২০২৫ সালের মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষার ইতিহাস বিষয়ে সম্পূর্ণ সিলেবাসের সাজেশন্ ভিত্তিক পিডিএফ নোটস্ নেওয়ার জন্য যোগাযোগ করুণ👇

👉Chat on WhatsApp

উনিশ শতকে ভারতের বিভিন্ন কৃষক ও উপজাতি বিদ্রোহগুলি ব্যর্থ হওয়ার প্রধান কারণ

দশম শ্রেণীর ইতিহাস তৃতীয় অধ্যায় – প্রতিরোধ ও বিদ্রোহ: বৈশিষ্ট্য ও বিশ্লেষণ হতে উনিশ শতকে ভারতের বিভিন্ন কৃষক ও উপজাতি বিদ্রোহগুলি ব্যর্থ হওয়ার প্রধান কারণ আলোচনা করা হল।

Table of Contents

উনিশ শতকে ভারতের বিভিন্ন কৃষক ও উপজাতি বিদ্রোহগুলি ব্যর্থ হওয়ার প্রধান কারণ

প্রশ্ন:- উনিশ শতকে ভারতের বিভিন্ন কৃষক ও উপজাতি বিদ্রোহগুলি ব্যর্থ হওয়ার প্রধান কারণগুলি কী ছিল?

ভূমিকা :- ব্রিটিশ শাসনকালে ভারতের কৃষক ও উপজাতি গোষ্ঠীর ওপর সরকার এবং তাদের সহযোগী জমিদার ইজারাদার ও মহাজন শ্রেণীর শোষণ ও অত্যাচারের বিরুদ্ধে বিভিন্ন আন্দোলন ও বিদ্রোহ শুরু হয়। উনিশ শতকে বাংলা তথা ভারতে সংঘটিত এই বিদ্রোহগুলির অধিকাংশই শেষপর্যন্ত ব্যর্থতায় পর্যবসিত হয়। 

নেতৃত্বের অনৈক্য

উনিশ শতকে ওয়াহাবি আন্দোলন, ফরাজি আন্দোলন প্রভৃতি কৃষকবিদ্রোহে ধর্মীয় প্রভাব যথেষ্ট বেশি দেখা যায়। এর ফলে হিন্দু ও মুসলিম কৃষকদের মধ্যে অনৈক্য ও বিভেদ মাথাচাড়া দিয়ে ওঠে এবং অত্যাচারী শোষকদের বিরুদ্ধে জোটবদ্ধভাবে লড়াই করা মুশকিল হয়ে পড়ে।

পরিকল্পনার অভাব

কৃষক বিদ্রোহগুলি সফল করার জন্য যে সুনির্দিষ্ট পরিকল্পনার প্রয়োজন ছিল সেদিকে বিদ্রোহীরা বিশেষ নজর দেয়নি। ফলে মাঝপথে অধিকাংশ বিদ্রোহ দিশা হারিয়ে ফেলে।

আঞ্চলিক সীমাবদ্ধতা

রংপুরবিদ্রোহ, পাবনা বিদ্রোহ, সাঁওতাল বিদ্রোহ, মুন্ডা বিদ্রোহ প্রভৃতি অধিকাংশ বিদ্রোহই ছিল আঞ্চলিক। নিজেদের অঞ্চলের বাইরে বিদ্রোহের প্রভাব না থাকায় সরকার ও জমিদারদের বাহিনী সহজেই বিদ্রোহগুলি দমন করতে সক্ষম হয়।

উন্নত যোগাযোগের অভাব

উন্নত যোগাযোগ ব্যবস্থার অভাবেবিদ্রোহীদের মধ্যে সর্বদা ভালো যোগাযোগ গড়ে উঠত না। ফলেসর্বত্র একই মাত্রায় বিদ্রোহ ছড়িয়ে দেওয়া সম্ভব হয়নি।

সুদক্ষ নেতৃত্বের অভাব

বেশ কিছু বিদ্রোহ স্বতঃস্ফূর্তভাবেই উৎপত্তি লাভ করে। কিন্তু সেই বিদ্রোহগুলি সফল করার জন্য যে সুদক্ষ নেতৃত্বের প্রয়োজন ছিল তা অনেক বিদ্রোহেই ছিল না। ফলে বিদ্রোহগুলি শুরু হওয়ার কিছুকালের মধ্যেই দুর্বল হয়ে পড়ে।

দমনপীড়ন

বিদ্রোহীদের ওপর ব্রিটিশ সরকার ও জমিদারদের তীব্র দমনপীড়ন অধিকাংশ বিদ্রোহের মেরুদণ্ড ভেঙে দেয়। বারাসাত বিদ্রোহে ব্রিটিশ কামান তিতুমিরের বাঁশের কেল্লা গুড়িয়ে দেয়। সাঁওতাল বা মুন্ডা বিদ্রোহে অসংখ্য বিদ্রোহীকে ফাঁসি বা দীর্ঘমেয়াদি কারাদণ্ড দেওয়া হয়। ফলে বিদ্রোহ ব্যর্থ হয়ে যায়।

