুল
উত্তর:- (c) A, B, C, D সবকটি ঠিক।
vi. উত্তর আটলান্টিক সামরিক জোট (NATO) কবে গঠিত হয়?
- (a) 1948 খ্রিস্টাব্দে
- (b) 1949 খ্রিস্টাব্দে
- (c) 1950 খ্রিস্টাব্দে
- (d) 1952 খ্রিস্টাব্দে
উত্তর:- (b) 1949 খ্রিস্টাব্দে।
vii. ইয়াল্টা সম্মেলন আহুত হয় –
- (a) 1943 খ্রিস্টাব্দে
- (b) 1944 খ্রিস্টাব্দে
- (c) 1945 খ্রিস্টাব্দে
- (d) 1946 খ্রিস্টাব্দে
উত্তর:- (c) 1945 খ্রিস্টাব্দে।
viii. সুয়েজ খাল জাতীয়করণ করেন –
- (a) নেহরু
- (b) নাসের
- (c) টিটো
- (d) চার্চিল
উত্তর:- (b) নাসের।
ix. স্তম্ভ-১-এর সাথে স্তম্ভ ২ মেলাও
স্তম্ভ-১ | স্তম্ভ ২ |
---|---|
(i) জেনারেল তোজো | (i) জেনারেল তোজো(A) ইন্দোনেশিয়া |
(ii) হো-চি-মিন | (B) চীন |
(iii) চৌ এন-লাই | (C) জাপান |
(iv) সুকর্ণ | (D) ভিয়েতনাম |
বিকল্প:
- (a) (i) – B, (ii) – A, (iii) – D, (iv) – C
- (b) (i) – C, (i) – A, (iii) – B, (iv) – D
- (c) (i) – A, (ii) – C, (iii) – B (iv) – D
- (d) (i) – C, (ii) – D, (iii) – B, (iv) – A
উত্তর:- (d) (i) – C, (ii) – D, (iii) – B, (iv) – A
x. দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় মার্কিন রাষ্ট্রপতি ছিলেন –
- (a) উড্রো উইলসন
- (b) হুভার
- (c) রুজভেল্ট
- (d) ট্রুম্যান
উত্তর:- (c) রুজভেল্ট।
xi. ত্রিপুরি কংগ্রেসের অধিবেশনে সুভাষচন্দ্র বসুর প্রতিদ্বন্দ্বী ছিলেন –
- (a) জহরলাল নেহরু
- (b) চক্রবর্তী রাজা গোপালাচারী
- (c) পট্টভি সীতারামাইয়া
- (d) মতিলাল নেহরু
উত্তর:- (c) পট্টভি সীতারামাইয়া।
xii. নৌবিদ্রোহ প্রথম শুরু হয় –
- (a) কাসেল ব্যারাকে
- (b) কোমাগাটামারু জাহাজে
- (c) তলোয়ার জাহাজে
- (d) আমেরিকান জাহাজে
উত্তর:- (c) তলোয়ার জাহাজে।
xiii. 1909 খ্রিস্টাব্দে ভারতের ভাইসরয় ছিলেন –
- (a) মন্টেগু
- (b) চেমসফোর্ড
- (c) লর্ড কার্জন
- (d) লর্ড মিন্টো
উত্তর:- (d) লর্ড মিন্টো।
xiv. গান্ধি প্রবর্তিত ‘হরিজন’-এর অর্থ –
- (a) অস্পৃশ্য
- (b) নিপীড়িত
- (c) ঈশ্বরের সন্তান
- (d) তপশিলী জাতি
উত্তর:- (c) ঈশ্বরের সন্তান।
xv. তত্ত্ববোধিনী পত্রিকা প্রকাশ করেন –
- (a) রামমোহন রায়
- (b) দেবেন্দ্রনাথ ঠাকুর
- (c) কেশবচন্দ্র সেন
- (d) ডিরোজিয়ো
উত্তর:- (b) দেবেন্দ্রনাথ ঠাকুর।
xvi. সিং-চুং-হুই-এর প্রবর্তক ছিলেন –
- (a) সান-ইয়াৎ-সেন
- (b) চিয়াং-কাই-শেখ
- (c) চৌ এন লাই
- (d) মাও-সে-তুও
উত্তর:- (a) সান-ইয়াৎ-সেন।
xvii. চিনে ইউরোপের বাণিজ্যিক সম্পর্কের সূত্রপাত হয় — বন্দরের মধ্য দিয়ে।
- (a) ম্যাকাও
- (b) সাংহাই
- (c) ক্যান্টন
- (d) নানকিং
উত্তর:- (c) ক্যান্টন।
xviii. বীরসালিাম দক্ষিণের — নামে পরিচিত।
- (a) গান্ধি
- (b) রামকৃষ্ণ
- (c) বিবেকানন্দ
- (d) বিদ্যাসাগর
উত্তর:- (d) বিদ্যাসাগর।
xix. কে বাংলায় দ্বৈত শাসনব্যবস্থার অবসান ঘটান?
