২০২৫ সালের মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষার ইতিহাস বিষয়ে সম্পূর্ণ সিলেবাসের সাজেশন্ ভিত্তিক পিডিএফ নোটস্ নেওয়ার জন্য যোগাযোগ করুণ👇

👉Chat on WhatsApp

বাংলায় ওয়াহাবি আন্দোলনের বিবরণ

দশম শ্রেণীর ইতিহাস তৃতীয় অধ্যায় – প্রতিরোধ ও বিদ্রোহ: বৈশিষ্ট্য ও বিশ্লেষণ হতে

Table of Contents

বাংলায় ওয়াহাবি আন্দোলনের বিবরণ

প্রশ্ন:- বাংলায় ওয়াহাবি আন্দোলনের বিবরণ দাও।

অথবা, বারাসাত বিদ্রোহ সম্পর্কে কী জান?

অথবা, টীকা লেখো: তিতুমিরের বিদ্রোহ।

অথবা, বারাসাত বিদ্রোহের বিবরণ দাও।

ভূমিকা :- ‘ওয়াহাবি’ কথার অর্থ হল ‘নবজাগরণ’। তিতুমির মক্কায় গিয়ে সৈয়দ আহমেদের কাছ থেকে ওয়াহাবি আদর্শ গ্রহণ করেন। এরপর তিনি বাংলায় এসে ওয়াহাবি আন্দোলন শুরু করেন।

তিতুমিরের নেতৃত্ব

বাংলায় ওয়াহাবি আন্দোলনের প্রধান নেতা ছিলেন মির নিসার আলি বা তিতুমির। তিনি জমিদার ও নীলকরদের হাতে নির্যাতিত দরিদ্র মুসলমানদের নিয়ে বিশাল এক বাহিনী গড়ে তোলেন। এর ফলে জমিদার ও নীলকররা আতঙ্কিত হয়ে ওঠে।

ওয়াহাবিদের ওপর অত্যাচার

জমিদার ও নীলকরদের সঙ্গে তিতুমিরের সংঘর্ষ শুরু হলে ব্রিটিশবাহিনীও তিতুমিরের বাহিনীর বিরুদ্ধে সংঘর্ষে নেমে পড়ে। পুঁড়ার জমিদার কৃয়দেব রায় ঘোষণা করেন যে, কেউ তিতুমিরের শিষ্যত্ব গ্রহণ করলে বা দাড়ি রাখলে তাকে জরিমানা দিতে হবে, কেউ তিতুমিরকে বাড়িতে আশ্রয় দিলে তাকে বাড়ি থেকে উচ্ছেদ করা হবে।

কৃষ্ণদেব রায়ের সঙ্গে সংঘর্ষ

বিভিন্ন কারণে তিতুমীরের বাহিনীর সঙ্গে কৃষ্ণদেব রায়ের সংঘর্ষ বাধে। তিতুমির ৩০০ জন অনুগামী সহ কৃষ্ণদেব রায়ের বাড়ি আক্রমণ করলে সংঘর্ষে হিন্দু মন্দির ধ্বংস হয় এবং বহু পুরোহিত নিহত হন।

নিজেকে ‘বাদশাহ’ ঘোষণা

তিতুমির বারাসাত – বসিরহাটের বিস্তীর্ণ অঞ্চলে ইংরেজ শাসনের অবসান ঘটিয়ে নিজেকে ‘বাদশাহ’ বলে ঘোষণা করেন। তাঁর শাসনের প্রধানমন্ত্রী হন মৈনুদ্দিন এবং সেনাপতি হন গোলাম মাসুম।

বাঁশের কেল্লা নির্মাণ

তিনি নারকেলবেড়িয়া গ্রামে একটি বাঁশের কেল্লা তৈরি করে সেখানে তাঁর সদর দপ্তর প্রতিষ্ঠা করে বিভিন্ন স্থানের জমিদারদের কাছে কর দাবি করেন। এই ঘটনা “বারাসাত বিদ্রোহ নামে পরিচিত।

বিদ্রোহের প্রসার

২৪ পরগনা, নদিয়া, ঢাকা, খুলনা, যশোহর, রাজশাহি, মালদহ-সহ বাংলার বিভিন্ন জেলায় তিতুমিরের আন্দোলন প্রসারিত হয়।

পরাজয়

জমিদার, নীলকর ও ইংরেজ কোম্পানির মিলিত বাহিনী ১৮৩১ খ্রিস্টাব্দে তিতুমিরের বাহিনীকে আক্রমণ করে এবং কামানের আঘাতে তিতুমিরের বাঁশের কেল্লা ধ্বংস করে। তিতুমির ও তাঁর কয়েকজন অনুগামী যুদ্ধক্ষেত্রে বীরের মতো মৃত্যু বরণ করেন (১৯ নভেম্বর, ১৮৩১ খ্রি.)।