উপসংহার :- ব্রিটিশ শাসনের বিরুদ্ধে বাংলা তথা ভারতের কৃষক ও উপজাতি বিদ্রোহ গুলি ছিল অসংলগ্ন ও অসংগঠিত।তাছাড়া তাদের লক্ষ্য ও উদ্দেশ্য ছিল ভিন্ন ভিন্ন।তাই বিদ্রোহ গুলি সফল হতে পারেনি।

দশম শ্রেণীর ইতিহাস (তৃতীয় অধ্যায়) প্রতিরোধ ও বিদ্রোহ: বৈশিষ্ট্য ও বিশ্লেষণ হতে অন্যান্য সংক্ষিপ্ত রচনাধর্মী প্রশ্ন উত্তর

দশম শ্রেণী ইতিহাস সিলেবাস তৃতীয় অধ্যায়- প্রতিরোধ ও বিদ্রোহ: বৈশিষ্ট্য ও বিশ্লেষণ হতে সকল সংক্ষিপ্ত রচনাধর্মী প্রশ্ন উত্তরগুলি দেওয়া হল।

দশম শ্রেণী ইতিহাস সিলেবাস তৃতীয় অধ্যায় – প্রতিরোধ ও বিদ্রোহ: বৈশিষ্ট্য ও বিশ্লেষণ

ঔপনিবেশিক অরণ্য আইন ও সেই বিষয়ে আদিবাসী জনগণের প্রতিক্রিয়া বিষয়ে সংক্ষিপ্ত ভূমিকা; প্রসঙ্গত বিদ্রোহ, অভ্যূত্থান ও বিপ্লব-এর ধারণাগত আলোচনা।

৩.১. আদিবাসী বিদ্রোহ

৩.১.ক. চুয়াড় বিদ্রোহ (দ্বিতীয় পর্ব, মেদিনীপুর, ১৭৯৮-৯৯)
৩.১.খ. কোল বিদ্রোহ (১৮৩১-৩২)
৩.১.গ. সাঁওতাল হুল (১৮৫৫-৫৬)
৩.১.ঘ. মুন্ডা বিদ্রোহ (১৮৯৯-১৯০০)

এই বিদ্রোহগুলির অতিসংক্ষিপ্ত আলোচনাসহ বৈশিষ্ট্য ও বিশ্লেষণ।

টুকরো কথা

রংপুর বিদ্রোহ (১৭৮৩)
ভিল বিদ্রোহ (১৮১৯)

(আলোচনার বিষয়বস্তুর সঙ্গে সম্পর্কযুক্ত ও প্রাসঙ্গিক ছবি, সংবাদপত্রের প্রতিবেদন প্রভৃতি, আলোচ্য বিদ্রোহগুলির সময়কাল উল্লেখসহ মানচিত্রে সেগুলির অঞ্চল চিহ্নিতকরণ, বিদ্রোহগুলির সময়সারণি)

৩.২. ধর্ম প্রভাবিত বিদ্রোহ

(৩.২.ক.) সন্ন্যাসী-ফকির বিদ্রোহ (১৭৬৩-১৮০০)
(৩.২.খ.) ওয়াহাবি আন্দোলন
(৩.২.গ.) ফরাজি আন্দোলন

এই বিদ্রোহ গুলির অতি সংক্ষিপ্ত আলোচনাসহ বৈশিষ্ট্য ও বিশ্লেষণ

টুকরো কথা

(ক) পাগলপন্থি বিদ্রোহ (১৮২৫-২৭)
(খ) তারিখ-ই-মহম্মদীয়া

(আলোচনার বিষয়বস্তুর সঙ্গে সম্পর্কযুক্ত ও প্রাসঙ্গিক ছবি, সংবাদপত্রের প্রতিবেদন প্রভৃতি, আলোচ্য বিদ্রোহগুলির সময়কাল উল্লেখসহ মানচিত্রে সেগুলির অঞ্চল চিহ্নিতকরণ, বিদ্রোহগুলির সময়সারণি)

৩.৩. নীল বিদ্রোহ

এই বিদ্রোহের অতি সংক্ষিপ্ত আলোচনা সহ বৈশিষ্ট্য ও বিশ্লেষণ

টুকরো কথা

পাবনার কৃষক বিদ্রোহ

(আলোচনার বিষয়বস্তুর সঙ্গে সম্পর্কযুক্ত ও প্রাসঙ্গিক ছবি, সংবাদপত্রের প্রতিবেদন প্রভৃতি, আলোচ্য বিদ্রোহগুলির সময়কাল উল্লেখসহ মানচিত্রে সেগুলির অঞ্চল চিহ্নিতকরণ, বিদ্রোহগুলির সময়সারণি)।

Leave a Comment