কালীপ্রসন্ন সিংহের হুতোম প্যাঁচার নকশা গ্রন্থে উনিশ শতকের বাংলার কীরূপ সমাজচিত্র

দশম শ্রেণীর ইতিহাস দ্বিতীয় অধ্যায়: সংস্কার-বৈশিষ্ট্য ও পর্যালোচনা হতে কালীপ্রসন্ন সিংহের হুতোম প্যাঁচার নকশা গ্রন্থে উনিশ শতকের বাংলার কীরূপ সমাজচিত্র ফুটে উঠেছে তা আলোচনা করা হল।

হুতোম প্যাঁচার নকশা গ্রন্থের উনিশ শতকের বাংলার সমাজ চিত্র পাওয়া যায়, হুতোম প্যাঁচার নকশা সমাজচিত্র, হুতোম প্যাঁচার নকশা প্রশ্ন উত্তর pdf, হুতোম প্যাঁচার নকশা প্রশ্ন উত্তর, হুতোম প্যাঁচার নকশা দুর্গোৎসব, হুতোম প্যাঁচার নকশা বৈশিষ্ট্য, হুতোম প্যাঁচার নকশা গ্রন্থের উনিশ শতকের বাংলার সমাজ চিত্র পাওয়া যায় pdf

Table of Contents

কালীপ্রসন্ন সিংহের হুতোম প্যাঁচার নকশা গ্রন্থে উনিশ শতকের বাংলার কীরূপ সমাজচিত্র

প্রশ্ন:- কালীপ্রসন্ন সিংহের ‘হুতোমপ্যাঁচার নকশা’ গ্রন্থে উনিশ শতকের বাংলার কীরূপ সমাজচিত্র পাওয়া যায় ?

ভূমিকা :- সাহিত্যিক কালীপ্রসন্ন সিংহের লেখা ‘হুতোমপ্যাঁচার নক্সা” (১৮৬১ খ্রি.) উনিশ শতকের বাংলার একটি উল্লেখযোগ্য গ্রন্থ। উনিশ শতকে যেসব বাংলা সাহিত্যগ্রন্থে সেকালের বাংলার সমাজের প্রতি ফুটে উঠেছে, সেগুলির মধ্যে অন্যতম হল এই গ্রন্থ।

মধ্যবিত্তদের মানসিকতা

কালীপ্রসন্ন সিংহ তাঁর ‘হুতোমপ্যাঁচার নক্সা’ গ্রন্থে হুতোমপ্যাচা ছদ্মনামে ঊনবিংশ শতকের বাংলার মধ্যবিত্ত সমাজের মানসিকতা ও ক্রিয়াকলাপের তীব্র সমালোচনা করেন।

বাবুসমাজের জীবনযাত্রা

উনিশ শতকে পাশ্চাত্য শিক্ষায় শিক্ষিত কলকাতায় হঠাৎ ফুলেফেঁপে ওঠা অত্যন্ত ধনী বাবুদের মধ্যে যে সামাজিক অবক্ষয় শুরু হয়, তার স্বরূপটি ‘হুতোম প্যাঁচের নক্সা’ গ্রন্থে সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে। বাবু সংস্কৃতির তীব্র সমালোচনা করে গ্রন্থটি সমকালীন শিক্ষিত বাঙালিকে সচেতন করে তার সামাজিক দায়িত্ব পালন করেছে।

কলকাতাবাসীর শ্রেণিবিভাগ

এই গ্রন্থে তৎকালীন কলকাতাবাসীদের তিনভাগে বিভক্ত করা হয়েছে। ইংরেজি শিক্ষাপ্রাপ্ত ও সাহেবি চালচলনের অন্ধ অনুকরণকারী, ইংরেজি শিক্ষায় নব্যপন্থী (যারা সাহেবি চালচলনের অন্ধ অনুকরণকারী নয়) এবং ইংরেজি না জানা গোঁড়া হিন্দুসমাজ। কালীপ্রসন্ন সিংহের কথায়, এরা সবাই কমবেশি জাল-জুয়াচুরি বা ফন্দি-ফিকির করে প্রচুর অর্থ উপার্জন করত।

কলকাতার সামাজিক জীবন

এই গ্ৰন্থে তৎকালীন কলকাতার সাধারণ সামাজিক জীবনের ছবিও ফুটে উঠেছে। নীলের ব্রত, যাত্রা গান, বুলবুলের গান, ছেলে ধরা, চড়ক পার্বণ, দরিয়ায় ঘোড়া, দুর্গা পূজা, রামলীলা প্রভৃতি তৎকালীন কলকাতার প্রতিচ্ছবি ফুটে উঠেছে এই গ্রন্থে।

উপসংহার :- কালীপ্রসন্ন সিংহের ‘হুতোম প্যাঁচার নকশা’ রচনাটি ছিল উনিশ শতকের কলকাতার কথ্য ভাষায় এবং হাস্যরসাত্মক ভঙ্গিতে রচিত একটি ব্যঙ্গাত্মমূলক সাহিত্য। এর মধ্য দিয়ে তৎকালীন ঔপনিবেশিক সমাজের এক বাস্তব চিত্র তুলে ধরা হয়েছে।


