নীলদর্পণ নাটক থেকে উনিশ শতকের বাংলার সমাজের কীরূপ প্রতিফলন

দশম শ্রেণীর ইতিহাস দ্বিতীয় অধ্যায়: সংস্কারঃ- বৈশিষ্ট্য ও পর্যালোচনা হতে নীলদর্পণ নাটক থেকে উনিশ শতকের বাংলার সমাজের কীরূপ প্রতিফলন ঘটেছে তা আলোচনা করা হল।

নীলদর্পণ নাটক থেকে উনিশ শতকের বাংলার সমাজের কিরূপ প্রতিফলন পাওয়া যায়, নীলদর্পণ নাটক, নীলদর্পণ নাটকের গুরুত্ব, সমাজে নীলদর্পণ নাটকের প্রভাব আলোচনা করো, নীলদর্পণ নাটকের সমাজচিত্র, নীলদর্পণ নাটকের প্রভাব উল্লেখ করো, নীল বিদ্রোহের প্রেক্ষাপটে কোন বাংলা নাটকটি রচিত হয়

Table of Contents

নীলদর্পণ নাটক থেকে উনিশ শতকের বাংলার সমাজের কীরূপ প্রতিফলন

প্রশ্ন:- ‘নীলদর্পণ’ নাটক থেকে উনিশ শতকের বাংলার সমাজের কীরূপ প্রতিফলন পাওয়া যায়?

ভূমিকা :- উনিশ শতকে বাংলার সমাজজীবনের চিত্র যেসব সাহিত্যে প্রতিফলিত হয়েছে সেগুলির মধ্যে সর্বাধিক উল্লেখযোগ্য ছিল দীনবন্ধু মিত্রের লেখা নাটক ‘নীলদর্পণ’।

প্রেক্ষাপট

উনিশ শতকে ইউরোপ -এর বস্ত্রশিল্পের প্রয়োজনে নীলের চাহিদা যথেষ্ট বৃদ্ধি পায়। এই পরিস্থিতিতে ইংরেজ-সহ বিভিন্ন ইউরোপীয় ব্যবসায়ী বাংলায় এসে এখানকার চাষিদের নীলচাষে বাধ্য করে। এর ফলে বাংলার চাষিদের জীবনে চরম দুর্দশা নেমে আসে। এই প্রেক্ষাপটে দীনবন্ধু মিত্র ‘নীলদর্পণ’ (১৮৬০ খ্রি.) নাটকটি রচনা করে তা ঢাকা থেকে প্রকাশ করেন।

চাষিদের দুর্দশা

অত্যাচারী নীলকর সাহেবরা বাংলার দরিদ্র চাষিদের ধানের পরিবর্তে নীলচাষে বাধ্য করে। ফলে চাষিদের ঘরে খাদ্যাভাব দেখা দেয়। এদিকে নীল উৎপাদন করে চাষি যথার্থ মূল্য থেকেও বঞ্চিত হয়। এর ফলে আর্থিক দিক থেকে যথেষ্ট ক্ষতিগ্রস্ত চাষিদের জীবনে নেমে আসে দুর্দশা যা নীলদর্পণ’ নাটকে ফুটিয়ে তোলা হয়।

পারিবারিক নির্যাতন ও বিপর্যয়

‘নীলদর্পণ’ নাটকে নীলচাষিদের ওপর নীলকর সাহেবদের সীমাহীন শোষণ ও অত্যাচারের বিবরণ সুস্পষ্টভাবে তুলে ধরা হয়। নীলচাষ গ্রাম বাংলার পারিবারিক জীবনে নানা অশান্তি ও বিপর্যয় ডেকে আনে। নীলচাষে অসম্মত কৃষকদের পরিবার সহ নীলকুঠিতে ধরে এনে নানা পারিবারিক নির্যাতন চালানো হত।


নীলদর্পণ নাটক থেকে 19 শতকের বাংলা সমাজের কিরূপ প্রতিফলন পাওয়া যায়, নীলদর্পণ নাটক টীকা, নীলদর্পণ নাটকের প্রশ্ন উত্তর, উনিশ শতকের দুটি দর্পণ নাটকের নাম, নীলদর্পণ নাটকের প্রভাব আলোচনা করো, নীলদর্পণ নাটকের প্রেক্ষাপট, নীল দর্পন নাটক, উনিশ শতকের বাংলা নাটক, nil darpan natok, nildarpan natok, নীলদর্পণ নাটকের চরিত্র


