নীল বিদ্রোহে সংবাদপত্রের ভূমিকা

দশম শ্রেণীর ইতিহাস তৃতীয় অধ্যায় – প্রতিরোধ ও বিদ্রোহ: বৈশিষ্ট্য ও বিশ্লেষণ হতে নীল বিদ্রোহে সংবাদপত্রের ভূমিকা আলোচনা করা হল।

Table of Contents

নীল বিদ্রোহে সংবাদপত্রের ভূমিকা

প্রশ্ন:- নীল বিদ্রোহে সংবাদপত্রের ভূমিকা আলোচনা কর।

উত্তর:- ভূমিকা :- বাংলার বিভিন্ন পত্রপত্রিকা ও বুদ্ধিজীবীমহল বাংলার নীলচাষিদের দুরবস্থা ও নীলকরদের অবর্ণনীয় অত্যাচারের বিরুদ্ধে সরব হয়ে উঠেছিল।

নীলকরদের অত্যাচারের প্রথম প্রকাশ

সমকালীন প্রকশিত বিভিন্ন পত্র পত্রিকার মধ্যে সর্বপ্রথম ১৮২২ খ্রিষ্টাব্দের মে মাসে সমাচার চন্দ্রিকা ও সমাচার দর্পণ পত্রিকা নীলকরদের অত্যাচারের কথা প্রকাশিত হয়।

তত্ত্ববোধিনী পত্রিকার ভূমিকা

১৮৪৯ খ্রিষ্টাব্দে অক্ষয়কুমার দত্ত ‘তত্ত্ববোধিনী’ পত্রিকায় নীলচাষ ও চাষিদের দুরবস্থা নিয়ে একটি বিশদ প্রতিবেদন বার করেন।

সংবাদ প্রভাকর পত্রিকার ভূমিকা

ঈশ্বরচন্দ্র গুপ্তের ‘সংবাদ প্রভাকর’ পত্রিকায় নীলবিদ্রোহীদের সমর্থনে বিভিন্ন খবর প্রকাশ করেন।

হিন্দু প্যাটিয়ট পত্রিকার ভূমিকা

নীলকরদের অত্যাচারের বিবদ্ধে সবচেয়ে বেশি সরব হয়েছিল হিন্দু প্যাটিয়ট পত্রিকা। এই পত্রিকার বিভিন্ন সময়ের সম্পাদক নীলচাষিদের সম্পর্কে নানাভাবে সাহায্য ও নীলকরদের অত্যাচারের কথা সংবাদ পত্রে প্রকাশ করেন।

সম্পাদক হরিশচন্দ্র মুখোপাধ্যায়ের অবদান

হরিশচন্দ্র মুখোপাধ্যায় নিজে এবং সাংবাদিক নিয়োগ করে নীলচাষিদের দুর্দশার খবর সংগ্রহ করে হিন্দু প্যাট্রিয়ট পত্রিকার ‘নীল জেলা’ নামে পাতায় তা প্রবন্ধাকারে প্রকাশ করেন। হিন্দু প্যাট্রিয়ট পত্রিকায় তিনি লেখেন বাংলার নীলচাষ একটি সংগঠিত জুয়োচুরি ও নিপীড়নমূলক ব্যবস্থা মাত্র। এই নীলচাষে চাষির লাভের চেয়ে ক্ষতি বেশি। যে চাষি একবার নীলচাষ করেছে তার আর বেঁচে থাকতে মুক্তি নেই। হরিশচন্দ্রের উদ্যোগেই নীল বিদ্রোহের খবরাখবর বাংলার শিক্ষিত জনগণের মধ্যে ছড়িয়ে পড়ে।

সম্পাদক শিশিরকুমার ঘোষের অবদান

অমৃতবাজার পত্রিকার সম্পাদক শিশিরকুমার ঘোষ হিন্দু প্যাট্রিয়ট পত্রিকায় নীলচাষিদের সমর্থনে একাধিক পত্র লেখেন। তিনি গ্রামে গ্রামে ঘুরে চাষিদের ওপর অত্যাচারের খবর সংগ্রহ করে বাংলার প্রথম ‘ফিল্ড জার্নালিস্ট’ নামে পরিচিতি লাভ করেন।

উপসংহার:- বিভিন্ন পত্রপত্রিকা, বুদ্ধিজীবীদের সমর্থন ও সহযোগিতা নীলবিদ্রোহকে ধর্মনিরপেক্ষ গণবিদ্রোহে পরিণত করেছিল।