উপসংহার:- তিতুমিরের নেতৃত্বাধীন ওয়াহাবি আন্দোলন শেষপর্যন্ত ব্যর্থ হয়। ইংরেজ বাহিনীর সঙ্গে প্রকাশ্য সংঘর্ষে তিতুমিরের মৃত্যু হয়। তাঁর অসংখ্য অনুগামী ইংরেজদের হাতে বন্দি হয়। এর ফলে বাংলার ওয়াহাবি আন্দোলনের শক্তি দুর্বল হয়ে পড়ে।

দশম শ্রেণীর ইতিহাস (তৃতীয় অধ্যায়) প্রতিরোধ ও বিদ্রোহ: বৈশিষ্ট্য ও বিশ্লেষণ হতে অন্যান্য সংক্ষিপ্ত রচনাধর্মী প্রশ্ন উত্তর

দশম শ্রেণী ইতিহাস সিলেবাস তৃতীয় অধ্যায়- প্রতিরোধ ও বিদ্রোহ: বৈশিষ্ট্য ও বিশ্লেষণ হতে সকল সংক্ষিপ্ত রচনাধর্মী প্রশ্ন উত্তরগুলি দেওয়া হল।

দশম শ্রেণী ইতিহাস সিলেবাস তৃতীয় অধ্যায় – প্রতিরোধ ও বিদ্রোহ: বৈশিষ্ট্য ও বিশ্লেষণ

ঔপনিবেশিক অরণ্য আইন ও সেই বিষয়ে আদিবাসী জনগণের প্রতিক্রিয়া বিষয়ে সংক্ষিপ্ত ভূমিকা; প্রসঙ্গত বিদ্রোহ, অভ্যূত্থান ও বিপ্লব-এর ধারণাগত আলোচনা।

৩.১. আদিবাসী বিদ্রোহ

৩.১.ক. চুয়াড় বিদ্রোহ (দ্বিতীয় পর্ব, মেদিনীপুর, ১৭৯৮-৯৯)
৩.১.খ. কোল বিদ্রোহ (১৮৩১-৩২)
৩.১.গ. সাঁওতাল হুল (১৮৫৫-৫৬)
৩.১.ঘ. মুন্ডা বিদ্রোহ (১৮৯৯-১৯০০)

এই বিদ্রোহগুলির অতিসংক্ষিপ্ত আলোচনাসহ বৈশিষ্ট্য ও বিশ্লেষণ।

টুকরো কথা

রংপুর বিদ্রোহ (১৭৮৩)
ভিল বিদ্রোহ (১৮১৯)

(আলোচনার বিষয়বস্তুর সঙ্গে সম্পর্কযুক্ত ও প্রাসঙ্গিক ছবি, সংবাদপত্রের প্রতিবেদন প্রভৃতি, আলোচ্য বিদ্রোহগুলির সময়কাল উল্লেখসহ মানচিত্রে সেগুলির অঞ্চল চিহ্নিতকরণ, বিদ্রোহগুলির সময়সারণি)

৩.২. ধর্ম প্রভাবিত বিদ্রোহ

(৩.২.ক.) সন্ন্যাসী-ফকির বিদ্রোহ (১৭৬৩-১৮০০)
(৩.২.খ.) ওয়াহাবি আন্দোলন
(৩.২.গ.) ফরাজি আন্দোলন

এই বিদ্রোহ গুলির অতি সংক্ষিপ্ত আলোচনাসহ বৈশিষ্ট্য ও বিশ্লেষণ

টুকরো কথা

(ক) পাগলপন্থি বিদ্রোহ (১৮২৫-২৭)
(খ) তারিখ-ই-মহম্মদীয়া

(আলোচনার বিষয়বস্তুর সঙ্গে সম্পর্কযুক্ত ও প্রাসঙ্গিক ছবি, সংবাদপত্রের প্রতিবেদন প্রভৃতি, আলোচ্য বিদ্রোহগুলির সময়কাল উল্লেখসহ মানচিত্রে সেগুলির অঞ্চল চিহ্নিতকরণ, বিদ্রোহগুলির সময়সারণি)

৩.৩. নীল বিদ্রোহ

এই বিদ্রোহের অতি সংক্ষিপ্ত আলোচনা সহ বৈশিষ্ট্য ও বিশ্লেষণ

টুকরো কথা

পাবনার কৃষক বিদ্রোহ

(আলোচনার বিষয়বস্তুর সঙ্গে সম্পর্কযুক্ত ও প্রাসঙ্গিক ছবি, সংবাদপত্রের প্রতিবেদন প্রভৃতি, আলোচ্য বিদ্রোহগুলির সময়কাল উল্লেখসহ মানচিত্রে সেগুলির অঞ্চল চিহ্নিতকরণ, বিদ্রোহগুলির সময়সারণি)।

Leave a Comment