- (a) রবার্ট ক্লাইভ
- (b) ভেরেলেস্ট
- (c) ওয়ারেন হেস্টিংস
- (d) লর্ড ওয়েলেসলি
উত্তর:- (c) ওয়ারেন হেস্টিংস।
xx. লর্ড কর্নওয়ালিস প্রবর্তিত ভূমিরাজস্ব ব্যবস্থা হল –
- (A) দশশালা ব্যবস্থা
- (B) চিরস্থায়ী বন্দোবস্ত
- (C) মহলওয়ারি বন্দোবস্ত
- (D) রায়তওয়ারি বন্দোবস্ত
বিকল্প সমূহ :
- (a) A ঠিক এবং B, C, D ভুল
- (b) A, C ঠিক এবং B, D ভুল
- (c) A, B ঠিক C, D ভুল
- (d) A, B, C ঠিক এবং D ভুল
উত্তর:- (d) A, B, C ঠিক এবং D ভুল।
xxi. আফ্রিকাতে প্রথম উপনিবেশ স্থাপন করেছিল –
- (a) ইংরেজরা
- (b) ফরাসিরা
- (c) পোর্তুগিজরা
- (d) ওলন্দাজরা
উত্তর:- (c) পোর্তুগিজরা।
xxii. ‘Imperialism: The Highest State of Capitalism’ গ্রন্থের লেখক –
- (a) হবসন
- (b) হিলফারডিং
- (c) লেনিন
- (d) স্তালিন
উত্তর:- (c) লেনিন।
xxiii. ভারতের ইতিহাসের জাতীয়তাবাদী ব্যাখ্যাকার হলেন –
- (a) রমেশচন্দ্র মজুমদার
- (b) জেমস মিল
- (c) রামশরণ শর্মা
- (d) রণজিৎ গুহ
উত্তর:- (a) রমেশচন্দ্র মজুমদার।
xxiv. ‘Early History of India’ গ্রন্থের রচয়িতা –
- (a) জন স্টুয়ার্ট মিল
- (b) জেমস প্রিন্সেপ
- (c) কোলব্রুক
- (d) ভিনসেন্ট স্মিথ
উত্তর:- (d) ভিনসেন্ট স্মিথ।
2. নিম্নলিখিত প্রশ্নগুলির অতি সংক্ষিপ্ত উত্তর দাও
i) দক্ষিণ আফ্রিকার প্রথম অ-শ্বেতাক্ষা রাষ্ট্রপ্রধানের নাম কী?
উত্তর:- দক্ষিণ আফ্রিকার প্রথম অ-শ্বেতাক্ষা রাষ্ট্রপ্রধানের নাম নেলসন ম্যান্ডেলা।
অথবা, ভারত সরকারের বরাদ্দ অর্থকে যথাযথভাবে ব্যয় করার জন্য কীভাবে ভাগ করা হয়?
উত্তর:- ভারত সরকারের বরাদ্দ অর্থকে যথাযথভাবে ব্যয় করার জন্য দুভাগে ভাগ করা হয় – (১) কেন্দ্রীয় তালিকাভুক্ত বিষয় (২) রাজ্য তালিকাভুক্ত বিষয়।
ii. দিয়েন বিয়েন ফু-তে কী ঘটেছিল?
উত্তর:- টংকিং-এর দিয়েন বিয়েন ফু নামে ভিয়েতনামের একটি গ্ৰামে ফরাসিরা অস্ত্রঘাঁটি নির্মাণ করলে ভিয়েতনামিরা তার ধ্বংস করে দেয়, যা দিয়েন বিয়েন ফু ঘটনা নামে পরিচিত।
অথবা, বেন বেন্না কে ছিলেন?
উত্তর:- স্বাধীন আলজেরিয়ার প্রথম রাষ্ট্রপতি ছিলেন আহম্মদ বেনবেল্লা।
iii. ফিদেল কাস্ত্রো কে ছিলেন?
