২০২৫ সালের মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষার ইতিহাস বিষয়ে সম্পূর্ণ সিলেবাসের সাজেশন্ ভিত্তিক পিডিএফ নোটস্ নেওয়ার জন্য যোগাযোগ করুণ👇

👉Chat on WhatsApp

ফরাজি আন্দোলনের প্রকৃতি

দশম শ্রেণীর ইতিহাস তৃতীয় অধ্যায় – প্রতিরোধ ও বিদ্রোহ: বৈশিষ্ট্য ও বিশ্লেষণ হতে ফরাজি আন্দোলনের প্রকৃতি বা চরিত্রের স্বরূপ বিশ্লেষণ করা হল।

Table of Contents

ফরাজি আন্দোলনের প্রকৃতি

প্রশ্ন:- ফরাজি আন্দোলনের প্রকৃতি বা চরিত্রের স্বরূপ বিশ্লেষণ কর।

ভূমিকা :- উনিশ শতকে বাংলায় দরিদ্র মুসলিম কৃষকদের মধ্যে ফরাজি আন্দোলন নামে এক শুদ্ধিকরণ আন্দোলন গড়ে ওঠে। এই আন্দোলনের চরিত্র বা প্রকৃতি নিয়ে পণ্ডিতদের মধ্যে বিতর্ক লক্ষ্য করা যায়।

ধর্মীয় আন্দোলন

দরিদ্র মুসলিম কৃষকদের উদ্যোগে পরিচালিত হলেও ফরাজি আন্দোলন ছিল মূলত একটি ধর্মীয় আন্দোলন। ইসলাম ধর্মের সংস্কারই ছিল এই আন্দোলনের মূল লক্ষ্য।

কৃষক আন্দোলন

ফরাজি আন্দোলনে দরিদ্র মুসলিম কৃষকদের ব্যাপক অংশগ্রহণ দেখে কেউ কেউ একে কৃষক আন্দোলন বলে অভিহিত করেছেন। অধ্যাপক নরহরি কবিরাজ মনে করেন যে, ফরাজি আন্দোলনের সঙ্গে ধর্মীয় বিষয় যুক্ত থাকলেও এটি ছিল মূলত কৃষক আন্দোলন।

ব্রিটিশ বিরোধিতা

কেউ কেউ মনে করেন যে, ফরাজি আন্দোলনকারীরা বাংলা থেকে বিদেশি ব্রিটিশ শাসনের উচ্ছেদ করতে চেয়েছিল। ড. অভিজিৎ দত্তর মতে ফরাজি আন্দোলন জনগণের প্রকৃত স্বাধীনতা সংগ্রামের পূর্ণ বৈপ্লবিক রূপ দান করেছিল।

হিন্দু বিরোধিতা

কোনো কোনো ক্ষেত্রে কিছু দরিদ্র হিন্দুও ফরাজি আন্দোলনের সঙ্গে যুক্ত হয়েছিলেন। তবে ফরাজি আন্দোলনের হিন্দু-বিরোধিতা প্রকট হয়ে উঠলে হিন্দুরা শীঘ্রই আন্দোলন থেকে দূরে সরে যায়।

উদ্দেশ্যহীনতা

অধ্যাপক বিনয়ভূষণ চৌধুরী মনে করেন যে, ফরাজি আন্দোলন প্রতিবাদী ধর্ম আন্দোলন থেকে কৃষক আন্দোলনে পরিণত হলেও আন্দোলনকারীরা জমিদারি প্রথা বা নীলচাষের বিলোপ চায়নি। তাদের ব্রিটিশ বিরোধিতাও ছিল ধোঁয়াটে।

উপসংহার :- ফরাজি আন্দোলন এক অর্থে কৃষক আন্দোলন হলেও এর মধ্যে ধর্মীয় প্রাধান্যই ছিল বেশি। তাই কেউ কেউ এই আন্দোলনকে মুসলিম সম্প্রদায়ের পুনরুজ্জীবনবাদী আন্দোলন বলে অভিহিত করেছেন।