মেয়েদের ওপর অত্যাচার ও নিপীড়ন

নীলকর সাহেবদের অত্যাচার ও লালসার প্রায়ই শিকার হত কৃষক পরিবারের মেয়েরা। গ্রামের মেয়েদের ওপর নীলকর সাহেবদের নানা নির্যাতন ছিল উনিশ শতকে গ্রাম বাংলার এক বাস্তব সমাজ চিত্র।

আইন ও প্রশাসনের অপব্যবহার

নীলকররা স্থানীয় প্রশাসনকে নিজেদের হাতে রেখে কিভাবে আইনের অপব্যবহার করে কৃষকদের ওপর নির্যাতন চালাতেন, তার এক বাস্তব নিখুঁত ছবি নীলদর্পনে তুলে ধরা হয়।

নীল বিদ্রোহ

তীব্র শোষণ ও অত্যাচারের পরিপ্রেক্ষিতে বাংলার দরিদ্র নীলচাষিরা ১৮৫৯ খ্রিস্টাব্দে নীলকর সাহেবদের বিরুদ্ধে আন্দোলন শুরু করে যা ‘নীল বিদ্রোহ‘ নামে পরিচিত। ‘নীলদর্পণ’ নাটকে এই বিদ্রোহের সূত্রপাত ও প্রসারের চিত্র প্রতিফলিত হয়।

গ্রাম সমাজের চরিত্র

গ্রাম বাংলার সহজ সরল অনাড়ম্বর জীবনধারা, প্রবাদ প্রবচনের ব্যবহার, যৌথ পরিবার, হিন্দু মুসলমান ঐক্য, সামাজিক সদ্ভাব ও মিলন, ইত্যাদি নানা দিক গুলির পরিচয় পাওয়া যায় এই নাটক থেকে।

উপসংহার :- পরিশেষে বলা যায় দীনবন্ধু মিত্রের ‘নীলদর্পণ’ নাটক শুধুমাত্র নীলচাষীদের দুর্দশা তুলে ধরেনি, এই নাটক সাম্রাজ্যবাদী শোষণ ও অত্যাচার সম্পর্কে শিক্ষিত বাঙালি সমাজকে সচেতন ও প্রতিবাদী করে তোলার অনুপ্রেরণা জুগিয়েছিল।


নীলদর্পণ নাটকের প্রভাব, দীনবন্ধু মিত্রের নীলদর্পণ নাটক, নীলদর্পণ নাটক pdf, নীলদর্পণ নাটকের নারী চরিত্র গুলি আলোচনা করো, উনিশ শতকের বাংলা নাটকের ইতিহাস, নীল দর্পণ নাটকের চরিত্র, দীনবন্ধু মিত্রের নীলদর্পণ নাটকের গুরুত্ব লেখ, নীলদর্পণ নাটকের বিষয়বস্ত


দশম শ্রেণীর ইতিহাস (দ্বিতীয় অধ্যায়) সংস্কার: বৈশিষ্ট্য ও পর্যালোচনা হতে অন্যান্য সংক্ষিপ্ত রচনাধর্মী প্রশ্ন উত্তর

দশম শ্রেণী ইতিহাস সিলেবাস দ্বিতীয় অধ্যায়- সংস্কার বৈশিষ্ট্য ও পর্যালোচনা হতে সকল সংক্ষিপ্ত রচনাধর্মী প্রশ্ন উত্তরগুলি দেওয়া হল।

২.১. উনিশ শতকের বাংলা সাময়িকপত্র, সংবাদপত্র ও সাহিত্যে সমাজের প্রতিফলন

(২.১.ক.) বামাবোধিনী

(২.১.খ.) হিন্দু প্যাট্রিয়ট

(২.১.গ.) হুতোম প্যাঁচার নকশা

(২.১.ঘ.) নীলদর্পণ

(২.১.ঙ.) গ্রামবার্ত্তা প্রকাশিকা

উপরিউক্ত আলোচনার নিরিখে এই প্রসঙ্গগুলির বিশেষ আলোচনা করতে হবে (আলোচনার বিষয়বস্তুর সঙ্গে সম্পর্কযুক্ত ও প্রাসঙ্গিক ছবি, সংবাদপত্রের প্রতিবেদন প্রভৃতি)।