উত্তর:- কিউবার জাতীয়তাবাদী নেতা ছিলেন ফিদেল কাস্ত্রো। তার নেতৃত্বে কিউবায় একনায়কতন্ত্রী বাতিস্তা সরকারের পরিবর্তে নতুন সরকার প্রতিষ্ঠিত হয়।
অথবা, কিউবার ক্ষেপণাস্ত্র সংকট বলতে কী বোঝায়?
উত্তর:- দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরবর্তীকালে ক্যারিবিয়ান সাগরের বুকে কিউবায় ক্ষেপণাস্ত্র ঘাঁটি নির্মাণকে কেন্দ্র করে সোভিয়েত ইউনিয়ন ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে এক স্বল্পকালীন অথচ প্রবল দ্বন্দ্ব শুরু হয়। এই সংকট কিউবার ক্ষেপনাস্ত্র সংকট নামে পরিচিত।
iv. টুম্যান নীতি কী ছিল?
উত্তর:- আমেরিকা যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি হ্যারি ট্রুম্যান মার্কিন কংগ্রেসে এক বক্তৃতায় (১৯৪৭ খ্রি. ১২ মার্চ) তুরস্ক ও গ্রিস-সহ বিশ্বের যে-কোনো দেশকে সোভিয়েত আগ্রাসনের বিরুদ্ধে সামরিক ও আর্থিক সাহায্য দানের প্রতিশ্রুতি দেন, যা ট্রুম্যান নীতি নামে পরিচিত।
v. দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জাপানের প্রধানমন্ত্রী কে ছিলেন?
উত্তর:- দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জাপানের প্রধানমন্ত্রী ছিলেন হিদেকি তোজো।
উত্তর:- অথবা, উত্তর ভিয়েতনামের কমিউনিস্ট বাহিনী কী নামে পরিচিত ছিল?
উত্তর ভিয়েতনামের কমিউনিস্ট বাহিনী ভিয়েতকং নামে পরিচিত ছিল।
vi. ক্যাবিনেট মিশন কেন ভারতে আসে?
উত্তর:- ভারতীয়দের হাতে শাসন ক্ষমতা হস্তান্তরের জন্য ভারতীয় নেতৃবর্গের সঙ্গে আলাপ-আলােচনার জন্য তিন সদস্যের এক ক্যাবিনেট মিশন ১৯৪৬ খ্রিস্টাব্দে ভারতে আসেন।
vii. ভারতীয়রা সাইমন কমিশন বর্জন করেছিল কেন?
উত্তর:- ভারতবাসীর শাসনতান্ত্রিক ও সাংবিধানিক সংস্কারের জন্য গঠিত সাইমন কমিশনে কোনো ভারতীয় সদস্য না থাকায় এবং নিজেদের জন্য কতটা শাসন সংস্কারের প্রয়োজন, তা নির্ধারণের সুযোগ থেকে বঞ্চিত হওয়ায় ভারতীয়রা সাইমন কমিশন বর্জন করেছিলেন।
অথবা, মিরাট ষড়যন্ত্র মামলায় দুজন বিদেশি অভিযুক্তের নাম লেখো।
উত্তর:- মিরাট ষড়যন্ত্র মামলায় দুজন বিদেশি অভিযুক্তের নাম হল বেঞ্জামিন ব্র্যাডলি ও ফিলিপ স্প্র্যাট।
viii. রাওলাট আইনের পিছনে কী উদ্দেশ্য ছিল?
উত্তর:- রাওলাট আইন প্রবর্তনের প্রধান উদ্দেশ্য হল (১) ব্রিটেন প্রথম বিশ্বযুদ্ধের পর পরাজিত তুরস্কের খলিফার ক্ষমতা খর্ব করলে ভারতের মুসলিম সম্প্রদায় সরকার বিরোধী আন্দোলনের প্রস্তুতি নেয়। (২) প্রথম বিশ্বযুদ্ধের পর দ্রব্যমূল্য বৃদ্ধি, খরা, মহামারি, বেকারত্ব প্রভৃতি ঘটনার ফলে ভারতের সর্বত্র গণ-আন্দোলন ছড়িয়ে পড়ে।
ix. ‘মানুষ গড়ার’ আদর্শে কে বিশ্বাসী ছিলেন?