দশম শ্রেণীর ইতিহাস (তৃতীয় অধ্যায়) প্রতিরোধ ও বিদ্রোহ: বৈশিষ্ট্য ও বিশ্লেষণ হতে অন্যান্য সংক্ষিপ্ত রচনাধর্মী প্রশ্ন উত্তর

দশম শ্রেণী ইতিহাস সিলেবাস তৃতীয় অধ্যায়- প্রতিরোধ ও বিদ্রোহ: বৈশিষ্ট্য ও বিশ্লেষণ হতে সকল সংক্ষিপ্ত রচনাধর্মী প্রশ্ন উত্তরগুলি দেওয়া হল।

দশম শ্রেণী ইতিহাস সিলেবাস তৃতীয় অধ্যায় – প্রতিরোধ ও বিদ্রোহ: বৈশিষ্ট্য ও বিশ্লেষণ

ঔপনিবেশিক অরণ্য আইন ও সেই বিষয়ে আদিবাসী জনগণের প্রতিক্রিয়া বিষয়ে সংক্ষিপ্ত ভূমিকা; প্রসঙ্গত বিদ্রোহ, অভ্যূত্থান ও বিপ্লব-এর ধারণাগত আলোচনা।

৩.১. আদিবাসী বিদ্রোহ

৩.১.ক. চুয়াড় বিদ্রোহ (দ্বিতীয় পর্ব, মেদিনীপুর, ১৭৯৮-৯৯)
৩.১.খ. কোল বিদ্রোহ (১৮৩১-৩২)
৩.১.গ. সাঁওতাল হুল (১৮৫৫-৫৬)
৩.১.ঘ. মুন্ডা বিদ্রোহ (১৮৯৯-১৯০০)

এই বিদ্রোহগুলির অতিসংক্ষিপ্ত আলোচনাসহ বৈশিষ্ট্য ও বিশ্লেষণ।

টুকরো কথা

রংপুর বিদ্রোহ (১৭৮৩)
ভিল বিদ্রোহ (১৮১৯)

(আলোচনার বিষয়বস্তুর সঙ্গে সম্পর্কযুক্ত ও প্রাসঙ্গিক ছবি, সংবাদপত্রের প্রতিবেদন প্রভৃতি, আলোচ্য বিদ্রোহগুলির সময়কাল উল্লেখসহ মানচিত্রে সেগুলির অঞ্চল চিহ্নিতকরণ, বিদ্রোহগুলির সময়সারণি)

৩.২. ধর্ম প্রভাবিত বিদ্রোহ

(৩.২.ক.) সন্ন্যাসী-ফকির বিদ্রোহ (১৭৬৩-১৮০০)
(৩.২.খ.) ওয়াহাবি আন্দোলন
(৩.২.গ.) ফরাজি আন্দোলন

এই বিদ্রোহ গুলির অতি সংক্ষিপ্ত আলোচনাসহ বৈশিষ্ট্য ও বিশ্লেষণ

টুকরো কথা

(ক) পাগলপন্থি বিদ্রোহ (১৮২৫-২৭)
(খ) তারিখ-ই-মহম্মদীয়া

(আলোচনার বিষয়বস্তুর সঙ্গে সম্পর্কযুক্ত ও প্রাসঙ্গিক ছবি, সংবাদপত্রের প্রতিবেদন প্রভৃতি, আলোচ্য বিদ্রোহগুলির সময়কাল উল্লেখসহ মানচিত্রে সেগুলির অঞ্চল চিহ্নিতকরণ, বিদ্রোহগুলির সময়সারণি)

৩.৩. নীল বিদ্রোহ

এই বিদ্রোহের অতি সংক্ষিপ্ত আলোচনা সহ বৈশিষ্ট্য ও বিশ্লেষণ

টুকরো কথা

পাবনার কৃষক বিদ্রোহ

(আলোচনার বিষয়বস্তুর সঙ্গে সম্পর্কযুক্ত ও প্রাসঙ্গিক ছবি, সংবাদপত্রের প্রতিবেদন প্রভৃতি, আলোচ্য বিদ্রোহগুলির সময়কাল উল্লেখসহ মানচিত্রে সেগুলির অঞ্চল চিহ্নিতকরণ, বিদ্রোহগুলির সময়সারণি)।

Leave a Comment