২০২৫ সালের মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষার ইতিহাস বিষয়ে সম্পূর্ণ সিলেবাসের সাজেশন্ ভিত্তিক পিডিএফ নোটস্ নেওয়ার জন্য যোগাযোগ করুণ (দাম প্রতি ক্লাস ৯৯ টাকা)।

👉Chat on WhatsApp

মুন্ডা বিদ্রোহের ফলাফল

দশম শ্রেণীর ইতিহাস তৃতীয় অধ্যায় – প্রতিরোধ ও বিদ্রোহ: বৈশিষ্ট্য ও বিশ্লেষণ হতে মুন্ডা বিদ্রোহের ফলাফল আলোচনা করা হল।

Table of Contents

মুন্ডা বিদ্রোহের ফলাফল

প্রশ্ন:- মুন্ডা বিদ্রোহের ফলাফল আলোচনা কর।

ভূমিকা :- মুন্ডা বিদ্রোহ (১৮৯৯-১৯০০ খ্রি.) ভারতের ব্রিটিশ-বিরােধী এক শক্তিশালী উপজাতি বিদ্রোহ। এই বিদ্রোহ আপাত দৃষ্টিতে ব্যর্থ হলেও এই বিদ্রোহের ফলাফলগুলিকে মােটেই অস্বীকার করা যায় না। যেমন –

সমস্যার সমাধান

বিদ্রোহের পর থেকে মুন্ডাদের অভাব-অভিযােগগুলি গুরুত্ব দিয়ে উপলদ্ধি করার এবং সমাধানের বিষয়ে সরকার উদ্যোগ গ্রহণ করে।

প্রজাস্বত্ব আইন

সরকার মুন্ডাদের দুর্দশা লাঘবের উদ্দেশ্যে ১৯০৮ খ্রিস্টাব্দে ছােটোনাগপুর প্রজাস্বত্ব আইন পাস করে। এই আইন দ্বারা সরকার বেটবেগারি প্রথা নিষিদ্ধ হয় এবং মুন্ডাদের কিছু সুবিধা দেয়।

খুৎকাঠি প্রথার স্বীকৃতি

সরকার মুন্ডা সমাজে প্রচলিত খুঁৎকাঠি প্রথা অর্থাৎ জমিতে মুন্ডাদের যৌথ মালিকানা স্বীকার করে নেয়। তাছাড়া সরকার জমি থেকে মুন্ডাদের উচ্ছেদ নিষিদ্ধ করে।

বেগার শ্রম নিষিদ্ধ

সরকার মুন্ডাদের দিয়ে বিনা বেতনে বেগার খাটানাে নিষিদ্ধ করে। ফলে মুন্ডারা শােষণ থেকে মুক্তি পায়।

একতার সৃষ্টি

বিদ্রোহকে কেন্দ্র করে মুন্ডাদের মধ্যে এক গভীর একতা প্রতিষ্ঠিত হয়। বিরসা মুন্ডা প্রথমে নতুন ধর্মপ্রচারের মাধ্যমে ঐক্য প্রতিষ্ঠার উদ্যোগ নেন এবং পরে বিদ্রোহ শুরু হলে সেই ঐক্য আরও শক্তিশালী হয়।

বিরসা সম্প্রদায়ের আত্মপ্রকাশ

বিদ্রোহের পর বিরসার অনুগামীদের নিয়ে ‘বিরসা সম্প্রদায়’ নামে একটি উপজাতি শাখার আত্মপ্রকাশ ঘটে।

জমি জরিপ

সরকার মুন্ডা এলাকায় জমি জরিপ করে। ফলে নিজেদের জমিতে মুন্ডাদের অধিকার প্রতিষ্ঠিত হয়।

উপসংহার:- মুণ্ডা বিদ্রোহ ব্যর্থ হলেও বিরসা মুণ্ডা বিদ্রোহের যে আগুন জ্বালিয়ে ছিলেন মুণ্ডা সমাজে তার প্রভাব দীর্ঘদিন অব্যাহত ছিল।