হুতোম প্যাঁচার নকশা, হুতোম প্যাঁচার নকশা গ্রন্থের কি ধরনের সামাজিক চিত্র পাওয়া যায়, হুতুম পেঁচার নকশা চড়ক পার্বণ, কালীপ্রসন্ন সিংহের হুতোম প্যাঁচার নকশা, হুতোম প্যাঁচার নকশা pdf


দশম শ্রেণীর ইতিহাস (দ্বিতীয় অধ্যায়) সংস্কার: বৈশিষ্ট্য ও পর্যালোচনা হতে অন্যান্য সংক্ষিপ্ত রচনাধর্মী প্রশ্ন উত্তর

দশম শ্রেণী ইতিহাস সিলেবাস দ্বিতীয় অধ্যায়- সংস্কার বৈশিষ্ট্য ও পর্যালোচনা হতে সকল সংক্ষিপ্ত রচনাধর্মী প্রশ্ন উত্তরগুলি দেওয়া হল।

২.১. উনিশ শতকের বাংলা সাময়িকপত্র, সংবাদপত্র ও সাহিত্যে সমাজের প্রতিফলন

(২.১.ক.) বামাবোধিনী

(২.১.খ.) হিন্দু প্যাট্রিয়ট

(২.১.গ.) হুতোম প্যাঁচার নকশা

(২.১.ঘ.) নীলদর্পণ

(২.১.ঙ.) গ্রামবার্ত্তা প্রকাশিকা

উপরিউক্ত আলোচনার নিরিখে এই প্রসঙ্গগুলির বিশেষ আলোচনা করতে হবে (আলোচনার বিষয়বস্তুর সঙ্গে সম্পর্কযুক্ত ও প্রাসঙ্গিক ছবি, সংবাদপত্রের প্রতিবেদন প্রভৃতি)।

২.২. উনিশ শতকের বাংলা শিক্ষাসংস্কার: বৈশিষ্ট্য ও পর্যালোচনা

(২.২.ক.) প্রাচ্য শিক্ষা-পাশ্চাত্য শিক্ষা বিষয়ক দ্বন্দ্ব

(২.২.খ.) ইংরেজি শিক্ষার প্রসার

(২.২.গ.) নারী শিক্ষা ও ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর

(২.২.ঘ.) পাশ্চাত্য শিক্ষা বিস্তারের উদ্যোগ

(২.২.ঙ.) রাজা রামমোহন রায়

(২.২.চ.) রাজা রাধাকান্ত দেব

(২.২.ছ.) ডেভিড হেয়ার

(২.২.জ.) জন এলিয়ট ড্রিংক ওয়াটার বীটন বা বেথুন

(২.২.ঝ.) কলকাতা মেডিক্যাল কলেজ

(২.২.ঞ.) চিকিৎসাবিদ্যার বিকাশ

(২.২.ট.) কলকাতা বিশ্ববিদ্যালয় এবং উচ্চশিক্ষার বিকাশ

টুকরো কথা: মধুসূদন গুপ্ত

(আলোচনার বিষয়বস্তুর সঙ্গে সম্পর্কযুক্ত ও প্রাসঙ্গিক ছবি, সংবাদপত্রের প্রতিবেদন প্রভৃতি)

২.৩. উনিশ শতকের বাংলা-সমাজসংস্কার: বৈশিষ্ট্য ও পর্যালোচনা

(২.৩.ক.) ব্রাহ্মসমাজসমূহের উদ্দোগ

(২.৩.খ.) সতীদাহপ্রথা বিরোধী আন্দোলন

(২.৩.গ.) নব্যবঙ্গ গোষ্ঠী

(২.৩.ঘ.) বিধবাবিবাহ আন্দোলন

টুকরো কথা: হাজি মহম্মদ মহসীন

(আলোচনার বিষয়বস্তুর সঙ্গে সম্পর্কযুক্ত ও প্রাসঙ্গিক ছবি, সংবাদপত্রের প্রতিবেদন প্রভৃতি)

২.৪. উনিশ শতকের বাংলা-ধর্মসংস্কার: বৈশিষ্ট্য ও পর্যালোচনা

(২.৪.ক.) ব্রাহ্ম আন্দোলন-বিবর্তন, বিভাজন, বৈশিষ্ট্য ও পর্যালোচনা

(২.৪.খ.) রামকৃষ্ণের সর্বধর্মসমন্বয়’-এর আদর্শ

(২.৪.গ.) স্বামী বিবেকানন্দের ধর্মসংস্কারের অভিমুখ

(২.৪.ঘ.) নব্য বেদান্ত-বৈশিষ্ট্য ও পর্যালোচনা

টুকরো কথা: 

লালন ফকির
বিজয়কৃষ্ণ গোস্বামী

(আলোচনার বিষয়বস্তুর সঙ্গে সম্পর্কযুক্ত ও প্রাসঙ্গিক ছবি, সংবাদপত্রের প্রতিবেদন প্রভৃতি)

২.৫. “বাংলার নবজাগরণ”-এর চরিত্র ও পর্যালোচনা,

উনিশ শতকের বাংলায় ‘নবজাগরণ’ ধারণার ব্যবহার বিষয়ক বিতর্ক

(আলোচনার বিষয়বস্তুর সঙ্গে সম্পর্কযুক্ত ও প্রাসঙ্গিক ছবি, সংবাদপত্রের প্রতিবেদন প্রভৃতি)।

Leave a Comment