উত্তর:- ‘মানুষ গড়ার’ আদর্শে বিশ্বাসী ছিলেন স্বামী বিবেকানন্দ।
x. দলিত কাদের বলা হয়?
উত্তর:- ভারতে ব্রাহ্মণসহ উচ্চবর্ণের শোষণে শোষিত মাহার, নাদার, চামার, হরিজন, নমঃশূদ্র, ইঝাভা প্রভৃতি নিম্নবর্ণের লোকেরা দলিত নামে পরিচিত।
xi. আলেকজান্ডার ডাফ কে ছিলেন?
উত্তর:- আলেকজান্ডার ডাফ ছিলেন একজন স্কটিশ মিশনারি। তিনি ভারতে পাশ্চাত্য শিক্ষা প্রসার ঘটাতে উদ্যোগ নেন এবং কলকাতায় স্কটিশ চার্চ কলেজ স্থাপন করেন।
অথবা, চুঁইয়ে পড়া নীতি কী?
উত্তর:- কমিটি অব পাবলিক ইনস্ট্রাকশন-এর সভাপতি মেকলে বলেন যে, ভারতে উচ্চ ও মধ্যবিত্ত শ্রেণির মধ্যে ইংরেজি শিক্ষার প্রসার ঘটলে তা মধ্যবিত্তদের মাধ্যমে ক্রমে সাধারণ জনগণের মধ্যে ছড়িয়ে পড়বে। মেকলের এই পরিকল্পিত নীতি চুইয়ে পড়া নীতি’ বা ‘ক্রমনিম্ন পরিশ্রুত নীতি’ (Downward Filtration Theory) নামে পরিচিত।
xii. নানকিং-এর সন্ধির দুটি শর্ত লেখো।
উত্তর:- নানকিং এর সন্ধির প্রধান দুটি শর্ত হল – (১) ক্যান্টন, সাংহাই, অ্যাময়, ফুচাও, নিংপো চিনের এই পাঁচটি বন্দর ইউরোপীয় বণিকদের বাণিজ্য ও বসবাসের জন্য খুলে দেওয়া হবে। (২)উক্ত বন্দরগুলিতে ইউরোপীয়রা নিজ নিজ কনসাল নিয়োগের অধিকার পাবে।
অথবা, তাইপিং বিদ্রোহ করে ও কেন হয়?
উত্তর:- চিনে ১৮৫০ খ্রিস্টাব্দে (১৮৫০-১৮৬৪ খ্রি.) মাঞ্চু সরকারের অপশাসন ও দুর্নীতির কারণে তাইপিং বিদ্রোহ হয়।
xiii. কোন চার্টার আইনে ভারতে ইস্ট ইন্ডিয়া কোম্পানির একচেটিয়া বাণিজ্যের অধিকার বন্ধ হয়ে যায়?
উত্তর:- ১৮১৩ খ্রিস্টাব্দের চার্টার আইনে ভারতে ইস্ট ইন্ডিয়া কোম্পানির একচেটিয়া বাণিজ্যের অধিকার বন্ধ হয়ে যায়।
xiv. বাণিজ্যিক মূলধন কাকে বলে?
উত্তর:- যে পুঁজি উৎপাদনের পরিবর্তে শুধুমাত্র ব্যাবসাবাণিজ্য চালানোর জন্য ব্যবহার করা হয়, তাকে বাণিজ্যিক পুঁজি বলে। ব্যবসায় অতিরিক্ত মুনাফা লাভ করেই এই ধরনের পুঁজি বৃদ্ধি করা সম্ভব।
xv. জে এ হবসনের বইটির নাম কী।
উত্তর:- জে এ হবসন-এর বইটির নাম হল ‘Imperialism: A Study’।
অথবা, হিলফারডিং-এর বইটির নাম লেখো।
উত্তর:- হিলফারডিং-এর বইটির নাম হল ‘Finance Capital’।
xvi. আমেরিকা মহাদেশ কে আবিষ্কার করেন?
উত্তর:- ১৪৯২ খ্রিস্টাব্দে ক্রিস্টোফার কলম্বাস আমেরিকা মহাদেশ আবিষ্কার করেন।
অথবা, ভারতের কোন কোন স্থানে পোর্তুগিজ বাণিজ্য কুঠি ছিল?
উত্তর:- ভারতের বোম্বাই, কোচিন, বেসিন, সলসেট, দিউ, হুগলি প্রভৃতি স্থানে পোর্তুগিজ বাণিজ্যকুঠি ছিল।