দশম শ্রেণীর ইতিহাস (তৃতীয় অধ্যায়) প্রতিরোধ ও বিদ্রোহ: বৈশিষ্ট্য ও বিশ্লেষণ হতে অন্যান্য সংক্ষিপ্ত রচনাধর্মী প্রশ্ন উত্তর

দশম শ্রেণী ইতিহাস সিলেবাস তৃতীয় অধ্যায়- প্রতিরোধ ও বিদ্রোহ: বৈশিষ্ট্য ও বিশ্লেষণ হতে সকল সংক্ষিপ্ত রচনাধর্মী প্রশ্ন উত্তরগুলি দেওয়া হল।

দশম শ্রেণী ইতিহাস সিলেবাস তৃতীয় অধ্যায় – প্রতিরোধ ও বিদ্রোহ: বৈশিষ্ট্য ও বিশ্লেষণ

ঔপনিবেশিক অরণ্য আইন ও সেই বিষয়ে আদিবাসী জনগণের প্রতিক্রিয়া বিষয়ে সংক্ষিপ্ত ভূমিকা; প্রসঙ্গত বিদ্রোহ, অভ্যূত্থান ও বিপ্লব-এর ধারণাগত আলোচনা।

৩.১. আদিবাসী বিদ্রোহ

৩.১.ক. চুয়াড় বিদ্রোহ (দ্বিতীয় পর্ব, মেদিনীপুর, ১৭৯৮-৯৯)
৩.১.খ. কোল বিদ্রোহ (১৮৩১-৩২)
৩.১.গ. সাঁওতাল হুল (১৮৫৫-৫৬)
৩.১.ঘ. মুন্ডা বিদ্রোহ (১৮৯৯-১৯০০)

এই বিদ্রোহগুলির অতিসংক্ষিপ্ত আলোচনাসহ বৈশিষ্ট্য ও বিশ্লেষণ।

টুকরো কথা

রংপুর বিদ্রোহ (১৭৮৩)
ভিল বিদ্রোহ (১৮১৯)

(আলোচনার বিষয়বস্তুর সঙ্গে সম্পর্কযুক্ত ও প্রাসঙ্গিক ছবি, সংবাদপত্রের প্রতিবেদন প্রভৃতি, আলোচ্য বিদ্রোহগুলির সময়কাল উল্লেখসহ মানচিত্রে সেগুলির অঞ্চল চিহ্নিতকরণ, বিদ্রোহগুলির সময়সারণি)

৩.২. ধর্ম প্রভাবিত বিদ্রোহ

(৩.২.ক.) সন্ন্যাসী-ফকির বিদ্রোহ (১৭৬৩-১৮০০)
(৩.২.খ.) ওয়াহাবি আন্দোলন
(৩.২.গ.) ফরাজি আন্দোলন

এই বিদ্রোহ গুলির অতি সংক্ষিপ্ত আলোচনাসহ বৈশিষ্ট্য ও বিশ্লেষণ

টুকরো কথা

(ক) পাগলপন্থি বিদ্রোহ (১৮২৫-২৭)
(খ) তারিখ-ই-মহম্মদীয়া

(আলোচনার বিষয়বস্তুর সঙ্গে সম্পর্কযুক্ত ও প্রাসঙ্গিক ছবি, সংবাদপত্রের প্রতিবেদন প্রভৃতি, আলোচ্য বিদ্রোহগুলির সময়কাল উল্লেখসহ মানচিত্রে সেগুলির অঞ্চল চিহ্নিতকরণ, বিদ্রোহগুলির সময়সারণি)

৩.৩. নীল বিদ্রোহ

এই বিদ্রোহের অতি সংক্ষিপ্ত আলোচনা সহ বৈশিষ্ট্য ও বিশ্লেষণ

টুকরো কথা

পাবনার কৃষক বিদ্রোহ

(আলোচনার বিষয়বস্তুর সঙ্গে সম্পর্কযুক্ত ও প্রাসঙ্গিক ছবি, সংবাদপত্রের প্রতিবেদন প্রভৃতি, আলোচ্য বিদ্রোহগুলির সময়কাল উল্লেখসহ মানচিত্রে সেগুলির অঞ্চল চিহ্নিতকরণ, বিদ্রোহগুলির সময়সারণি)।

Leave a Comment