দশম শ্রেণীর ইতিহাস (তৃতীয় অধ্যায়) প্রতিরোধ ও বিদ্রোহ: বৈশিষ্ট্য ও বিশ্লেষণ হতে অন্যান্য সংক্ষিপ্ত রচনাধর্মী প্রশ্ন উত্তর

দশম শ্রেণী ইতিহাস সিলেবাস তৃতীয় অধ্যায়- প্রতিরোধ ও বিদ্রোহ: বৈশিষ্ট্য ও বিশ্লেষণ হতে সকল সংক্ষিপ্ত রচনাধর্মী প্রশ্ন উত্তরগুলি দেওয়া হল।

দশম শ্রেণী ইতিহাস সিলেবাস তৃতীয় অধ্যায় – প্রতিরোধ ও বিদ্রোহ: বৈশিষ্ট্য ও বিশ্লেষণ

ঔপনিবেশিক অরণ্য আইন ও সেই বিষয়ে আদিবাসী জনগণের প্রতিক্রিয়া বিষয়ে সংক্ষিপ্ত ভূমিকা; প্রসঙ্গত বিদ্রোহ, অভ্যূত্থান ও বিপ্লব-এর ধারণাগত আলোচনা।

৩.১. আদিবাসী বিদ্রোহ

৩.১.ক. চুয়াড় বিদ্রোহ (দ্বিতীয় পর্ব, মেদিনীপুর, ১৭৯৮-৯৯)
৩.১.খ. কোল বিদ্রোহ (১৮৩১-৩২)
৩.১.গ. সাঁওতাল হুল (১৮৫৫-৫৬)
৩.১.ঘ. মুন্ডা বিদ্রোহ (১৮৯৯-১৯০০)

এই বিদ্রোহগুলির অতিসংক্ষিপ্ত আলোচনাসহ বৈশিষ্ট্য ও বিশ্লেষণ।

টুকরো কথা

রংপুর বিদ্রোহ (১৭৮৩)
ভিল বিদ্রোহ (১৮১৯)

(আলোচনার বিষয়বস্তুর সঙ্গে সম্পর্কযুক্ত ও প্রাসঙ্গিক ছবি, সংবাদপত্রের প্রতিবেদন প্রভৃতি, আলোচ্য বিদ্রোহগুলির সময়কাল উল্লেখসহ মানচিত্রে সেগুলির অঞ্চল চিহ্নিতকরণ, বিদ্রোহগুলির সময়সারণি)

৩.২. ধর্ম প্রভাবিত বিদ্রোহ

(৩.২.ক.) সন্ন্যাসী-ফকির বিদ্রোহ (১৭৬৩-১৮০০)
(৩.২.খ.) ওয়াহাবি আন্দোলন
(৩.২.গ.) ফরাজি আন্দোলন

এই বিদ্রোহ গুলির অতি সংক্ষিপ্ত আলোচনাসহ বৈশিষ্ট্য ও বিশ্লেষণ

টুকরো কথা

(ক) পাগলপন্থি বিদ্রোহ (১৮২৫-২৭)
(খ) তারিখ-ই-মহম্মদীয়া

(আলোচনার বিষয়বস্তুর সঙ্গে সম্পর্কযুক্ত ও প্রাসঙ্গিক ছবি, সংবাদপত্রের প্রতিবেদন প্রভৃতি, আলোচ্য বিদ্রোহগুলির সময়কাল উল্লেখসহ মানচিত্রে সেগুলির অঞ্চল চিহ্নিতকরণ, বিদ্রোহগুলির সময়সারণি)

৩.৩. নীল বিদ্রোহ

এই বিদ্রোহের অতি সংক্ষিপ্ত আলোচনা সহ বৈশিষ্ট্য ও বিশ্লেষণ

টুকরো কথা

পাবনার কৃষক বিদ্রোহ

(আলোচনার বিষয়বস্তুর সঙ্গে সম্পর্কযুক্ত ও প্রাসঙ্গিক ছবি, সংবাদপত্রের প্রতিবেদন প্রভৃতি, আলোচ্য বিদ্রোহগুলির সময়কাল উল্লেখসহ মানচিত্রে সেগুলির অঞ্চল চিহ্নিতকরণ, বিদ্রোহগুলির সময়সারণি)।

Leave a Comment