২.২. উনিশ শতকের বাংলা শিক্ষাসংস্কার: বৈশিষ্ট্য ও পর্যালোচনা

(২.২.ক.) প্রাচ্য শিক্ষা-পাশ্চাত্য শিক্ষা বিষয়ক দ্বন্দ্ব

(২.২.খ.) ইংরেজি শিক্ষার প্রসার

(২.২.গ.) নারী শিক্ষা ও ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর

(২.২.ঘ.) পাশ্চাত্য শিক্ষা বিস্তারের উদ্যোগ

(২.২.ঙ.) রাজা রামমোহন রায়

(২.২.চ.) রাজা রাধাকান্ত দেব

(২.২.ছ.) ডেভিড হেয়ার

(২.২.জ.) জন এলিয়ট ড্রিংক ওয়াটার বীটন বা বেথুন

(২.২.ঝ.) কলকাতা মেডিক্যাল কলেজ

(২.২.ঞ.) চিকিৎসাবিদ্যার বিকাশ

(২.২.ট.) কলকাতা বিশ্ববিদ্যালয় এবং উচ্চশিক্ষার বিকাশ

টুকরো কথা: মধুসূদন গুপ্ত

(আলোচনার বিষয়বস্তুর সঙ্গে সম্পর্কযুক্ত ও প্রাসঙ্গিক ছবি, সংবাদপত্রের প্রতিবেদন প্রভৃতি)

২.৩. উনিশ শতকের বাংলা-সমাজসংস্কার: বৈশিষ্ট্য ও পর্যালোচনা

(২.৩.ক.) ব্রাহ্মসমাজসমূহের উদ্দোগ

(২.৩.খ.) সতীদাহপ্রথা বিরোধী আন্দোলন

(২.৩.গ.) নব্যবঙ্গ গোষ্ঠী

(২.৩.ঘ.) বিধবাবিবাহ আন্দোলন

টুকরো কথা: হাজি মহম্মদ মহসীন

(আলোচনার বিষয়বস্তুর সঙ্গে সম্পর্কযুক্ত ও প্রাসঙ্গিক ছবি, সংবাদপত্রের প্রতিবেদন প্রভৃতি)

২.৪. উনিশ শতকের বাংলা-ধর্মসংস্কার: বৈশিষ্ট্য ও পর্যালোচনা

(২.৪.ক.) ব্রাহ্ম আন্দোলন-বিবর্তন, বিভাজন, বৈশিষ্ট্য ও পর্যালোচনা

(২.৪.খ.) রামকৃষ্ণের সর্বধর্মসমন্বয়’-এর আদর্শ

(২.৪.গ.) স্বামী বিবেকানন্দের ধর্মসংস্কারের অভিমুখ

(২.৪.ঘ.) নব্য বেদান্ত-বৈশিষ্ট্য ও পর্যালোচনা

টুকরো কথা: 

লালন ফকির
বিজয়কৃষ্ণ গোস্বামী

(আলোচনার বিষয়বস্তুর সঙ্গে সম্পর্কযুক্ত ও প্রাসঙ্গিক ছবি, সংবাদপত্রের প্রতিবেদন প্রভৃতি)

২.৫. “বাংলার নবজাগরণ”-এর চরিত্র ও পর্যালোচনা,

উনিশ শতকের বাংলায় ‘নবজাগরণ’ ধারণার ব্যবহার বিষয়ক বিতর্ক

(আলোচনার বিষয়বস্তুর সঙ্গে সম্পর্কযুক্ত ও প্রাসঙ্গিক ছবি, সংবাদপত্রের প্রতিবেদন প্রভৃতি)।

2 thoughts on “নীলদর্পণ নাটক থেকে উনিশ শতকের বাংলার সমাজের কীরূপ প্রতিফলন”

  1. Please 🙏 sir দয়া করে ইতিহাসের সমস্ত চ্যাপ্টার থেকে কিছু 2 নম্বরের সাজেশন দিন

    40 টা বাছে বেছে দিন সির pleace 😭

    Reply
  2. Please 🙏 sir দয়া করে ইতিহাসের সমস্ত চ্যাপ্টার থেকে কিছু 2 নম্বরের সাজেশন দিন

    40 টা বাছে বেছে দিন সির pleace 😭
    8653422072 নম্বরে স্যার question গুলো share more fun with out answer only question।

    Reply

Leave a Comment